ফাঁস রুখতে মাস্টারস্ট্রোক, মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ‘স্বতন্ত্র কোড’

স্টাফ রিপোর্টার: পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলেই সুযোগ বুঝে ছবি তুলে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা প্রায় প্রতি বছরই ঘটে। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) এভাবে ‘প্রশ্ন ফাঁস’ তথা পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসা রুখতে আগে থেকেই সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। নিয়েছে প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় একেবারে নতুন একটি ব্যবস্থা। যে ব্যবস্থায় প্রশ্নপত্রের ছবি পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা জানা যাবে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘স্বতন্ত্র কোড’ থাকবে। গোটা ব্যবস্থাটি সেই কোডের উপরেই নির্ভরশীল।
রামানুজবাবু বলেন, “অসৎ উদ্দেশ্যে কেউ পরীক্ষা শুরুর হওয়ার পর যাতে ছবি তুলে প্রশ্ন না বের করতে পারে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রের একটি করে ইউনিক সিরিয়াল নম্বর করে দিয়েছি। পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পাবে, সেই প্রশ্নপত্রের ইউনিক কোডটি তার উত্তরপত্রে ও অ্যাটেন্ডেন্স শিটে লিখে দিতে হবে। সেক্ষেত্রে কোনও প্রশ্নপত্র বেরিয়ে এলে কোডটি দেখলেই বোঝা যাবে কোন জায়গা থেকে প্রশ্নের ছবি বেরিয়েছে এবং প্রশ্নপত্রটি কার।” কোডগুলি এমনভাবে দেওয়া হচ্ছে, যা একনজরে দেখলেই পর্ষদ কর্তারা বুঝে যাবেন প্রশ্নপত্রটি কোন জেলার। তারপর ওই কোডের মাধ্যমেই পর্ষদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্র্যাকিং করে খুঁজে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। 
[আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, লণ্ডভণ্ড হবে বাংলা?]
শুধু প্রশ্নপত্রের প্রথম পাতা নয়। প্রশ্নপত্রের যে কোনও পৃষ্ঠার ছবি তুললেই এই কোডের মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ধরা পড়বে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তাঁর কথায়, “যে কোনও পাতার ছবি তুললেই সিরিয়াল নম্বরের মাধ্যমে ধরা পড়বে। কোডটা প্রশ্নপত্রের প্রথম পাতার উপরে থাকার পাশাপাশি প্রতিটি পাতায় এমবেডেড থাকবে। সেক্ষেত্রে যে কোনও পাতার ছবি তুলুক বা যে অ্যাঙ্গেলেই তুলুক, আমরা ঠিক বের করে নেব প্রশ্নপত্রটি কার।” 
[আরও পড়ুন: ‘কেন বেশি আদরযত্ন পাবে?’, রাগে ৩ বছরের ননদকে দুধে বিষ মিশিয়ে ‘খুন’ বউদির]
ইতিমধ্যেই জেলাগুলি পরিদর্শন শুরু করেছেন পর্ষদ সভাপতি। জেলা বৈঠকেও গোটা ব্যবস্থাটি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। কারণ, পরীক্ষার্থীদের উপস্থিতির তালিকাতে প্রশ্নপত্রের কোড লিখিয়ে নেওয়ার দায়িত্ব ন্যস্ত থাকবে পরীক্ষার হলে থাকা ইনভিজিলেটরের উপরেই। প্রসঙ্গত, ২০২৪ সালের মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Source: Sangbad Pratidin

Related News
‘আগুনে ঘি ঢালছে’, ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে মার্কিন হস্তক্ষেপে উদ্বেগ চিনের
‘আগুনে ঘি ঢালছে’, ভারতের সঙ্গে সীমান্ত সংঘাতে মার্কিন হস্তক্ষেপে উদ্বেগ চিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফরে এসে মার্কিন (US) সেনার প্যাসিফিক কমান্ডের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিন উদ্বেগ প্রকাশ করেছিলেন Read more

দু’টি নয়া প্রিপেড প্ল্যান আনল Reliance Jio, বিনামূল্যে মিলবে এই আকর্ষণীয় পরিষেবা
দু’টি নয়া প্রিপেড প্ল্যান আনল Reliance Jio, বিনামূল্যে মিলবে এই আকর্ষণীয় পরিষেবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স জিও ইউজারদের জন্য ফের সুখবর। ফের আকর্ষণীয় জোড়া প্রিপেড প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির সংস্থা। Read more

খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাইয়িন, আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের
খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাইয়িন, আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

মোহনবাগান: ৩ (পেত্রাতোস, কামিন্স, মনবীর) চেন্নাইয়িন: ১ (রাফায়েল) সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan) যেন অশ্বমেধের ঘোড়া। আইএসএল হোক Read more

সদর দপ্তরে ঢুকে নেতা-কর্মীদের মারধর পুলিশের! বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদের ডাক কংগ্রেসের
সদর দপ্তরে ঢুকে নেতা-কর্মীদের মারধর পুলিশের! বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদের ডাক কংগ্রেসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় টানা তৃতীয় দিন ইডির (ED) জেরার মুখে কংগ্রেস (Congress) নেতা রাহুল Read more

রক্তাক্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয়, নিরাপত্তার আশ্বাস রাষ্ট্রদূতের
রক্তাক্ত ইজরায়েলে আটকে বহু ভারতীয়, নিরাপত্তার আশ্বাস রাষ্ট্রদূতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত পাঁচদিন ধরে ইজরায়েলের আকাশ ঢেকেছে যুদ্ধের কালো মেঘে। রক্তাক্ত ইহুদি দেশটিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। Read more

ভালবাসার টান, প্রেমিকের খোঁজে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি তরুণী, তারপর…
ভালবাসার টান, প্রেমিকের খোঁজে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়লেন বাংলাদেশি তরুণী, তারপর…

বিক্রম রায়, কোচবিহার: প্রেমের টান এপার ওপার বোঝে না। কাঁটাতারের বন্ধন মানে না। তা সে সিনেমার পর্দা হোক কিংবা কঠিন Read more