সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে নাচলেন বলিউডের সুলতান সলমন খান (Salman Khan)। অরিজিৎ সিংয়ের গাওয়া টাইটেল ট্র্যাকেই নাচলেন দুজন। সঙ্গে নাচলেন অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাটরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাবনা ও কথায় ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই টাইটেল সং গেয়েছেন অরিজিৎ। এর জন্য কোনও পারিশ্রমিক নেননি জিয়াগঞ্জের ভূমিপুত্র। গানটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে হওয়ার পরই আচমকা সঞ্চালক জুন মালিয়া সলমন, অনিলদের এই গানে নাচার অনুরোধ করেন।
[আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে রাজ্য সঙ্গীতে গলা মেলালেন মমতা, উঠে দাঁড়ালেন সলমন-সৌরভরা]
জুনের এই অনুরোধ ফেলতে পারেননি সলমন। হাত ধরে প্রিয় দিদিকেও টেনে নেন। তার পরই শুরু হয়। অনিল কাপুর, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহারাও ছন্দ মেলান। মাঝে আবার ‘দাবাং’ সিনেমার মতো বেল্ট ধরে নাচেন ভাইজান।
২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই গানটি লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর সাজিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। দৃশ্য কল্প ও রূপায়ণে প্রেমেন্দু বিকাশ চাকী ও সহযোগী দল। ভাব তর্জমায় সুদেষ্ণা রায়।
[আরও পড়ুন: আগুন লাগানো রসায়ন! ‘ফাইটার’-এর নতুন পোস্টারে হৃতিক-দীপিকার লুক দেখে হইচই নেটপাড়ায়]
Source: Sangbad Pratidin