দুর্ঘটনা রোধে বিদেশের ধাঁচে রাজ্যে সেফ করিডর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনাপ্রবণ রাস্তায় দুর্ঘটনা কমাতে তৈরি করা হচ্ছে ‘সেফ করিডর’। রাজ্যে প্রাথমিকভাবে দুটি এই নিরাপদ করিডর তৈরির সিদ্ধান্ত হয়েছে। বিষ্ণুপুর থেকে আরামবাগের মধ্যে হবে প্রথম করিডরটি। আর দ্বিতীয়টির স্থান এখনও চূড়ান্ত হয়নি। এই করিডর দুটিতে দুর্ঘটনার সংখ‌্যা শূন্যে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই ‘নিরাপদ রাস্তা’ তৈরির কাজ শুরু হয়ে যাচ্ছে বাংলায়। দুর্ঘটনা এবং প্রাণহানির হার গড়ের চেয়ে বেশি এমন রাস্তাগুলির দৈর্ঘ্যের কিছু অংশ ‘নিরাপদ করিডর’ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়। এতে রাস্তাগুলির নিরাপত্তা উন্নত করা হবে। এমনকী বেপরোয়া যান চলাচল রুখতে এসব এলাকায় ট্র‌্যাফিক জরিমানা দ্বিগুণও করা হতে পারে।
[আরও পড়ুন: কৈশোর থেকে মায়ের প্রেমিকের যৌন নির্যাতন! থানায় FIR কলেজ ছাত্রীর]
পথ নিরাপত্তা নিয়ে শুক্রবার পূর্ত, স্বাস্থ‌্য, পরিবহণ, ট্র‌্যাফিক পুলিশ, স্কুল শিক্ষা দফতরের তরফে একটি বৈঠক করা হয়। সেখানেই এই করিডর তৈরির সিদ্ধান্ত হয়েছে। সেফ করিডরের অর্থ, দুর্ঘটনাপ্রবণ রাস্তায় দুর্ঘটনার সংখ‌্যা শূন্যে নিয়ে আসা হবে। নিরাপদ করিডর উদ্যোগটি নিউ জার্সি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট প্রথম শুরু করে। এবং তারপর অন্যান্য দেশেও একাধিক রাজ‌্য রাস্তাগুলির নিরাপত্তা উন্নত করার জন‌্য এই করিডর তৈরি করে। যেভাবেই হোক দুর্ঘটনা কমাতেই এই পরিকল্পনা। আপাতত ঠিক হয়েছে, বিষ্ণুপুর-আরামবাগ ৭০ কিলোমিটার রাস্তাকে নিরাপদ করিডর হিসাবে এক বছরের মধ্যে গড়ে তোলা হবে। রাস্তার ধারে হবে ফুটপাথ। বাড়বে সিগন‌্যালিং, রাস্তার মোড়ে মোড়ে থাকবে গার্ডরেল, জেব্রা ক্রসিং, মেরামত করে রাস্তা মসৃণ করা হবে, নির্দিষ্ট দূরত্ব অন্তর রাস্তায় দাঁড় করানো থাকবে অ‌্যাম্বুল‌্যান্সও। সেফ করিডরে পুলিশের সংখ‌্যা বাড়ানো হবে। ২০২৪ সালের মধ্যে প্রথম ধাপে দুটি রাস্তাকে এভাবে তৈরি করা হবে।
নবান্নসূত্রে খবর, এক বছরের মধ্যে এই করিডর তৈরির কাজ এই রাস্তায় করা সম্ভব বলে মনে করা হচ্ছে। ২০২৩ সালে এই রাস্তায় ২৫টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। সেই সংখ‌্যা শূন‌্যতে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। চলতি মাসেই রোড সেফটি কাউন্সিলের বৈঠক রয়েছে। গত এক বছরে দুর্ঘটনার হাল-হকিকত নিয়ে সেখানে আলোচনা হবে। এবং দুর্ঘটনা কমাতে আরও বেশকিছু সিদ্ধান্ত হতে পারে। পরিবহণ দফতরের এক কর্তা জানান, দুর্ঘটনা রোধে সেফ করিডর তৈরি সব রাজ‌্যকেই করতে হবে। কারণ সুপ্রিম রোডের তেমনই নির্দেশ। বাংলাতেও তাই সেই কাজ শুরু হতে চলেছে। আগামী একবছরে দুটি সেফ করিডর তৈরি হবে। সেই প্রচেষ্টা সফল হলে সংখ‌্যা আরও বাড়ানো হবে।
[আরও পড়ুন: জয়নগরে সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু, বাড়ির অদূরে মিলল দেহ, খুনের অভিযোগ পরিবারের]

