৩-৯ ডিসেম্বরের Horoscope: মানসিক উদ্বেগ বাড়বে এই রাশির জাতকদের, কী রয়েছে আপনার ভাগ্যে?

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
ব‌্যবসায় বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। এই সময় আপনার কর্ম পরিবর্তনের সুযোগ এলেও কর্ম পরিবর্তন না করাই শ্রেয়। বয়স্করা মানসিক চাঞ্চল‌্য দূর করার জন‌্য ঈশ্বরের আরাধনা করুন। বন্ধুর সহায়তায় সন্তানের স্থায়ী চাকরির সুযোগ আসবে।
বৃষ
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন‌্য সপ্তাহটি ভালোই যাবে। উচ্চশিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। পারিবারিক জীবনে কিছু পরিবর্তন লক্ষ‌্য করা যায়। সম্পত্তি কেনার জন‌্য ঋণের সংস্থান হয়ে যাবে। প্রতারকদের থেকে সাবধানে থাকুন। বয়স্করা শরীর ঠিক রাখার জন‌্য সতর্ক থাকুন। সন্তানের কর্মজীবনে উন্নতি। তবে বিবাহিত জীবনে কিছু সমস‌্যা থাকবে।
মিথুন
সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্রে উন্নতির জন‌্য প্রচুর পরিশ্রম করতে হবে। ব‌্যবসায়ীরা বিনিয়োগে সতর্ক থাকুন। বাড়িতে গুরুজনের মধ্যে কেউ হৃদরোগে আক্রান্ত হতে পারে। এদিক থেকে সাবধানে থাকুন। পরিবারের থেকে কোনও বড় প্রত‌্যাশা রাখবেন না। প্রেমের সম্পর্কে কোনও বড় সম্পর্ক তৈরি করার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। ভাইবোনদের সঙ্গে সৎভাব বজায় থাকবে।
কর্কট
গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকারা আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকবেন। বিলাসিতায় অতিরিক্ত খরচের ফলে সপ্তাহের পরের দিকে অর্থের টানাটানিতে পড়ার সম্ভাবনা। কোনও নিকট আত্মীয়ের প্ররোচনায় পারিবারিক বিবাদ বড় আকার নেওয়ার সম্ভাবনা। সপ্তাহের মধ‌্যভাগে কর্মসূত্রে বদলি হওয়ার সুযোগ আসবে। ব‌্যবসায়ীরা নতুন ব‌্যবসার পরিকল্পনা এই সময় করতে পারেন।
সিংহ
এই রাশির জাতক-জাতিকাদের সপ্তাহের শুরুতে অর্থভাগ‌্য ভালোই যাবে। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। এই সময় পেটের সমস‌্যার জন‌্য কষ্ট পেতে পারেন। সকল বন্ধুদের সবসময় বিশ্বাস করবেন না। স্ত্রীর স্বাস্থ‌্য নিয়ে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল‌্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। অবিবাহিতদের বিবাহের যোগ আসতে পারে।
কন্যা
সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। কর্মপ্রার্থীরা নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।
তুলা
আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে তবে ব‌্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। ঘরে-বাইরে কথাবার্তায় সংযম বজায় রাখুন। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের ভালো কাজের সুযোগ পেলেও নিজের উদাসীনতার জন‌্য হাতছাড়া হতে পারে। রাজনীতিবিদ‌রা এই সপ্তাহে সতর্ক থাকবেন। পথেঘাটে সাবধানে চলাফেরা করবেন। সপ্তাহের শেষে পরিবারকে নিয়ে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন।
বৃশ্চিক
সপ্তাহের প্রারম্ভে মানসিক চাঞ্চল‌্য থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা। ছোটখাটো শারীরিক সমস‌্যায় ও চিকিৎসকের পরামর্শ নিন। বয়স্ক জাতক-জাতিকারা কোনও ধর্মীয় অনুষ্ঠানে মানসিক শান্তি লাভ করতে পারেন। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফল্যের জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা।
ধনু
সপ্তাহের শুরুতে কোনও ভালো খবর পেতে পারেন। যে কোনও সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য আইনজ্ঞের পরামর্শ নিন। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। দূরে কর্মরত সন্তানদের খবর না পাওয়ার ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান।
মকর
কর্মক্ষেত্রে সহকর্মীদের উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। নতুন বাড়ি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সময়টি শুভ। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপনের জন‌্য বিপুল অর্থব‌্যয় হতে পারে। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।
কুম্ভ
গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের ধনভাব শুভ। স্ত্রীর রূঢ় ব‌্যবহারের জন‌্য পরিবারে অশান্তি। নিজের ও পরিবারের স্বাস্থ্যের দিকে নজর দিন। দাঁতের সমস‌্যায় ভোগান্তির আশঙ্কা। কর্মপ্রার্থীদের মনোমতো কর্মলাভের সুযোগ আসবে। আমদানি রপ্তানি ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। পিতামাতার শরীরের দিকে নজর রাখুন।
মীন
কর্মপ্রার্থীদের বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানা কাজে নিয়োজিত হতে পারেন। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের আর্থিক মন্দাভাব কেটে যাবে। বেড়াতে যাওয়ার জন‌্য সপ্তাহের মাঝামাঝি সময়টা শুভ। সন্তানদের শিক্ষাস্থান শুভ। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞের জন‌্য সপ্তাহটি শুভ। পত্নীভাব অশুভ না হলেও শারীরিক অসুস্থতার কারণে কিছু সমস‌্যা থাকবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Source: Sangbad Pratidin

