ইস্টবেঙ্গল -৫ নর্থইস্ট-০
(বোরহা, ক্লেটন-২, নন্দকুমার-২)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতীতে জ্বলে উঠল ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের দল সোমবার পাঁচ গোলের মালা পরাল নর্থইস্ট ইউনাইটেডকে। এই জয়ের ফলে লিগ তালিকায় ন নম্বর থেকে সাতে উঠে এল ইস্টবেঙ্গল। পাঁচ গোলের জয় ইস্টবেঙ্গল শিবিরকে আরও বেশি আত্মবিশ্বাসী করবে একথা বলাই বাহুল্য।
এতদিন পর্যন্ত গোল করেও, সেই গোল ধরে রাখতে না পারার জন্য়, হয় ইস্টবেঙ্গলকে হারতে হচ্ছিল, না হয় ড্র করতে হচ্ছিল। কিন্তু যুবভারতীতে মশাল জ্বলল উজ্জ্বল ভাবে। ১৪ মিনিট থেকে শুরু হল গোলবর্ষণ। তা চলল ৮১ মিনিট পর্যন্ত।
বোরহা প্রথমে গোল করে এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। তার পরে খেলার বয়স যত গড়িয়েছে, ইস্টবেঙ্গলের প্রাধান্যও অব্যাহত থেকেছে। গোলসংখ্যাও বেড়েছে।
খেলার ১৪ মিনিটে বোরহার বাঁ পায়ের দূরপাল্লার শট নর্থইস্টের জাল কাঁপায়। মিরশাদ শরীর ছুঁয়েও বলের নাগাল পাননি।
চোখ রাঙাচ্ছে ‘মিগজাউম’, বিজয়ওয়াড়ায় বিপাকে বাংলার টেবিল টেনিস দল
এর ঠিক দশ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। বাঁ দিক থেকে ভাসানো বলে হেড করে গোল করেন ক্লেটন। বিরতির সময়ে খেলার ফলাফল ছিল ইস্টবেঙ্গল ২ নর্থইস্ট ইউনাইটেড ০।
বিরতির পরে ইস্টবেঙ্গলের দাপট আরও বাড়ে। নন্দকুমার নামার পরে আক্রমণের ঝাঁজ আরও বাড়ে লাল-হলুদের। ৬২ মিনিটে নন্দকুমার ৩-০ করে যাওয়ার চার মিনিটের মধ্যেই ক্লেটন ফের গোল করেন। ৮১ মিনিটে নন্দকুমার নিজের দ্বিতীয় গোল করেন। পাঁচ গোলের লজ্জা গ্রাস করে নর্থইস্ট ইউনাইটেডকে। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি পেলেও গোল করতে পারেনি নর্থইস্ট ইউনাইটেড।
[আরও পড়ুন: অর্শদীপের বলে ভারত জিততেই শাহিন আফ্রিদিকে ট্রোল করল পাঞ্জাব কিংস! কিন্তু কেন?]
Source: Sangbad Pratidin