সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসে প্রকাশ্যে এসেছিল পরিচালক সুমন ঘোষের নতুন ছবি ‘কাবুলিওয়ালা’র পোস্টার। সোমবার মুক্তি পেল মিঠুন অভিনীত এই ছবির ট্রেলার। দেবের সঙ্গে ‘প্রজাপতি’ ছবির পর, ফের সিনেপর্দায় চমক দিতে যে তৈরি ‘মহাগুরু’, তার ইঙ্গিত পাওয়া গেল ‘কাবুলিওয়ালা’র প্রথম ঝলকেই।
মিঠুনকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ ছবিটি তৈরি করছেন পরিচালক সুমন ঘোষ। ছবি ঘোষণার পর থেকেই, মিঠুনের কাবুলিওয়ালা রূপ নিয়ে চর্চা ছিল গোটা টলিপাড়ায়। স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। তার উপর বাঙালির কাছে ‘কাবুলিওয়ালা’ মানেই তপন সিনহার সাদা-কালো সিনেমা আর ছবি বিশ্বাসের স্মৃতি। সব মিলিয়ে বাঙালি যে অপেক্ষায় রয়েছে এই ছবির জন্য তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’-এর ২৬ সেকেন্ডের দৃশ্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া! কী করেছেন রণবীর?]
প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পকে স্বপ্নের মতো বড়পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তপন সিনহা। এর পরে হেমেন গুপ্তর পরিচালনায় বলরাজ সাহানি ‘কাবুলিওয়ালা’ হয়েছিলেন। কিন্তু অধিকাংশ বাঙালির কাছে ছবি বিশ্বাসই প্রিয়। এবার সুমন ঘোষের পরিচালনায় ‘কাবুলিওয়ালা’ হয়েছেন মিঠুন।
ছবিতে মিনির ভূমিকায় দেখা যাবে টেলিপর্দার শিশুশিল্পী অনুমেঘা কাহালিকে। মিনির মা-বাবার চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় ও সোহিনী সরকার। বড়দিনে মুক্তি পাবে এই মিঠুনের ‘কাবুলিওয়ালা’। এই দিনই মুক্তি পাবে দেবের ‘প্রধান’ এবং শাহরুখ খানের ‘ডাঙ্কি’।
[আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এ এসে বিপাকে কৃতী স্যানন! মান বাঁচাতে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী]
Source: Sangbad Pratidin