Source: Sangbad Pratidin

Related News
‘২৪০ আসন পাবে তৃণমূল’, ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন অভিষেক
‘২৪০ আসন পাবে তৃণমূল’, ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিলেন অভিষেক

শংকরকুমার রায়, ইসলামপুর: ধাপে ধাপে আরও বেশি করে জনসমর্থন আদায়। জনগণের কাজ করেই তাঁদের কাছে টানা, ভোটমুখী করে তোলা। বরাবর Read more

অবাক কাণ্ড! কমলালেবুর খোসা দিয়েও তৈরি হচ্ছে ব্যাগ
অবাক কাণ্ড! কমলালেবুর খোসা দিয়েও তৈরি হচ্ছে ব্যাগ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমলালেবু (Orange) খেতে ভালবাসেন অনেকেই। শীতবিলাসীদের আবার কমলালেবু ছাড়া শীতকাল সম্পূর্ণ হয় না। কমলালেবু খাওয়ার পর Read more

ICC ODI World Cup 2023: ‘আইকন’ শচীনকে ছুঁয়ে ৪৯তম শতরান পূর্ণ করার আগে কতটা চাপে বিরাট? জবাব দিলেন দ্রাবিড়
ICC ODI World Cup 2023: ‘আইকন’ শচীনকে ছুঁয়ে ৪৯তম শতরান পূর্ণ করার আগে কতটা চাপে বিরাট? জবাব দিলেন দ্রাবিড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়নরা নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরার জন্য বেছে নেন সেরা মঞ্চ। বিরাট কোহলি (Virat Kohli) ব্যাটিং Read more

‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’, প্রেম, বন্ধুত্ব, বিষণ্ণতা ছুঁয়ে থেকে যাবেন KK
‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল’, প্রেম, বন্ধুত্ব, বিষণ্ণতা ছুঁয়ে থেকে যাবেন KK

বিশ্বদীপ দে: কলকাতার আকাশ আজ অংশত মেঘলা। গতকাল রাতের বিষাদ তিলোত্তমার মুখে জড়িয়ে গিয়েছে ধোঁয়াশার মতোই। মনখারাপ কি শুধু কলকাতার? Read more

সিকিমের চারধাম মন্দির এবার ধূপগুড়িতে! কালীপুজোয় বড় চমক
সিকিমের চারধাম মন্দির এবার ধূপগুড়িতে! কালীপুজোয় বড় চমক

শান্তনু কর, জলপাইগুড়ি: সিকিমের চারধাম মন্দির এবার জলপাইগুড়িতে! ভিনরাজ্যের মন্দিরের থিমে সেজে উঠছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এসটিএস ক্লাবের কালীপুজোর (Kalipuja Read more

‘তোমার যেন কত বয়স গৌরী?’ বেমালুম স্ত্রীয়ের বয়স ভুললেন শাহরুখ! তারপর…
‘তোমার যেন কত বয়স গৌরী?’ বেমালুম স্ত্রীয়ের বয়স ভুললেন শাহরুখ! তারপর…

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেব হোক বা সাধারণ পুরুষ মানুষ। স্ত্রীকে অল্প স্বল্প ভয় পান বেশিরভাগ বিবাহিত পুরুষ মানুষই। শাহরুখও Read more