সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলছেন না। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য তাঁকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হল।
পাকিস্তানের তারকা পেসার হ্যারিস রউফ (Haris Rauf) বিতর্কের জন্ম দিলেন। আগে ক্লাব নাকি আগে দেশ, তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অস্ট্রেলিয়ার মাটিতে হতে চলা টেস্ট সিরিজ থেকে সরে গিয়ে পুরনো বিতর্কই আবার যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠল।
[আরও পড়ুন: ‘সিং ইজ কিং’, বিমানবন্দরে রিঙ্কুর কাছে সই আবদার ভক্তের, ফেরালেন না তারকা]
সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল হ্যারিস রউফ, জামান খান এবং উসামা মীরকে বিগ ব্যাশ লিগের জন্য এনওসি দেওয়া হল। তবে হ্যারিস রউফ এবং বাকিদের গোটা টুর্নামেন্টের জন্য এনওসি দেওয়া হয়নি। হ্যারিস রউফ ও উসামাকে পাঁচ ম্যাচের জন্য এনওসি দেওয়া হয়েছে। অন্যদিকে জামানকে চারটি ম্যাচের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে।
বিগ ব্যাশ লিগ শুরু হবে ৭ ডিসেম্বর থেকে। এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে।
এদিকে হ্যারিস রউফের মতো বোলার নিজেকে অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরিয়ে নেওয়ায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচক ওয়াহাব রিয়াজ। তিনি সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ”অধিনায়ক এবং কোচের সঙ্গে কথা বলেছিলাম। ওরা টেস্ট ক্রিকেটে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে রউফকে ব্যবহার করতে চেয়েছিল। একদিনে ১০-১২ ওভারের বেশি বল করতে দেওয়া হবে না রউফকে, এই শর্তও দেওয়া হয়েছিল।” কিন্তু রউফ মানেননি সেই শর্ত। ঘণ্টায় ১৪০ কিমির বেশি বেগে বল করতে পারেন এমন বোলাররা আনফিট। ওয়াহাব বলেছিলেন, ”কেন্দ্রীয় চুক্তির অধীনে থাকা প্লেয়ারদের কাছ থেকে এটুকু স্বার্থত্যাগ আশা করাই যায়। সরে না গিয়ে এই সময়ে দেশের হয়ে খেলা উচিত।”
[আরও পড়ুন: অন্যায্য ভাবে মেসির হাতে উঠেছিল ব্যালন ডি’অর, বিস্ফোরক প্রাক্তন মিলান তারকা]
Source: Sangbad Pratidin