সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালেই কলকাতায় এসেছিলেন। প্রদীপ জ্বালিয়ে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) সূচনা করেন সলমন খান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলচ্চিত্র উৎসবের টাইটেল সংয়ের তালেও নাচেন ভাইজান। উৎসবের উদ্বোধন সেরেই বেরিয়ে যাচ্ছিলেন। আচমকা পিছুডাক মমতার। কারণ ছবি।
সংবাদ সংস্থা টলিলাইনের পক্ষ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। উদ্বোধন সেরে বেরিয়ে যাচ্ছিলেন সলমন (Salman Khan)। ঠিক সেই সময় সুপারস্টারকে ডাকেন মুখ্যমন্ত্রী। বলেন, “এক মিনিট সলমন… বাংলার সব মেয়েরা তোমার সঙ্গে ছবি তুলতে চায়।” বাংলার মেয়ে বলতে এখানে মুখ্যমন্ত্রী টলিউড নায়িকাদেরই বোঝাতে চেয়েছেন, এমনটাই মনে করা হচ্ছে।
View this post on Instagram
A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)
[আরও পড়ুন: ‘সলমনও একমত হবেন…’, বলি তারকাদের সামনেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসায় সৌরভ]
এদিকে সলমনের সঙ্গে তোলা সেলফি শ্রাবন্তী চট্টোপাধ্যায় শেয়ার করেই ফেলেছেন। ক্যাপশনে সুপারস্টারকে ট্যাগ করে অভিনেত্রী লিখেছেন, ‘টাইগার ইন দ্য সিটি।’
View this post on Instagram
A post shared by Srabanti Gintu Chatterjee (@srabanti.smile)
শুধু নায়িকা নয়, বলিউডের সুলতানকে কাছে পেয়ে ছবি তুলেছেন গায়িকাও। ‘কী লিখব বুঝতে পারছি না’, একথা লিখেই ভাইজানের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইমন চক্রবর্তী।
View this post on Instagram
A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)
লাল ঝকঝকে শাড়ি পরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন কৌশানি। ভাইজানের হাতে হাত দিয়ে ছবি তুলেছেন অভিনেত্রী। আর তা শেয়ার করেছেন ইনস্ট্রাগ্রামে।
View this post on Instagram
A post shared by Koushani (@myself_koushani)
[আরও পড়ুন: KIFF 2023: ‘দিদিকে হিংসে করি’, মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেও কেন একথা বললেন সলমন?]
Source: Sangbad Pratidin