সোনা, গাড়ি না পেলে বিয়েই বাতিল, প্রেমিকের চাপে আত্মঘাতী চিকিৎসক তরুণী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিরিক্ত পণের দাবির চাপে আত্মঘাতী হলেন কেরলের (Kerala) এক তরুণী চিকিৎসক। বরপক্ষের তরফে নগদ টাকা, সোনা এবং বিএমডব্লিউ গাড়ি দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। সেই দাবি মানতে চাননি তরুণী। যার ফলে বিয়ে ভেঙে যায়। এর পরেই আত্মঘাতী হন তরুণী! ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।  
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরুঅনন্তপুরম মেডিক্যাল কলেজের ছাত্রী ছিলেন শাহানা (২৬)। স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছিলেন। কলেজের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন। একই কলেজে পাঠরত এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গেই বিয়ে ঠিক হয়েছিল তরুণীর। যদিও বিয়েতে বাধা হয় দাঁড়ায় যুবকের পরিবারের অতিরিক্ত পণের দাবি।
 
[আরও পড়ুন: কানু সান্যালের গ্রামে ‘জলকষ্ট’, শুনেই আসরে নামলেন মমতা]
জানা গিয়েছে, নাগদ টাকা, সোনার গয়না এবং বিএমডাব্লু গাড়ি চেয়েছিল যুবকের পরিবার। যা দিতে অস্বীকার করেন তরুণী চিকিৎসক। এর পর পরিবারের পক্ষ নিয়ে বিয়ে ভেঙে দেন প্রেমিক যুবক। এই ঘটনার পরেই কলেজের কাছের ভাড়ার বাড়ি থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।‌ কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পণের দাবি প্রমাণিত হলে কঠিন শাস্তির কথা বলেছেন তিনি।
 
[আরও পড়ুন: লাডলিদের হাত ধরেই মধ্যপ্রদেশে গেরুয়া ঝড়, বেহনাদের পা ধোয়ালেন ‘ভাই’ শিবরাজ]
এদিকে এই ঘটনায় সক্রিয় হয়েছে কেরলের মহিলা কমিশন। তারা আলাদভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত তরুণ চিকৎসককে পদচ্যুত করেছে বলে জনা গিয়েছে। তদন্ত সূত্রে পুলিশ জানতে পেরেছে, তরুণীর বাবা কর্মসূত্রে পশ্চিম এশিয়ায় ছিলেন। সম্প্রতি সেখানেই তিনি মারা যান। বাবাকে শেষ দেখাও তিনি দেখতে পারেননি। ‌

Source: Sangbad Pratidin

Related News
প্রশ্ন-দ্রোহিতা
প্রশ্ন-দ্রোহিতা

অস্বস্তিকর প্রশ্ন তোলা সাংবাদিকরা দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হলে নড়বড়ে হয়ে ওঠে সত্যি-মিথ্যের ভেদরেখা। ‘আনলফুল অ‌্যাক্টিভিটিজ প্রিভেনশন অ‌্যাক্ট’ বা ‘ইউএপিএ’ বহাল Read more

একবছরে ৩ বার বিশ্বজয়, দুবার ভারতকে হারিয়ে, বিশ্বক্রিকেটের সিংহাসনে অস্ট্রেলিয়াই
একবছরে ৩ বার বিশ্বজয়, দুবার ভারতকে হারিয়ে, বিশ্বক্রিকেটের সিংহাসনে অস্ট্রেলিয়াই

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছরে তিন বার বিশ্বসেরার শিরোপা। বিশ্বজয়ী হওয়ার হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া (Australia)। ২০২৩ সালেই ক্রিকেটের আলাদা ফরম্যাটে Read more

চারদিন পরেও ১৭ বছরের কিশোরের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স, কে এই নাহেল?
চারদিন পরেও ১৭ বছরের কিশোরের মৃত্যুতে জ্বলছে ফ্রান্স, কে এই নাহেল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষোভের আগুন পুড়ছে ছবির দেশ, কবিতার দেশ। পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর প্রতিবাদে টানা চারদিন অগ্নিগর্ভ ফ্রান্স Read more

‘কুনো উদ্যানে দুই চিতার মৃত্যু প্রত্যাশিত’, জানাল দক্ষিণ আফ্রিকা
‘কুনো উদ্যানে দুই চিতার মৃত্যু প্রত্যাশিত’, জানাল দক্ষিণ আফ্রিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশার পর উদয়। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আনা আরও এক চিতার Read more

হাতে ডমরু, মাথায় জটা, মহাদেব সেজে ছবি পোস্ট অক্ষয়েরও! ব্যাপারটা কী?
হাতে ডমরু, মাথায় জটা, মহাদেব সেজে ছবি পোস্ট অক্ষয়েরও! ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিলেন কৃষ্ণ, হয়ে গেলেন শিব! মাথায় জটা, হাতে ডমরু নিয়ে নতুন অবতারে বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়। Read more

বাগুইআটিতে জোড়া ছাত্র খুনের জের? অপসারিত বিধাননগরের পুলিশ কমিশনার
বাগুইআটিতে জোড়া ছাত্র খুনের জের? অপসারিত বিধাননগরের পুলিশ কমিশনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগুইআটিতে দুই ছাত্রকে অপহরণের পর খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল শহরে। পুলিশের ভূমিকা নিয়েও উঠে গিয়েছিল Read more