সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৯০ আসনের বিধানসভায় ৫৪ আসন জিতে ছত্তিশগড়ে (Chhattisgarh) ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। এখন প্রশ্ন উঠছে, মাওবাদী অধ্যূষিত রাজ্যটিতে কাকে মুখ্যমন্ত্রী করবে গেরুয়া হাই কমান্ড? জয় নিশ্চিত বুঝে ঘটা করে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রমন সিং। রমনের ভাগ্যে কি আদৌ শিকে ছিঁড়বে?
রবিবার সাংবাদিক সম্মেলন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঘেলের দুর্নীতি নিয়ে সরব হন রমন। বলেন, “বাঘেলের সরকারের উপর জনগণের ক্ষোভ ভোটে প্রতিফলিত হয়েছে।” তিনিই কি মুখ্যমন্ত্রী? রমনের উত্তর, দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলা বাহুল্য, রমন যেমন একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ, তেমনই প্রতিযোগিতায় রয়েছেন ছত্তিশগড়ের বিজেপি সভাপতি অরুণ সাও।
[আরও পড়ুন: লোকসভায় পেশের আগেই মহুয়া নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট প্রকাশ্যে! ক্ষুব্ধ তৃণমূল]
এছাড়াও মুখ্যমন্ত্রীত্বের লড়াইয়ে রয়েছেন আদিবাসী সমাজের প্রতিনিধি বিষ্ণু দেও সাই। প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিষ্ণু শীর্ষ নেতৃত্বের নেক নজরে রয়েছেন বলেই কনাঘুষো। আদিবাসী উন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রেনুকা সিংয়ের কথাও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে। এছাড়াও রাজ্যসভার প্রাক্তন সংসদ রামবিচার নেতামের কথাও বলছেন কেউ কেউ। শোনা যাচ্ছে প্রাক্তন আইএএস ওপি চৌধুরীর উপমুখ্যমন্ত্রিত্বের পদ পাকা।
[আরও পড়ুন: INDIA ‘ঘমন্ডিয়া’, ‘মানুষ সাফ করে দেবে’, কংগ্রেসকে সাবধানবাণী মোদির]
ছত্তিশগড় বিধানসভার ৯০টি আসনে দুদফায় ভোটগ্রহণ হয়েছে। প্রথম দফার ভোট ৭ নভেম্বর হয়েছিল এবং দ্বিতীয় দফার ভোট হয়েছিল ১৭ নভেম্বর। ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের শংসাপত্র না মিলেও জনতার রায়ে ইতিমধ্যে কংগ্রেসের থেক ছত্তিশগড়ের ক্ষমতা ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির।
Source: Sangbad Pratidin