ডাইনে কান্তি, বামে বিকাশ, মঞ্চের মধ্যমণি বিচারপতি গঙ্গোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচনের ডাক দিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। প্রতিক্রিয়ায় তিনি অবসরের পর রাজনীতির ময়দানে আসতেও পারেন বলে জল্পনা জিইয়ে রেখেছিলেন। আর রবিবার তাঁকে দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মঞ্চে, সিপিএম (CPM) নেতাদের সঙ্গে। একদিকে কান্তি গঙ্গোপাধ্যায়, আরেকদিকে বিকাশরঞ্জন ভট্টাচার্য – মঞ্চে মধ্যমণি কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়! রবিবার এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ডাক দিলেন অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের।
ছবি: শুভাশিস রায়।
রবিবার ধর্মতলা চত্বরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর তরফে এক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্যের একাধিক দুর্নীতি মামলার বিচার এই মূহূর্তে যিনি করছেন, তেমন গুরুত্বপূর্ণ মানুষের বক্তব্য শোনার আগ্রহ ছিল সকলেরই। আর তিনি শোনালেন অধিকারের কথা, অধিকার ছিনিয়ে নেওয়ার কথা। বললেন, ”আমি জানি, নতুন আইনে যে রুল করা দরকার, সেটা হয়নি। কিছু রুল এখনই দরকার। অধিকার কেউ হাতে তুলে দেবে না। যে কোনও সময়ে শাস্তির খাঁড়া নেমে আসতে পারে, সেটা ভেবেই এগোতে হবে। সারা দেশে ভোট হয়। রং বদলায়, কিন্তু দিন বদলায় না।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জনসভার জন্য বন্ধ স্টেডিয়াম, বাতিল শিলিগুড়ি প্রিমিয়ার লিগের ম্যাচ]
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতে, রাস্তাই রাস্তা দেখাবে। সেই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। তাঁর কথায়, ”কেউ অধিকার দেয় না, বরং অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়। সামান্য কিছু কাজ হয়। গত ৭৫ বছরে যা হওয়া উচিত ছিল, তার তো কিছুই হয়নি। একদল মানুষ বসে থাকে আমলা সেজে, রাজনৈতিক নেতারা ততটা নন। কারণ, তাঁদের ভোটে জিতে ফিরে আসতে হয়।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই আপাতত জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা। যোগ্য চাকরিপ্রার্থীরা সুবিচারের জন্য তাঁর মুখাপেক্ষী। এহেন ব্যক্তিত্বের বক্তব্য যে যথেষ্ট গুরুত্বের সহকারে শোনা হবে, সেটাই স্বাভাবিক। তবে এই মঞ্চে সিপিএম নেতাদের মাঝে তাঁর অবস্থান নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে।
[আরও পড়ুন: চার রাজ্যের ভোটযুদ্ধে হেভিওয়েটরা, আমজনতার রায়ে কার জয়, কে পরাস্ত?]

Source: Sangbad Pratidin

Related News
ICC World Cup 2023: আহমেদাবাদে বাবর-রিজওয়ানদের কটূক্তি! আইসিসিতে নালিশ পাক বোর্ডের
ICC World Cup 2023: আহমেদাবাদে বাবর-রিজওয়ানদের কটূক্তি! আইসিসিতে নালিশ পাক বোর্ডের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে শনিবার বাবর আজমকে টিটকিরি দেওয়া হয়েছিল। আর মহম্মদ রিজওয়ানকে (Mohammad Read more

‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির, ‘টাকার জন্যই ত্রিপুরায়’, বলছেন সৌগত
‘সৌরভকে সম্মান দেয়নি তৃণমূল’, অভিযোগ বিজেপির, ‘টাকার জন্যই ত্রিপুরায়’, বলছেন সৌগত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্ব নেওয়ার পরই তাঁকে নিয়ে ফের শুরু রাজনৈতিক উচাটন। বিজেপি Read more

উদ্দাম যৌনতার পর আর্থিক বিবাদের জেরেই সোনাগাছিতে খুন যৌনকর্মী, অবশেষে গ্রেপ্তার ২
উদ্দাম যৌনতার পর আর্থিক বিবাদের জেরেই সোনাগাছিতে খুন যৌনকর্মী, অবশেষে গ্রেপ্তার ২

অর্ণব আইচ: সোনাগাছিতে যৌনকর্মী হত্যাকাণ্ডের কিনারা। ভিন রাজ্য থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতরা হল সুরজ সিং ও মণীশ সিং। শুক্রবার Read more

সীমান্তে যাতায়াত করা বহু চালকের ড্রাইভিং লাইসেন্স জাল, শুল্ক দপ্তরকে সতর্ক করল BSF
সীমান্তে যাতায়াত করা বহু চালকের ড্রাইভিং লাইসেন্স জাল, শুল্ক দপ্তরকে সতর্ক করল BSF

গোবিন্দ রায়, বসিরহাট: সীমান্তে শতাধিক মালবাহী গাড়ি চালকের কাছে থেকে মিলল জাল ড্রাইভিং লাইসেন্স (Driving License)। আরও বেশ কিছু চালকের Read more

টিকিটের দাবি পূরণ হয়নি, কংগ্রেসের হাত গলে বিজেপিতে সোনালী গুহ
টিকিটের দাবি পূরণ হয়নি, কংগ্রেসের হাত গলে বিজেপিতে সোনালী গুহ

স্টাফ রিপোর্টার: কাউন্সিলর টিকিটের আশ্বাস নিয়ে কংগ্রেসে যোগদান করতে চেয়েছিলেন সোনালী গুহ। শুধু তাই নয়, যোগদান প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্ব তাঁর Read more

সবুজ-মেরুন জার্সি পরে লখনউয়ের খেলার ঘোষণার পোস্ট ডিলিট ঘিরে জল্পনা তুঙ্গে
সবুজ-মেরুন জার্সি পরে লখনউয়ের খেলার ঘোষণার পোস্ট ডিলিট ঘিরে জল্পনা তুঙ্গে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ-মেরুন জার্সি পরে লখনউ সুপারজায়ান্টসের খেলার যে ঘোষণা দুপুরে হয়েছিল, সেই ঘোষণার সোশ্যাল মিডিয়া পোস্ট সরিযে Read more