Related News
মোবাইলে লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য, খুঁজতে ফরেন্সিক ল্যাবে জীবনকৃষ্ণর ফোন পাঠাচ্ছে CBI
মোবাইলে লুকিয়ে নিয়োগ দুর্নীতির তথ্য, খুঁজতে ফরেন্সিক ল্যাবে জীবনকৃষ্ণর ফোন পাঠাচ্ছে CBI

অর্ণব আইচ: সিবিআইয়ের নজর এড়াতে পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন মোবাইল। কিন্তু শেষরক্ষা হয়নি, পুকুরের জলে ছেঁচে দু’টি মোবাইল উদ্ধার করেন কেন্দ্রীয় Read more

ICC ODI World Cup 2023 Final: ৭৫৪৬ দিন পর আবার কাপযুদ্ধের মেগা ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ, এবার কে জিতবে?
ICC ODI World Cup 2023 Final: ৭৫৪৬ দিন পর আবার কাপযুদ্ধের মেগা ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া মহারণ, এবার কে জিতবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝখানে ২০ বছরের ব্যবধান। পুরো ৭৫৪৬ দিন পর ফের একবার বিশ্বকাপের ফাইনালে (ICC ODI World Cup Read more

প্রস্তুতি ম্যাচ থেকে ক্রিকেটার বাছাই, লক্ষ্মণের হাতে তৈরি হচ্ছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল
প্রস্তুতি ম্যাচ থেকে ক্রিকেটার বাছাই, লক্ষ্মণের হাতে তৈরি হচ্ছে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল

আলাপন সাহা: টানা দিন দশেক ধরে তিনি আহমেদাবাদেই রয়েছেন। ক্রিকেটারদের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো দেখছেন। আলাদা করে সবার সঙ্গে কথা বলছেন। Read more

PUBG খেলতে খেলতে প্রেম-যৌনতা! বিবাহিত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, নিস্তার পেতে আদালত যুবক
PUBG খেলতে খেলতে প্রেম-যৌনতা! বিবাহিত প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ, নিস্তার পেতে আদালত যুবক

গোবিন্দ রায়: করোনা কালে সময় কাটাতে ভরসা ছিল অনলাইন গেম (Online Game)। সেই পাবজি (PUBG) খেলতে খেলতেই প্রণয়ের সম্পর্কে জড়িয়ে Read more

Coronavirus Update: দেশে একদিনে করোনার কবলে ১ লক্ষ ৯৪ হাজার, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেস
Coronavirus Update: দেশে একদিনে করোনার কবলে ১ লক্ষ ৯৪ হাজার, ভয় ধরাচ্ছে অ্যাকটিভ কেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ হচ্ছে না কোনও বিধিনিষেধ বা সতর্কতায়। করোনার তৃতীয় ঢেউয়ে রীতিমতো কাঁপছে গোটা দেশ। হু হু Read more

প্রতিষ্ঠিত পরিচালক হয়েও সেরা কাজ রিলিজ করতে পারেননি, দুবার হার্ট অ্যাটাক অনুরাগের!
প্রতিষ্ঠিত পরিচালক হয়েও সেরা কাজ রিলিজ করতে পারেননি, দুবার হার্ট অ্যাটাক অনুরাগের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিষ্ঠিত পরিচালক হয়েও জীবনের সেরা কাজ রিলিজ করতে পারেননি। তীব্র অবসাদের গ্রাসে চলে গিয়েছিলেন অনুরাগ কাশ্যপ Read more