KIFF 2023: ‘দিদিকে হিংসে করি’, মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করেও কেন একথা বললেন সলমন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর তাঁর ঘরের থেকেও ছোট। তাতেই অবাক সলমন খান। ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2023) মঞ্চে দাঁড়িয়েই ভাইজান বলে বসলেন, “দিদি তোমায় হিংসে করি।”

এদিন বেশ ‘দাবাং’ মেজাজেই কথা বলেন ভাইজান। ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ আসতেই সলমন বলেন, “দিদি তোমায় হিংসে করি। ওনার ঘর আমার ঘরের থেকেও ছোট। শত্রুঘ্ন সাহেব জানেন, আমার ঘরে বসার জায়গা নেই। কাপুর সাহেবও এসেছেন। একটা ঘর, একটা ছোট্ট রান্নাঘর। আমার মা অনেক চেষ্টা করেছিল বাস্তুর হিসেবে বিছানা ঠিক করার। একদিন বাবা বললেন, এবার একটা পজিশনই বাকি আছে। বিছানাটা লম্বা করে রাখো যাতে তোমার ছেলে এসে দাঁড়িয়ে শুতে পারে। আবার উঠে কাজে যেতে পারে।”
[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবে মমতার হাত ধরে নাচলেন সলমন, জমে উঠল উদ্বোধনী মঞ্চ]
এর পরই আবার সলমন বলেন, “কিন্তু দিদি, ওনার ঘর তো আমার ঘরের থেকেও ছোট। আমার খুব হিংসে হল। এমন স্থানে থাকা মানুষের এভাবে থাকতে পারে? কুণ্ঠা হল। যাই হোক, সাধারণ মানুষদের খুব বেশি চাহিদা থাকে না।” সলমনের মুখে এমন কথা শুনে হাসতে থাকেন মমতা।
এদিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে বিশ্বের অন্যতম বৃহৎ চলচ্চিত্র উৎসব বলেও অভিহিত করেন ভাইজান। আবার বাংলা সিনেমায় কাজ করার ইচ্ছেও প্রকাশ করেন। নিজের বক্তব্যের আগে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে তুলে চলচ্চিত্র উৎসবের টাইটেল ট্রাকে নাচেন ভাইজান। সঙ্গত দেন অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা।
[আরও পড়ুন: ‘বাংলায় এসে ছবি করতে চাই’, মুখ্যমন্ত্রীর কাছে আবদার সলমনের]

Source: Sangbad Pratidin

Related News
শক্তিগড় শুটআউট: খুন হতে পারেন, আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন কয়লা মাফিয়া রাজু
শক্তিগড় শুটআউট: খুন হতে পারেন, আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন কয়লা মাফিয়া রাজু

সৌরভ মাজি, বর্ধমান: এমন কোনও জায়গায় থাবা মেরেছিলেন যাতে কী মৌচাকে ঢিল পড়েছিল? কোনও বড় কারবারির স্বার্থে আঘাত লেগেছিল? কোনও Read more

নজরে ৩ জেলা, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের
নজরে ৩ জেলা, আবাস যোজনার ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চেয়ে নবান্নে চিঠি কেন্দ্রের

গৌতম ব্রহ্ম:  প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana)প্রকল্পের অর্থ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে ফের ‘পত্রবোমা’। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে Read more

হোলির গভীর রাতে গোসাবায় ভয়াবহ পথদুর্ঘটনা, প্রাণ গেল দুই বাইক আরোহীর, আহত এক
হোলির গভীর রাতে গোসাবায় ভয়াবহ পথদুর্ঘটনা, প্রাণ গেল দুই বাইক আরোহীর, আহত এক

দেবব্রত মণ্ডল: হোলির গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল বাইক। যার জেরে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। আহত হয়েছেন Read more

বন্যা বিধ্বস্ত বেঙ্গালুরুতে নেই মাথাগোঁজার ঠাঁই! এক রাতের হোটেল ভাড়া ৪০ হাজার
বন্যা বিধ্বস্ত বেঙ্গালুরুতে নেই মাথাগোঁজার ঠাঁই! এক রাতের হোটেল ভাড়া ৪০ হাজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। এই প্রবাদবাক্য যে কতটা সত্যি, এবার বন্যায় তা হাড়ে Read more

কলেজ পাশ করা হয়নি, সেই রামস্বামীই স্থান পেলেন দেশের সেরা ১০০ ধনীর তালিকায়
কলেজ পাশ করা হয়নি, সেই রামস্বামীই স্থান পেলেন দেশের সেরা ১০০ ধনীর তালিকায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স তাঁর ৭৪ বছর। কৃষক পরিবারের সন্তান। কলেজ পাশ করা হয়নি। সেই কে পি রামস্বামীই এবার Read more

WB Panchayat Election: মহাজোটেই পঞ্চায়েত ভোট, পাহাড়ে আত্মপ্রকাশ করল ‘ইউনাইটেড গোর্খা মঞ্চ’
WB Panchayat Election: মহাজোটেই পঞ্চায়েত ভোট, পাহাড়ে আত্মপ্রকাশ করল ‘ইউনাইটেড গোর্খা মঞ্চ’

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: অবশেষে পাহাড়ে মহাজোট করেই ফেলল বিজেপি। দু’দশক পর পাহাড়ে পঞ্চায়েত ভোটে গোর্খা জনমুক্তি মোর্চা (GJM), হামরো পার্টি, Read more