বকেয়া ইস্যুতে সরাসরি বৈঠক হোক মোদি-মমতার, সুদীপকে পরামর্শ গিরিরাজের

নন্দিতা রায়, নয়াদিল্লি: রাজ্যের বকেয়া নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনও উত্তপ্ত সংসদ। মঙ্গলবার ফের বকেয়া মেটানোর দাবিতে লোকসভায় সরব হলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। পালটা জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতি। যা রীতিমতো উত্তপ্ত করে তুলল লোকসভা। তবে, এসবের মধ্যে কিছুটা হলেও অচলাবস্থা কাটার ইঙ্গিতও মিলেছে।
এদিন সংসদ অধিবেশন চলাকালীনই আলাদা করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনা জ্যোতি যেখানে কড়া সুরে তৃণমূলের সাংসদদের সমালোচনা করছেন, সেখানে সুর অনেকটাই নরম ছিল খোদ ক্যাবিনেট মন্ত্রীর। সুদীপের দাবি, গিরিরাজই তাঁকে প্রস্তাব দিয়েছেন যাতে বকেয়া ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বৈঠকের বন্দোবস্ত করা যায়।
[আরও পড়ুন: গেরুয়া ঝড়ের রেশেই ফের কামাল, আবার সর্বকালের রেকর্ড উত্থান সেনসেক্সের]
বস্তুত বকেয়া ইস্যুতে এই মুহূর্তে রীতিমতো সম্মুখসমরে কেন্দ্র ও রাজ্য। কিছুদিন আগেই তৃণমূলের প্রতিনিধিরা বাংলা থেকে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জনা জ্যোতির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন। কিন্তু সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেই নিয়ে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনও সরব হয়েছিলেন সুদীপ। মঙ্গলবারও সরব হন। যথারীতি এদিনও সাধ্বী নিরঞ্জনা জ্যোতি সব অভিযোগ অস্বীকার করেন। এবং পালটা দাবি করেন, তৃণমূলের প্রতিনিধিদের উদ্দেশ্যই ছিল না তাঁর সঙ্গে দেখা করার।
[আরও পড়ুন: ‘আরও ব্যর্থতা আসবে, তৈরি থাকুন’, নাম না করে ফের বিরোধীদের খোঁচা মোদির]
সুদীপের (Sudip Banerjee) দাবি, এসব বাক্য বিনিময়ের আড়ালে গিরিরাজ সিং নিজে উদ্যোগ নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তৃণমূল সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীকে জানান, বকেয়া ইস্যুতে তৃণমূল যতদূর যেতে হয় যাবে। কেন্দ্রের যদি দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে সেই সামান্য কিছু টাকা কেটে নিয়ে বাকি টাকাটা দিয়ে দেওয়া হোক। গোটা বাংলার মানুষ ১০০ দিনের কাজ করেছেন। কোন কোন গ্রামে দুর্নীতি হয়েছে, সেগুলো বেছে নিয়ে সেই টাকাটা বাদ দিয়ে বাকি টাকা মিটিয়ে দিক কেন্দ্র। এভাবে রাজ্যকে অর্থনৈতিক অবরোধের মুখে ফেলবেন না। সুদীপের দাবি, এর পরই গিরিরাজ তাঁকে প্রস্তাব দেন, “এই ইস্যুতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হোক।” উল্লেখ্য, রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে এর আগেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাতেও জট কাটেনি। কেন্দ্র নতুন করে বৈঠকের যে প্রস্তাব দিচ্ছে, সেটা হলেও কতটা লাভ হবে তা নিয়ে সংশয় রয়েছে।

Source: Sangbad Pratidin

Related News
দিল্লি হিংসায় উসকানিমূলক ভাষণের অভিযোগ, নোটিস রাহুল-সোনিয়াদের
দিল্লি হিংসায় উসকানিমূলক ভাষণের অভিযোগ, নোটিস রাহুল-সোনিয়াদের

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া অশান্তির (Delhi Violcence) ঘটনায় সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী, অনুরাগ ঠাকুর (Anurag Thakur), কপিল মিশ্র, Read more

অভিনব উদ্যোগ, এবার কলকাতার মেট্রো স্টেশনেই মিলবে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ
অভিনব উদ্যোগ, এবার কলকাতার মেট্রো স্টেশনেই মিলবে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

নব্যেন্দু হাজরা: স্বাস্থ্যই সম্পদ। কিন্তু রোজকার ব্যস্ততা, কাজের চাপে সেই স্বাস্থ্যর দিকে নজর রাখাই তো কঠিন। যেখানে ঠিক সময় খাবার Read more

Coronavirus Update: কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, নতুন করে চিন্তা বাড়াল মৃত্যুর ঊর্ধ্বমুখী হার
Coronavirus Update: কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, নতুন করে চিন্তা বাড়াল মৃত্যুর ঊর্ধ্বমুখী হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কোভিড (COVID-19) সংক্রমণের গ্রাফে খানিকটা স্বস্তি। সোমবারের তুলনায় ৫০ হাজার কমে গেল আক্রান্তের সংখ্যা। তবে Read more

TMC in Tripura: ত্রিপুরায় নিহত তৃণমূল নেতাকে শেষশ্রদ্ধা ব্রাত্য-রাজীবদের, শামিল বিক্ষুব্ধ ২ বিজেপি নেতাও
TMC in Tripura: ত্রিপুরায় নিহত তৃণমূল নেতাকে শেষশ্রদ্ধা ব্রাত্য-রাজীবদের, শামিল বিক্ষুব্ধ ২ বিজেপি নেতাও

সন্দীপ চক্রবর্তী: যে বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল, যে বাড়ি থেকে জখম অবস্থায় হাসপাতালে ভরতি হওয়ার জন্য বেরিয়েছিলেন, প্রায় ছ’ মাস Read more

বাড়িওয়ালার সঙ্গে বিবাদে নারকেলডাঙায় আক্রান্ত অন্তঃসত্ত্বা, বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের
বাড়িওয়ালার সঙ্গে বিবাদে নারকেলডাঙায় আক্রান্ত অন্তঃসত্ত্বা, বিজেপির অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকেলডাঙায় অন্তঃসত্ত্বা আক্রান্ত হওয়ার ঘটনায় লেগেছে রাজনীতির রং। নারকেলডাঙা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা Read more

‘অল্পই মদ্যপান করেছিলাম!’, বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক নোবেল
‘অল্পই মদ্যপান করেছিলাম!’, বিতর্ক নিয়ে মুখ খুললেন গায়ক নোবেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদ্যপ অবস্থায় স্টেজে উঠে গান গাওয়ায় সম্প্রতি তুমুল বিতর্কের মুখে পড়েন বাংলাদেশের জনপ্রিয় গায়ক নোবেল। আর Read more