সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (2024 Loksabha Election) আগে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট যেন সেমিফাইনাল। সেই লড়াইইয়ে যেন কোনওভাবে ব্যর্থ হতে না হয়, তার জন্য জানপ্রাণ দিয়ে লড়েছে বিজেপি (BJP)। পাঁচ রাজ্য মিলিয়ে মোট ২১ জন সাংসদকে বিধানসভায় প্রার্থী করেছিল গেরুয়া শিবির। তালিকায় ছিলেন চার কেন্দ্রীয় মন্ত্রীও। আগেরবার যে কেন্দ্রগুলোতে বিজেপি হেরেছিল, মূলত সেখানেই টিকিট দেওয়া হয়েছিল সাংসদদের। আমজনতার রায়ে কোনদিকে ঘুরল বিজেপি সাংসদদের ভাগ্য?
মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নেমেছিল বিজেপি। সেরাজ্যের সাত সাংসদকে বিধানসভা নির্বাচনে টিকিট দেয় গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ও ফজ্ঞন সিং কুলাসতে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নরসিংপুর থেকে ৩১৩১০ ভোটে জেতেন প্রহ্লাদ। তবে নিবাস কেন্দ্র থেকে ৯৭২৩ ভোটে পরাস্ত হয়েছেন ফজ্ঞন।
মধ্যপ্রদেশের বাকি পাঁচ সাংসদের মধ্যে চারজনই জিতেছেন। নরেন্দ্র সিং তোমর, রাকেশ সিং, উদয় প্রতাপ সিং, রীতি পাঠক-সকলেই বড় ব্যবধানে পরাস্ত করেছেন প্রতিপক্ষকে। তবে সাতনা কেন্দ্র থেকে মাত্র ৪০৪১ ভোটে হেরেছেন বিজেপি সাংসদ গণেশ সিং।
[আরও পড়ুন: পর পর ১০টি গুলি, ধানবাদ জেলেই খুন কয়লামাফিয়া রাজু ঝাঁ হত্যাকাণ্ডে অভিযুক্ত আমন]
রাজস্থানেও (Rajasthan) লড়েছেন ৭ জন বিজেপি সাংসদ। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ৫০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন। বাবা বালকনাথ, দিয়া কুমারী, কিরোদি লাল মিনা- সকলেই জিতেছেন। রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়েও এগিয়ে রয়েছেন বালকনাথ। তবে মরুরাজ্যে হেরেছেন তিন গেরুয়া সাংসদ নরেন্দ্র কুমার, ভগীরথ চৌধুরি ও দেবজী প্যাটেল।
ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সাংসদ বিজয় বাঘেল। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিংও হেরেছেন ভরতপুর-সোনহাট কেন্দ্র থেকে। অন্যদিকে মাত্র ২৫৫ ভোটে জিতেছেন কেন্দ্রীয় মন্ত্রী গোমতী সাই। জয় পেয়েছেন বিজেপি সাংসদ অরুণ সাও। তেলেঙ্গানায় (Telangana) তিন সাংসদকে টিকিট দিয়েছিল গেরুয়া শিবির। সঞ্জয় কুমার, ডি অরবিন্দ ও সোয়াম বাপুরাও-সকলেই হেরেছেন। দাক্ষিণাত্যের রাজ্যটিতে একেবারেই দাগ কাটতে পারেনি বিজেপি।
[আরও পড়ুন: ফরাক্কায় ট্রেন দুর্ঘটনা, বালিবোঝাই লরির ধাক্কায় আপ রাধিকাপুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন]
Source: Sangbad Pratidin