ভিনরাজ্যের কোচিংয়ে ডামি পরীক্ষার্থীদের রমরমা, অন্যের হয়ে পরীক্ষা দিলেই মিলছে ৪০ হাজার!

অর্ণব আইচ: ডামি হয়ে পরীক্ষা দিলেই হাতে ৪০ হাজার টাকা। সঙ্গে কলকাতায় খাওয়া, থাকা, ঘোরা সম্পূর্ণ বিনামূল্যে। ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি কোচিং সেন্টারের এই টোপে পা দিয়েই কলকাতায় অন‌্য পরীক্ষার্থীর হয়ে পুলিশ কনস্টেবলের চাকরির পরীক্ষা দিতে এসেছিল দুই তরুণী। কিন্তু শেষ রক্ষা হয়নি। কলকাতার নিউ মার্কেট, দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ও ভবানীপুরের একাধিক পরীক্ষাকেন্দ্রে থেকে ওই তরুণী-সহ ৯ জন ডামি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জেরা করে পুলিশের হাতে উঠে এসেছে ডামি পরীক্ষার্থী চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন এজেন্টের নাম।
পুলিশ জানিয়েছে, নিউ মার্কেট এলাকার পরীক্ষাকেন্দ্র থেকে ধৃত রুবি কুমারী ও পুনম কুমারীকে জেরা করে জানা গিয়েছে, তাঁরা আসলে ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা। অত‌্যন্ত সাধারণ পরিবারের ওই দুই তরুণী কোডারমা থেকে হাজারিবাগে আসেন। হাজারিবাগের কলেজে ভর্তি হন তারা। রুবি অঙ্কে অনার্স ও পুনম অর্থনীতিতে অনার্স। তাঁরা এখানে মেসে থেকে চাকরির জন‌্য বিভিন্ন পরীক্ষা দিতেন। নিজেরা টিউশনিও করতেন। আবার চাকরির পরীক্ষায় পাশ করার জন‌্য তারা কোচিংয়েও পড়তে যেতেন। দুই তরুণীর দাবি, ওই কোচিং সেন্টারেই তাঁদের সঙ্গে এজেন্টদের পরিচয় হয়। তারাই কলকাতায় গিয়ে পরীক্ষা দেওয়ার জন‌্য একেকজনকে ৪০ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেয়। ওই টাকায় তাদের হাজারিবাগে বেশ কিছুদিন থাকা ও পড়াশোনার খরচ হয়ে যেতে পারে। সেই কারণেই তারা সেই প্রস্তাবে রাজি হয়ে কলকাতায় চলে আসে। মালদহের যে দুই চাকরিপ্রার্থীর অ‌্যাডমিট কার্ড নিয়ে তারা পরীক্ষা দিতে আসে, তাঁদের ছবির সঙ্গে রুবি ও পুনমের মুখের মিল থাকলেও আঙুলের ছাপ না মেলায় তাদের গ্রেপ্তার করা হয়।
[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মের আড়়ালে রেলে চাকরির টোপ! আর্থিক প্রতারণায় গ্রেপ্তার ৩]
বালিগঞ্জ এলাকা থেকে যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে দুজনের দাবি, তারা চাকরিপ্রার্থীদের পরিচিত। তাঁরা দুজনেই ১৫ হাজার টাকার বিনিময়ে পরীক্ষা দিতে রাজি হয়। বিহার থেকে বাকি যারা গ্রেপ্তার হয়েছে, তাঁদের ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তাঁদের সঙ্গেও কোচিং সেন্টারের মাধ‌্যমে এজেন্টদের সঙ্গে যোগাযোগ হয়। তদন্তে পুলিশ জেনেছে, বিহার ও ঝাড়খণ্ডের কোচিং সেন্টারগুলির সঙ্গে কলকাতা ও এই রাজ্যের বিভিন্ন জেলার কোচিং সেন্টারগুলির যোগাযোগ রয়েছে। কারণ, যে চাকরিপ্রার্থীদের জন‌্য তারা পরীক্ষা দিতে এসেছিল, তারাও কোচিং সেন্টারগুলিতে পড়াশোনা করে। সেখান থেকেই তাদের কাছ থেকে এক লাখ থেকে দু’লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। পরীক্ষা দেওয়া ছাড়াই চাকরির সুযোগ অনেকেই হাতছাড়া করতে চায় না। ধৃতদের দাবি, আরও অনেকেই এভাবে পরীক্ষা দিয়েছে। কিছু ক্ষেত্রে ডামি পরীক্ষার্থীদের ধরা যায়নি, এমন সম্ভব। যদিও সেক্ষেত্রে আঙুলে ছাপ সেই ক্ষেত্রে কীভাবে মিলল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

