রাজস্থানে দাবিদারের লম্বা লাইন, মুখ্যমন্ত্রী বাছতে জেরবার বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে পরাজিত করে রাজস্থানে (Rajasthan) ক্ষমতা দখল করেছে বিজেপি। তবে মরুরাজ্যে একজন সর্বসম্মত মুখ‌্যমন্ত্রী বাছাইয়ে প্রবল চাপে গেরুয়া শিবির। রবিবারই মুখ‌্যমন্ত্রী পদের জন‌্য তিনজনের নাম আলোচনায় ঘোরাফেরা করেছে। তবে সোমবার প্রত‌্যাশীর তালিকা দীর্ঘ হয়েছে। এখন দলেরই বিভিন্ন অংশ থেকে আরও চার জনের নাম প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, সাতজনের মধ্যে থেকে একজনকে মুখ‌্যমন্ত্রী বাছতে কালঘাম ছুটছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের।
তবে, এই সাতজনের কেউই যদি মুখ‌্যমন্ত্রীর কুর্সি না পান, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, এই ব‌্যাপারে যিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই নরেন্দ্র মোদির কাজ আগাম আন্দাজ করতে পারে না তাঁর দলও। এমন কারও নাম হয়তো শেষে শোনা যাবে, যাঁকে কেউ আলোচনার মধ্যেই রাখেনি। এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত‌্যনাথ এবং ত্রিপুরায় বিপ্লব দেবকে মুখ‌্যমন্ত্রী করার সময় এমনটা দেখা গিয়েছে।
[আরও পড়ুন: অব্যাহত রক্তক্ষরণ! চার রাজ্যের ভোটে সিপিএমের ঝুলিতে শূন্য]
রাজস্থানের মুখ‌্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন আলোয়াড়ের সাংসদ, যাঁকে এবার বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি, সেই ধর্মগুরু মোহন্ত বালকনাথ। তিনি যদি মুখ‌্যমন্ত্রী হন, তাহলে উত্তরপ্রদেশে যোগী আদিত‌্যনাথের পর তিনিই দ্বিতীয় ধর্মীয় নেতা, যিনি কোনও রাজ্যের মুখ‌্যমন্ত্রীর পদে বসবেন। মুখ‌্যমন্ত্রী পদের জন‌্য উঠে আসছে জয়পুরের রাজকুমারী দিয়া কুমারীর নামও। বসুন্ধরা রাজের পরিবর্তে তাঁর নাম প্রস্তাব করেছন অনেকেই। জয়পুরের বিদ্যাধর নগর থেকে ভোটে লড়েছেন দিয়া কুমারী। মরু রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অন্যতম নাম হতে পারে বসুন্ধরা রাজে। ২০০৩ সাল থেকে বসুন্ধরা রাজে রাজস্থানে বিজেপির মুখ ছিলেন।
তালিকায় অন‌্য চারজনের মধ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, প্রবীণ বিজেপি নেতা কিরোদি লাল মিনা, রাজস্থান বিজেপির সভাপতি সিপি যোশীর নাম। এই চার নেতাই বিধানসভা নির্বাচনের ভোটে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে প্রচারে মুখ‌্য ভূমিকা নিয়েছিলেন। চলতি বছরের মার্চে ৪৮ বছর বয়সী সিপি যোশীকে বিজেপির রাজ‌্য সভাপতি করে আনা হয়। সেই সময় দলীয় অন্তর্দ্বন্দে জেরবার কংগ্রেস। বিপক্ষ দলের সেই দুর্বলতাকে কাচে লাগিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে তাঁর বড় ভূমিকা রয়েছে বলে যোশীর অনুগামীদের দাবি।
[আরও পড়ুন: পান্নুনকে হত্যার ছকের তদন্ত ঠিক পথে হচ্ছে! খতিয়ে দেখতেই কি ভারতে বাইডেনের উপদেষ্টা?]

Source: Sangbad Pratidin

Related News
বাংলাদেশ থেকে পালিয়ে এসে নিউ মার্কেটে মাছ বিক্রি, ডানলপ থেকে গ্রেপ্তার জঙ্গি
বাংলাদেশ থেকে পালিয়ে এসে নিউ মার্কেটে মাছ বিক্রি, ডানলপ থেকে গ্রেপ্তার জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে থেকে ভারতে এসে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা। কুখ্যাত জঙ্গি নুর নবি ম্যাক্সনকে গ্রেপ্তার Read more

ফের পার্থ-অর্পিতার যখের ধনের হদিশ, ফ্রিজ অ্যাকাউন্টে পড়ে কোটি কোটি টাকা!
ফের পার্থ-অর্পিতার যখের ধনের হদিশ, ফ্রিজ অ্যাকাউন্টে পড়ে কোটি কোটি টাকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি Read more

পুকুর খুঁড়তেই বেরিয়ে এল বহুমূল্য ৩টি বিষ্ণুমূর্তি, চাঞ্চল্য নদিয়ায়
পুকুর খুঁড়তেই বেরিয়ে এল বহুমূল্য ৩টি বিষ্ণুমূর্তি, চাঞ্চল্য নদিয়ায়

সঞ্জিত ঘোষ, নদিয়া: পুকুর খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে উদ্ধার হল প্রায় ৯০০ বছরের পুরনো দুষ্প্রাপ‌্য কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। ঘটনা জানাজানি Read more

ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো
ঐতিহাসিক মুহূর্ত, গঙ্গার তলা দিয়ে সফলভাবে ছুটল মেট্রো

নব্যেন্দু হাজরা: কথায় আছে, মঙ্গলে ঊষা, বুধে পা। যথা ইচ্ছে তথা যা। সেই বুধেই সফলভাবে গঙ্গার তলা দিয়ে ছুটল মেট্রো Read more

তিরুপতির পাশেই ভয়াবহ অগ্নিকাণ্ড, পুণ্যার্থীদের মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা প্রশাসনের
তিরুপতির পাশেই ভয়াবহ অগ্নিকাণ্ড, পুণ্যার্থীদের মন্দিরে ঢোকায় নিষেধাজ্ঞা প্রশাসনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুপতি মন্দির (Tirupati) চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে আচমাকাই আগুন লাগে মন্দিরের পাশের একটি দোকানে। দেব Read more

রথীন ঘোষের বাড়িতে সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ইডির, ‘রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, দাবি মন্ত্রীর
রথীন ঘোষের বাড়িতে সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ইডির, ‘রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, দাবি মন্ত্রীর

অর্ণব দাস, বারাসত: সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বেরলেন ইডি আধিকারিকরা। রাত দেড়টা নাগাদ Read more