শীতের মিঠে রোদে কমলার রসে মজতে চান? আপনার জন্য নতুন ঠিকানা

ধনরাজ তামাং, দার্জিলিং: শুধু কি চা? দার্জিলিং পাহাড়ের রসালো মিষ্টি কমলালেবু (Orange) প্রেমে পড়েননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শীতের মিঠে রোদ গায়ে মেখে যদি হাতে দু’একটা দার্জিলিং (Darjeeling) পাহাড়ের কমলালেবু থাকে তো কথাই নেই। দিব্যি আড্ডা জমে উঠবে।
একসময় শিলিগুড়ি (Siliguri), কলকাতার বাজারেও এখানকার কমলালেবু সহজে পাওয়া যেত। কিন্তু কয়েক বছরে বিভিন্ন কারণে ফলন কমতে দার্জিলিংয়ের কমলালেবু বিরল হতে শুরু করে। কয়েক বছর পর এবার থরে থরে কমলালেবুতে ভরেছে পাহাড়ের মংপু, লাবধা, মিরিক, সিটং, সুখিয়াপোখরি, পুলবাজার। পর্যটক টানতে তাই মংপু এবং লাটপানচারে ১১ ডিসেম্বর শুরু হচ্ছে দু’দিনের কমলালেবু উৎসব।
[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হুঁশিয়ারিতে কাজ, চাকরিপ্রার্থীর নিয়োগে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের]
মংপু (Mongpu) সিঙ্কোনা প্ল্যানটেশনের ডিরেক্টর স্যামুয়েল রাই বলেন, “এবার পাহাড়ে কমলালেবুর ভাল ফলন হয়েছে। আমরা পর্যটকদের সামনে এখানকার অভিনব স্বাদের ফল তুলে ধরতে দু’দিনের কমলালেবু উৎসবের আয়োজন করছি।” জিটিএ-র কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সতীশ পোখরেল জানান, জিটিএ-র পক্ষ থেকে পাহাড়ের চাষিদের হাতে উন্নতমানের চারা তুলে দেওয়া হয়েছিল। এছাড়াও চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ কিরা হয়। তাঁর কথায়, “দার্জিলিং পাহাড় চায়ের পাশাপাশি কমলালেবুর জন্য বিখ্যাত। পুরনো গাছ, বিভিন্ন রোগের জন্য কয়েক বছর উৎপাদন ও গুণমান খারাপ ছিল। নতুন চারা বুনে চাষ শুরু হয়েছে। ক্রমশ ফলন বাড়বে।”

সিঙ্কোনা প্ল্যানটেশন বিভাগ থেকেও ২৭১ একর জমিতে কমলালেবুর চাষ হয়েছে। সেখানেও গাছ ভরেছে লেবুতে। সিঙ্কোনা প্ল্যানটেশনের ডিরেক্টর জানান, মংপু এলাকায় এবার কমলালেবুর সবচেয়ে ভাল ফলন হয়েছে। স্থানীয় চাষি সন্দীপ তামাং বলেন, “গত বছর আমার বাগান ৮৫ হাজার টাকায় বিক্রি করেছি। এবার প্রায় দেড় লক্ষ টাকায় বিক্রি হয়েছে।” অন্য চাষি রাজেশ থাপা জানান, ফের পাহাড়ে কমলালেবুর চাষ ফিরতে শুরু করেছে। কয়েক বছর পর এবার আগের মতো ফলন হয়েছে। এখন কমলালেবু বাগানে হোম-স্টে গড়ে উঠতে শুরু করেছে। পাইকারি ফল ব্যবসায়ী মণিরাজ থাপা এবারও মংপু এলাকার কয়েকটি কমলালেবু বাগান কিনেছেন। তিনি জানান, এবার ২০ ডিসেম্বর থেকে ফল তোলা শুরু হবে। কারণ এখন পুরো রং ধরেনি। ফলন ভালো হওয়ায় এবার বাগানের দামও বেড়েছে।
[আরও পড়ুন: কোর্টে ফিরছেন নাদাল, কেরিয়ারে ইতি টানার আগে ‘রাঙিয়ে’ দেওয়ার প্রতিশ্রুতি]
উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর থেকে পাহাড়ের কমলালেবু ঝরে পড়ার সমস্যা বাড়ছিল। এর কারণ ছিল জমিতে অণু-খাদ্যের অভাব। পাহাড়ের মাটিতে অম্লতা কমেছে। পুরনো বাগানগুলির পর্যাপ্ত পরিচর্যার অভাবে গাছের গোড়ায় আগাছা এবং পোকার বাসা হত। দফতর থেকে চাষিদের নানা ভাবে সচেতন করা হয়েছে। এবারও শুধু দার্জিলিংয়ে দেড় হাজার হেক্টর জমিতে কমলালেবুর চাষ হয়েছে। দার্জিলিংয়ের কমলালেবুর বেশিরভাগ উৎপন্ন হয় সিটং-এ। মংপু থেকে সিটংয়ের দূরত্ব সাড়ে আট কিলোমিটার।

