হারানো কেন্দ্র ফিরে পেতে ২১ সাংসদকে বিধানসভার টিকিট, কতটা কাজে লাগল BJP-র কৌশল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট যেন সেমিফাইনাল। সেই লড়াইইয়ে যেন কোনওভাবে ব্যর্থ হতে না হয়, তার জন্য জানপ্রাণ দিয়ে লড়েছে বিজেপি (BJP)। পাঁচ রাজ্য মিলিয়ে মোট ২১ জন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছিল গেরুয়া শিবির। তালিকায় ছিলেন চার কেন্দ্রীয় মন্ত্রীও। আগেরবার যে কেন্দ্রগুলোতে বিজেপি হেরেছিল, মূলত সেখানেই টিকিট দেওয়া হয়েছিল সাংসদদের। আমজনতার রায়ে কোনদিকে ঘুরল বিজেপি সাংসদদের ভাগ্য?
মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছিল বিজেপি। সেরাজ্যের সাত সাংসদকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ও ফজ্ঞন সিং কুলাসতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নরসিংপুর থেকে ৩১৩১০ ভোটে জেতেন প্রহ্লাদ। তবে নিবাস কেন্দ্র থেকে ৯৭২৩ ভোটে পরাস্ত হয়েছেন ফজ্ঞন।
মধ্যপ্রদেশের বাকি পাঁচ সাংসদের মধ্যে চারজনই জিতেছেন। নরেন্দ্র সিং তোমর, রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রীতি পাঠক-সকলেই বড় ব্যবধানে পরাস্ত করেছেন প্রতিপক্ষকে। তবে সাতনা কেন্দ্র থেকে মাত্র ৪০৪১ ভোটে হেরেছেন বিজেপি সাংসদ গণেশ সিং।
[আরও পড়ুন: পর পর ১০টি গুলি, ধানবাদ জেলেই খুন কয়লামাফিয়া রাজু ঝাঁ হত্যাকাণ্ডে অভিযুক্ত আমন]
রাজস্থানেও (Rajasthan) লড়েছেন ৭ জন বিজেপি সাংসদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ৫০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। বাবা বালকনাথ, দিয়া কুমারী, কিরোদি লাল মিনা- সকলেই জিতেছেন। রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়েও এগিয়ে রয়েছেন বালকনাথ। তবে মরুরাজ্যে হেরেছেন তিন গেরুয়া সাংসদ নরেন্দ্র কুমার, ভগীরথ চৌধুরি ও দেবজী প্যাটেল।
ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাংসদ বিজয় বাঘেল। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিংও হেরেছেন ভরতপুর-সোনহাট কেন্দ্র থেকে। অন্যদিকে মাত্র ২৫৫ ভোটে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী গোমতী সাই। জয় পেয়েছেন বিজেপি সাংসদ অরুণ সাও। তেলেঙ্গানায় (Telangana) তিন সাংসদকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। সঞ্জয় কুমার, ডি অরবিন্দ ও সোয়াম বাপুরাও-সকলেই হেরেছেন। দাক্ষিণাত্যের রাজ্যটিতে একেবারেই দাগ কাটতে পারেনি বিজেপি।
[আরও পড়ুন: ফরাক্কায় ট্রেন দুর্ঘটনা, বালিবোঝাই লরির ধাক্কায় আপ রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন]

Source: Sangbad Pratidin

Related News
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শুভশ্রীর দিদি দেবশ্রী! এবার পাত্র কে?
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে শুভশ্রীর দিদি দেবশ্রী! এবার পাত্র কে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিউডে ফের বিয়ের সানাই। তবে এই বিয়েটাও হতে চলেছে গোপনে। হ্য়াঁ, পুরো খবরটাই এসেছে গুঞ্জন মারফত। Read more

বন্যায় ভাসছে দিল্লি, রাষ্ট্রপতি ভবনে ‘রক্তবীজ’ ছবির শুটিং, অভিজ্ঞতা শেয়ার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের
বন্যায় ভাসছে দিল্লি, রাষ্ট্রপতি ভবনে ‘রক্তবীজ’ ছবির শুটিং, অভিজ্ঞতা শেয়ার শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাল ছবির জন্য নিজেদের একশো শতাংশ দিতে পিছপা হন না টলিউডের সুপারহিট জুটি শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও Read more

ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক
ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

রমণী বিশ্বাস, তেহট্ট: ব্লক সভাপতির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহরায় Read more

প্যারিসের মিউজিয়ামে মহিলার ছদ্মবেশে ‘মোনালিসা’র উপর হামলা, এ কী করলেন যুবক!
প্যারিসের মিউজিয়ামে মহিলার ছদ্মবেশে ‘মোনালিসা’র উপর হামলা, এ কী করলেন যুবক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনার্দো দ্য ভিঞ্চির (Leonardo da Vinci) অমর সৃষ্টি মনোলিসাকে (Mona Lisa) নিয়ে আজও মানুষের মুগ্ধতার শেষ Read more

শ্রেণিকক্ষের বাইরেই প্রথম-সপ্তম শ্রেণির পড়ুয়াদের ক্লাস, সিদ্ধান্ত একাধিক বেসরকারি স্কুলের
শ্রেণিকক্ষের বাইরেই প্রথম-সপ্তম শ্রেণির পড়ুয়াদের ক্লাস, সিদ্ধান্ত একাধিক বেসরকারি স্কুলের

দীপঙ্কর মণ্ডল: রাজ্যজুড়ে করোনা (Coronavirus) সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার থেকে ফের খুলে যাচ্ছে স্কুলের গেট। আপাতত ক্লাস হবে অষ্টম থেকে Read more

ভরসা হিন্দুত্ব! তিথি নক্ষত্র মেনে উত্তরপ্রদেশের প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি
ভরসা হিন্দুত্ব! তিথি নক্ষত্র মেনে উত্তরপ্রদেশের প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি

নন্দিতা রায়, নয়াদিল্লি: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের (UP Elections 2022) প্রথম দফার প্রার্থী তালিকা তিথি নক্ষত্র মেনেই প্রকাশ করবে বিজেপি। চলতি Read more