‘এক ফুল দো মালি’র বাস্তব চিত্র! স্বামীকে শায়েস্তা করতে হাজির দুই ‘বউ’

অভিষেক চৌধুরী, কালনা: ‘এক ফুল, দো মালি’ নয়। কালনায় এবার উলটপুরাণ। এক স্বামীকে নিয়ে দুই ‘বউ’য়ের টানাটানি। তবে প্রতিযোগিতা নয়, বরং স্বামীকে শায়েস্তা করতে হাজির দুই মহিলা। একেকজনের অভিযোগ একেকরকম। দিনভর এনিয়ে শোরগোল কালনার (Kalna) ধর্মডাঙায়। নিজেদের অধিকার আদায়ে সেখানকার বাসিন্দা শুভঙ্কর হালদারের বাড়িতে স্ত্রীর দাবি নিয়ে হাজির হন দুই মহিলা। শুভঙ্করের পালটা দাবি, তাঁর স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। আর আরেক মহিলা তাঁকে ফাঁসিয়েছেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি একটুও।
চামেলি হাওলাদার নামে এক মহিলা নিজেকে শুভঙ্করের স্ত্রী বলে পরিচয় দিয়ে জানান, তাঁর ৯ বছরের এক ছেলে, ১৬ বছরের এক মেয়ে রয়েছে। কিন্তু স্বামী তাঁকে দেখভাল করতেন না। বেশিরভাগ সময় কাজের নাম করে বাইরে থাকতেন। চামেলির দাবি, “আমার স্বামীর তিনটি বিয়ে। এখানে ওখানে বিয়ে করে সংসার পাতিয়ে থাকে। আজ সেই প্রমাণ হাতে নিয়েই এসেছি। এই মহিলাকেও বিয়ে করে রেখেছে। আমার আগেও একজনকে বিয়ে করেছে। শ্বশুরবাড়ির লোকজন জানায়নি। আমার সন্তানদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানাতে ডিভোর্স চাইতেই এখানে এসেছি।” তিনি এখন বাপের বাড়িতে থাকেন।
[আরও পডুন: Mahua Moitra: প্রয়াত সোমনাথবাবুর সিদ্ধান্তকে ঢাল করেই সংসদে বলতে দেওয়া হল না মহুয়াকে]
অন্যদিকে কাকলি নামের ওই মহিলাও একটি নথি দেখিয়ে শুভঙ্করের সঙ্গে তাঁর রেজিস্ট্রি বিয়ে হয়েছে বলে দাবি করেন। স্ত্রীর পরিচয় দিয়ে তিনি জানান, তাঁর আগের পক্ষের দুটি মেয়ে রয়েছে। কাকলি বলেন, “শুভঙ্কর আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। ওর বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা শুভঙ্কর নিয়েছে। বাড়ি বন্ধক রেখে টাকা দিয়েছি।” তিনি আরও জানান, “কালনায় আত্মীয় বাড়ি থেকেই ওর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়। শুভঙ্কর জানায়, ও স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। ৪ বছর আমার কাছে দিল্লিতে ছিল। খাওয়াপরা থেকে শুভঙ্করের যাবতীয় খরচ আমি বহন করেছি। দফায় দফায় আমার কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছে। এখন আমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। অন্য আর এক মহিলার প্রেমে পড়েছে। এখন ওকে দেওয়া পুরো টাকা আমায় ফেরত দিক। নাহলে আমাকে ঘরে তুলুক।”
[আরও পডুন: বিধানসভায় ইন্দ্রনীল-বাবুলের ‘শান্তি’ বৈঠক, ‘রেফারি’ অরূপ বিশ্বাস]
যদিও শুভঙ্করের দাবি, “একজন আমার বিবাহিত স্ত্রী। তার সঙ্গে ৪ বছর সংসার করেছি। আমি বাড়িতে ছিলাম না। সেসময় পরিবারের সকলের নামে মামলা করে। আর একজন যে মহিলা এসেছেন, তিনি কালনার কদমতলায় থাকেন। আমার মতো বেশ কয়েকজনকে উনি ফাঁসিয়েছেন। অনেকে আত্মহত্যাও করে মারা গিয়েছে।”কাকলির সঙ্গে রেজিস্ট্রি পেপার থাকার কথা স্বীকার করে শুভঙ্কর জানায়,“আমাকে খাইয়ে ওখানে নিয়ে গেছে। আমার কাছে ২৫ হাজার টাকা নিয়েছে। আমার গাড়ি ছিল।সেটাও বিক্রি করে দিয়েছে। আমাকে ফাঁসিয়েছে।” ঘটনাস্থলে এসে পঞ্চায়েত সদস্য প্রদীপ মণ্ডল জানান, “দেখানো কাগজপত্র দেখে কিছু বোঝা যাচ্ছে না। তাই ওঁদের কিছু করার হলে আইনের আশ্রয় নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।”
দেখুন ভিডিও:

Source: Sangbad Pratidin

Related News
রাত দু’টোয় খিদে পেয়ে গেল স্বস্তিকার, কী পরামর্শ দিলেন নেটিজেনরা?
রাত দু’টোয় খিদে পেয়ে গেল স্বস্তিকার, কী পরামর্শ দিলেন নেটিজেনরা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের কথাটি মনের ভিতরে না রেখে টুইটারেই জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। মাঝরাতে বড্ড খিদে পেয়েছিল Read more

মানিকতলা উপনির্বাচনে সজল ঘোষেই আস্থা বিজেপির? তুঙ্গে জল্পনা
মানিকতলা উপনির্বাচনে সজল ঘোষেই আস্থা বিজেপির? তুঙ্গে জল্পনা

স্টাফ রিপোর্টার: মানিকতলা বিধানসভার আসন্ন উপনির্বাচনে প্রার্থী কে? বিজেপিতে জোর শুরু হয়েছে ‘পহলে আপ’, ‘পহলে আপ’ বলে দায় ঠেলাঠেলি। চলতি Read more

ভোটে কেন লড়বেন ‘অপরাধী’ নেতারা? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট
ভোটে কেন লড়বেন ‘অপরাধী’ নেতারা? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেল খেটেছেন অথবা একাধিক মামলা রয়েছে। তবুও ভোটে লড়ছেন এমনকী জিতেও যাচ্ছেন রাজনৈতিক নেতারা। আর এই Read more

ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, পুজোয় শিয়ালদহ থেকে নানা রুটে চলবে বাড়তি ট্রেন
ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, পুজোয় শিয়ালদহ থেকে নানা রুটে চলবে বাড়তি ট্রেন

সুব্রত বিশ্বাস: পুজোর মরশুমে ভিড় এড়াতে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Rail)। এবার শিয়ালদহ-নিউ জলপাইগুড়ির (Sealdah-NJP)পর্যন্ত চলবে Read more

কোয়াড বৈঠক শেষ হতেই দক্ষিণ চিন সাগরে পেশিশক্তির প্রদর্শন চিনা নৌসেনার
কোয়াড বৈঠক শেষ হতেই দক্ষিণ চিন সাগরে পেশিশক্তির প্রদর্শন চিনা নৌসেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানে সদ্যসমাপ্ত কোয়াড বৈঠকে চিন বিরোধী সুর বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকার পাশাপাশি জাপান এবং Read more

‘ওরা বজরংবলিকেও বন্দি করতে চায়’, বজরং দল নিষিদ্ধ করা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির
‘ওরা বজরংবলিকেও বন্দি করতে চায়’, বজরং দল নিষিদ্ধ করা নিয়ে কংগ্রেসকে তোপ মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় এলে PFI থেকে শুরু করে বজরং দল পর্যন্ত সমস্ত উগ্র ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা হবে। Read more