ফেরান্দোর লাল কার্ড, এক ম্যাচে ৪ খেলোয়াড়ের চোট, সমস্যায় জেরবার মোহনবাগান

প্রসূন বিশ্বাস: ওড়িশা (Odisha) ম্যাচের আগের দিনই রয় কৃষ্ণর নাম শুনে বিরক্তি প্রকাশ করেছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তখনই বোঝা গিয়েছিল কৃষ্ণকে নিয়ে খুব একটা বাক্যব্যয় করতে চান না তিনি। তবে সেই বিপক্ষের কৃষ্ণর সঙ্গেই উত্তপ্ত বাক্য বিনিময়ের ফলে লাল কার্ড দেখলেন জুয়ান ফেরান্দো। বুধবার যুবভারতীতে মোহনবাগান বনাম ওড়িশা এফসি ম‌্যাচ শেষে গণ্ডগোলের জেরে।
ম্যাচ শেষের বাঁশি বেজেছে তখন। দু’গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফেরার আনন্দে ব্যস্ত মোহনবাগান (Mohunbagan)। মাঠের মাঝখানে এগিয়ে গিয়েছে জুয়ান ফেরান্দো সহ গোটা দল। রেফারির সঙ্গে করমর্দন করছিলেন মোহনবাগান কোচ। তাঁর শরীরী ভাষায় বোঝা যাচ্ছিল, অনেক সিদ্ধান্তই তিনি মানতে পারেননি। বাক্য বিনিময় করতে করতেই তিনি হাত মেলান রেফারি ক্রিস্টাল জনের সঙ্গে।
ঠিক এই সময়ই রয় কৃষ্ণর সঙ্গে কথা কাটাকাটি। দেখা যায়, আঙুল উঁচিয়ে কিছু একটা বলছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার। থেমে থাকেননি ফেরান্দোও, তিনিও পাল্টা আঙুল তোলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে ছুটে যান আর্মান্দো সাদিকু, বিনয় চোপড়ারা। এর মধ‌্যে ফেরান্দোকে ধাক্কা দিয়ে বসেন কৃষ্ণ। সাদিকু সরিয়ে নিয়ে যান দু’জনকে। বিনয়ের সঙ্গে কথা বলতে দেখা যায় কৃষ্ণকে। এসবের মধ্যেই আবার সের্জিও লোবেরাকেও দেখা যায় উত্তপ্তভাবে কিছু বলতে বলতে ফেরান্দোর দিকে এগিয়ে আসতে। তবে সাদিকুরা সামনে থাকায় তা আর বড় আকারে গড়ায়নি। রেফারি ক্রিস্টল জন মোহনবাগান কোচকে লাল কার্ড দেখান। এই ঘটনার ফলে পরের ম্যাচে বেঞ্চে থাকবেন না ফেরান্দো।
[আরও পড়ুন: নিয়ম ভেঙে শামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা অন্য ফ্র্যাঞ্চাইজির! বিস্ফোরক গুজরাট টাইটান্স কর্তা]
অবশ্য মোহনবাগানের তরফে দাবি করা হয়, রয় কৃষ্ণর উসকানিতেই মেজাজ হারিয়েছেন ফেরান্দো। এদিন লাল কার্ড দেখার পর সাংবাদিক সন্মেলনে ফেরান্দোর পরিবর্তে এসেছিলেন মোহনবাগানের সহকারি কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তিনি অবশ্য কোচের পাশেই দাঁড়াচ্ছেন, “বিষয়টা খুব বেশি জানি না। কিন্তু আমি কোচকে একশো শতাংশ বিশ্বাস করি। কোচ তেমন কিছুই করেননি। খেলাটা কী পরিস্থিতিতে চলছিল আপনারা জানেন। আমি এই বিষয়ে যত কম বলব ততই ভালো হবে।” ম্যাচ শেষে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে শব্দ ব্যয় করতে চাননি ওড়িশা কোচ সের্জিও লোবেরাও। তিনি বলেন, “এটাই ফুটবল। মাঠের ঘটনা মাঠেই শেষ হয়ে যায়। ম্যাচটা দু’টো দলের জন্য খুব কঠিন ছিল। ফলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।”
ফেরান্দোর লাল কার্ডের পাশাপাশি মোহনবাগানের সমস্যা আরও বাড়াল চার ফুটবলারের চোট। বুধবার ম্যাচের শুরুতেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হুগো বুমোস। ম্যাচ চলাকালীন আহত হন সাহাল, অনিরুদ্ধ, গ্লেন মার্টিন্স। ফলে বলে দেওয়াই যায়, মিনি হাসপাতালে পরিণত হয়েছে সবুজ মেরুন শিবির। 
[আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে মায়ানমার, দিল্লির দরবারে মিজোরামের হবু মুখ্যমন্ত্রী লালডুহোমা]

