রাজস্থানে দাবিদারের লম্বা লাইন, মুখ্যমন্ত্রী বাছতে জেরবার বিজেপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসকে পরাজিত করে রাজস্থানে (Rajasthan) ক্ষমতা দখল করেছে বিজেপি। তবে মরুরাজ্যে একজন সর্বসম্মত মুখ‌্যমন্ত্রী বাছাইয়ে প্রবল চাপে গেরুয়া শিবির। রবিবারই মুখ‌্যমন্ত্রী পদের জন‌্য তিনজনের নাম আলোচনায় ঘোরাফেরা করেছে। তবে সোমবার প্রত‌্যাশীর তালিকা দীর্ঘ হয়েছে। এখন দলেরই বিভিন্ন অংশ থেকে আরও চার জনের নাম প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, সাতজনের মধ্যে থেকে একজনকে মুখ‌্যমন্ত্রী বাছতে কালঘাম ছুটছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের।
তবে, এই সাতজনের কেউই যদি মুখ‌্যমন্ত্রীর কুর্সি না পান, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, এই ব‌্যাপারে যিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেই নরেন্দ্র মোদির কাজ আগাম আন্দাজ করতে পারে না তাঁর দলও। এমন কারও নাম হয়তো শেষে শোনা যাবে, যাঁকে কেউ আলোচনার মধ্যেই রাখেনি। এর আগে উত্তরপ্রদেশে যোগী আদিত‌্যনাথ এবং ত্রিপুরায় বিপ্লব দেবকে মুখ‌্যমন্ত্রী করার সময় এমনটা দেখা গিয়েছে।
[আরও পড়ুন: অব্যাহত রক্তক্ষরণ! চার রাজ্যের ভোটে সিপিএমের ঝুলিতে শূন্য]
রাজস্থানের মুখ‌্যমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে আছেন আলোয়াড়ের সাংসদ, যাঁকে এবার বিধানসভায় প্রার্থী করেছিল বিজেপি, সেই ধর্মগুরু মোহন্ত বালকনাথ। তিনি যদি মুখ‌্যমন্ত্রী হন, তাহলে উত্তরপ্রদেশে যোগী আদিত‌্যনাথের পর তিনিই দ্বিতীয় ধর্মীয় নেতা, যিনি কোনও রাজ্যের মুখ‌্যমন্ত্রীর পদে বসবেন। মুখ‌্যমন্ত্রী পদের জন‌্য উঠে আসছে জয়পুরের রাজকুমারী দিয়া কুমারীর নামও। বসুন্ধরা রাজের পরিবর্তে তাঁর নাম প্রস্তাব করেছন অনেকেই। জয়পুরের বিদ্যাধর নগর থেকে ভোটে লড়েছেন দিয়া কুমারী। মরু রাজ্যে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে অন্যতম নাম হতে পারে বসুন্ধরা রাজে। ২০০৩ সাল থেকে বসুন্ধরা রাজে রাজস্থানে বিজেপির মুখ ছিলেন।
তালিকায় অন‌্য চারজনের মধ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত, অর্জুন রাম মেঘাওয়াল, প্রবীণ বিজেপি নেতা কিরোদি লাল মিনা, রাজস্থান বিজেপির সভাপতি সিপি যোশীর নাম। এই চার নেতাই বিধানসভা নির্বাচনের ভোটে অশোক গেহলট সরকারের বিরুদ্ধে প্রচারে মুখ‌্য ভূমিকা নিয়েছিলেন। চলতি বছরের মার্চে ৪৮ বছর বয়সী সিপি যোশীকে বিজেপির রাজ‌্য সভাপতি করে আনা হয়। সেই সময় দলীয় অন্তর্দ্বন্দে জেরবার কংগ্রেস। বিপক্ষ দলের সেই দুর্বলতাকে কাচে লাগিয়ে বিজেপিকে ক্ষমতায় আনতে তাঁর বড় ভূমিকা রয়েছে বলে যোশীর অনুগামীদের দাবি।
[আরও পড়ুন: পান্নুনকে হত্যার ছকের তদন্ত ঠিক পথে হচ্ছে! খতিয়ে দেখতেই কি ভারতে বাইডেনের উপদেষ্টা?]

Source: Sangbad Pratidin

Related News
পাক সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে সেনার গুলিতে খতম ৪ জঙ্গি
পাক সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, কাশ্মীরে সেনার গুলিতে খতম ৪ জঙ্গি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানে ফের জঙ্গি দমনে বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। শুক্রবার সকালেই কাশ্মীরের (Kashmir) কুপওয়ারায় খতম Read more

বেড়েছে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ, সরকারের সিদ্ধান্তের প্রশংসা দিলীপ ঘোষের!
বেড়েছে রাজ্যের স্কুলগুলির গরমের ছুটির মেয়াদ, সরকারের সিদ্ধান্তের প্রশংসা দিলীপ ঘোষের!

অংশুপ্রতীম পাল, খড়গপুর: গরম এখনও কমেনি। তাই নতুন করে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এবার Read more

Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত প্রায় সাড়ে চারশো, মৃত ৩
Coronavirus: গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত প্রায় সাড়ে চারশো, মৃত ৩

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগে এসেছেও আসছে না মারণ করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও বাড়ল করোনা সংক্রমণ। একদিনে Read more

পর্ন আর কামনা উদ্রেককারী ভিডিওর মধ্যে তফাত কী? জানালেন বিশেষজ্ঞরা
পর্ন আর কামনা উদ্রেককারী ভিডিওর মধ্যে তফাত কী? জানালেন বিশেষজ্ঞরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারির কথা মনে আছে? পর্ন ভিডিও তৈরি করার অভিযোগে গ্রেপ্তার করা Read more

চলন্ত ট্রেন থেকে পড়লেন বাবা-ছেলে, রেলরক্ষীর ক্ষিপ্রতায় রক্ষা দু’জনের
চলন্ত ট্রেন থেকে পড়লেন বাবা-ছেলে, রেলরক্ষীর ক্ষিপ্রতায় রক্ষা দু’জনের

সুব্রত বিশ্বাস: রাখে হরি, মারে কে? প্রবাদবাক্যটি একটু বদলে দিয়ে বলা যায়, রাখে রেলরক্ষী, মারে কে? আরপিএফ কর্মীরা (RPF) নিজের Read more

বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা দিল WHO
বিশ্বজুড়ে বাড়ছে মাঙ্কিপক্স আতঙ্ক, সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা দিল WHO

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড (Covid) তো ছিলই। সম্প্রতি ভারতে মাঙ্কিপক্স (Monkey Pox) সংক্রমণের আশঙ্কাও দেখা দিয়েছে। নিশ্চিত না হলেও Read more