Source: Sangbad Pratidin

Related News
নীতি আয়োগের বৈঠকে শস্যবৈচিত্র্যে জোর, করোনা নিয়ন্ত্রণে রাজ্যগুলির প্রশংসা মোদির
নীতি আয়োগের বৈঠকে শস্যবৈচিত্র্যে জোর, করোনা নিয়ন্ত্রণে রাজ্যগুলির প্রশংসা মোদির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার নয়াদিল্লিতে (Delhi) রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের (NITI Aayog) বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা, ৩,২০০ কোটি টাকা ব্যয়ে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর
জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ পর্যন্ত রাস্তা, ৩,২০০ কোটি টাকা ব্যয়ে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সড়ক পথে সোজা উত্তরবঙ্গের সঙ্গে জুড়তে চলেছে জঙ্গলমহল। শুক্রবার বাঁকুড়ার সভা থেকে বড়সড় প্রকল্পের কথা Read more

Anubrata Mandal: একাকিত্বে ঘরবন্দি মেয়ে, শক্তিগড়ে বসে সুকন্যার ভাল থাকার ব্যবস্থাই করেছিলেন অনুব্রত!
Anubrata Mandal: একাকিত্বে ঘরবন্দি মেয়ে, শক্তিগড়ে বসে সুকন্যার ভাল থাকার ব্যবস্থাই করেছিলেন অনুব্রত!

নন্দন দত্ত, সিউড়ি: রাজনীতিতে বাবার নামডাক হওয়ার পর থেকেই কারওর সঙ্গে খুব একটা মিশতেন না কেষ্টকন্যা সুকন্যা মণ্ডল। অনুব্রত গ্রেপ্তার Read more

চিনা হামলার আশঙ্কায় বাতিল বহু উড়ান, ভয়ে তাইওয়ানের আকাশপথ এড়িয়ে যাচ্ছে যাত্রীবাহী বিমান
চিনা হামলার আশঙ্কায় বাতিল বহু উড়ান, ভয়ে তাইওয়ানের আকাশপথ এড়িয়ে যাচ্ছে যাত্রীবাহী বিমান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকেই প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠেছে চিন। যুদ্ধের আশঙ্কা উসকে Read more

স্বাস্থ্য বিমা করছেন, জেনে নিন মাথায় রাখবেন কোন বিষয়গুলি
স্বাস্থ্য বিমা করছেন, জেনে নিন মাথায় রাখবেন কোন বিষয়গুলি

স্বাস্থ্য বিমার প্রয়োজনীয়তা এখন আর নতুন করে বোঝানোর অবকাশ নেই। সাধারণ গ্রাহক আজ জানেন, পারিবারিক বাজেটের একটি অংশ অতি অবশ্যই Read more

SSC Scam: এসএসসি মামলায় হাই কোর্টে খারিজ আবেদন, রক্ষাকবচ পেলেন না পার্থ চট্টোপাধ্যায়
SSC Scam: এসএসসি মামলায় হাই কোর্টে খারিজ আবেদন, রক্ষাকবচ পেলেন না পার্থ চট্টোপাধ্যায়

গোবিন্দ রায়: এসএসসি মামলায় আরও বিপাকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ রক্ষাকবচের আবেদন।   [প্রিয় Read more