Source: Sangbad Pratidin

Related News
একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল, অন্ধ্রে একসঙ্গে আত্মঘাতী ৯ পড়ুয়া!
একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল, অন্ধ্রে একসঙ্গে আত্মঘাতী ৯ পড়ুয়া!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় কেউ পাশ করতে পারেনি, কেউ বা একটি, দুটি বিষয়ে ফেল করেছে। এই ব্যর্থতা মেনে নিতে Read more

যাদবপুরে চার বছরের স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু, চালু আবেদন গ্রহণের অনলাইন পোর্টালও
যাদবপুরে চার বছরের স্নাতকে ভর্তি প্রক্রিয়া শুরু, চালু আবেদন গ্রহণের অনলাইন পোর্টালও

স্টাফ রিপোর্টার: শুরু হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান শাখায় স্নাতক স্তরে পড়ুয়া ভর্তির প্রক্রিয়া। রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ন্যাশনাল Read more

সুচেতনার সিদ্ধান্তে অক্সিজেন পেয়েছি, বুদ্ধবাবুর আমলে হলে আরও ভাল হত: মানবী মুখোপাধ্যায়
সুচেতনার সিদ্ধান্তে অক্সিজেন পেয়েছি, বুদ্ধবাবুর আমলে হলে আরও ভাল হত: মানবী মুখোপাধ্যায়

শুভজিৎ মণ্ডল: কাজটা সহজ ছিল না। লিঙ্গ পরিবর্তন করে ‘রক্ষণশীল’ সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করা যে কতটা চ্যালেঞ্জিং সেটা তিনি ভাল Read more

‘পদ্মভূষণ’ উস্তাদ রাশিদ খানকে সম্বর্ধনা বিজেপির, শুভেচ্ছা জানালেন ভারতী-রুদ্রনীল
‘পদ্মভূষণ’ উস্তাদ রাশিদ খানকে সম্বর্ধনা বিজেপির, শুভেচ্ছা জানালেন ভারতী-রুদ্রনীল

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পদ্মভূষণ পেয়েছেন উস্তাদ রাশিদ খান (Ustad Rashid Khan)। বঙ্গ বিজেপির (BJP) পক্ষ থেকে তাঁকে সম্বর্ধনা দিলেন বিজেপির কেন্দ্রীয় Read more

আয়ের একশো গুণ সম্পত্তি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল
আয়ের একশো গুণ সম্পত্তি, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয় বহির্ভূত সম্পত্তির মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ৪ বছরের জেল। শুধু তাই নয়, চৌটালাকে Read more

‘জওয়ান’ মুক্তির আগে তিরুপতি মন্দিরে শাহরুখ, দক্ষিণের ব্যবসা ধরতে বাদশাহি চাল?
‘জওয়ান’ মুক্তির আগে তিরুপতি মন্দিরে শাহরুখ, দক্ষিণের ব্যবসা ধরতে বাদশাহি চাল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুপ্রতীক্ষিত শাহরুখের ছবি জওয়ান। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি নিয়ে হইচই শুরু Read more