Source: Sangbad Pratidin

Related News
বেতনের ৪৫ শতাংশ পেনশন সরকারি কর্মীদের? ‘ভুয়ো খবর’, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র
বেতনের ৪৫ শতাংশ পেনশন সরকারি কর্মীদের? ‘ভুয়ো খবর’, বিবৃতি দিয়ে জানাল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কর্মীদের পেনশন নিয়ে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেয়নি। সংবাদমাধ্যমের দাবি উড়িয়ে বৃহস্পতিবার সাফ এই কথা ঘোষণা Read more

Panchayat Vote 2023: ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ হাই কোর্টের
Panchayat Vote 2023: ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে নিরাপত্তায় ব্যর্থ পুলিশ, পর্যবেক্ষণ হাই কোর্টের

গোবিন্দ রায়: সুপ্রিম কোর্টের (Supreme Court) পর হাই কোর্টেও মুখ পুড়ল রাজ্যের। মনোনয়ন পর্বে ভাঙড়, কাশীপুর, হাড়োয়া, বসিরহাটে নিরাপত্তার ব্যবস্থা Read more

Panchayat Election: দেগঙ্গায় মৃত ছাত্রের বাড়িতে ফোন রাজ্যপালের, আশ্বাস দিলেন পাশে থাকার
Panchayat Election: দেগঙ্গায় মৃত ছাত্রের বাড়িতে ফোন রাজ্যপালের, আশ্বাস দিলেন পাশে থাকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেগঙ্গায় বোমাবাজিতে মৃত ছাত্রের বাড়িতে ফোন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। Read more

বাদশা নন, এবার বুর্জ খলিফার চূড়ায় রণবীর রাজ! ৬০ সেকেন্ডেই খেল দেখাল ‘অ্যানিম্যাল’
বাদশা নন, এবার বুর্জ খলিফার চূড়ায় রণবীর রাজ! ৬০ সেকেন্ডেই খেল দেখাল ‘অ্যানিম্যাল’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাই, বুর্জ খলিফা মানেই অনুরাগীদের কাছে শাহরুখ খান। বলিউডের সিনেপাড়ার এই একটি তারকাই সেখানে রাজত্ব করেন। Read more

CWG 2022: কমনওয়েলথে বক্সিংয়ে অব্যাহত ভারতের সোনালি সফর, এবার সোনা নীতু ও অমিতের
CWG 2022: কমনওয়েলথে বক্সিংয়ে অব্যাহত ভারতের সোনালি সফর, এবার সোনা নীতু ও অমিতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিংয়ের হাত ধরে চলতি কমনওয়েলথ গেমস থেকে একের পর এক সোনা আসছে ভারতের ঝুলিতে। গেমসের দশম Read more

কমেছে করোনার প্রকোপ, চলতি মাসেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ভারত-বাংলাদেশে
কমেছে করোনার প্রকোপ, চলতি মাসেই যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ভারত-বাংলাদেশে

নব্যেন্দু হাজরা: ফের চালু হচ্ছে ভারত-বাংলাদেশ (Bangladesh-India) যাত্রীবাহী ট্রেন পরিষেবা। আগামী ২৬ মার্চ থেকে  শুরু হচ্ছে দুই দেশের মধ্যে ট্রেন Read more