সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলের পালিশ ঠিক রাখার জন্য আগে ঘাম ও লালা (Saliva) ব্যবহার করতে দেখা যেত বোলারদের।
কিন্তু করোনার জন্য ক্রিকেটের নিয়মে একাধিক পরিবর্তন ঘটে। নতুন নিয়ম অনুযায়ী, বলে লালা ও ঘাম লাগানো যাবে না। আর তা দেখাশোনার জন্য রয়েছেন ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাঁরা যদি মনে করেন, তাহলে শাস্তিও দিতে পারেন নিয়মভঙ্গকারীদের।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট চলাকালীন নিয়ম লঙ্ঘন করতে দেখা গেল কিউয়িদের অলরাউন্ডার গ্লেন ফিলিপসকে। নিয়ম লঙ্ঘন করলেও শাস্তি হয়নি নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসের।
[আরও পড়ুন: ভারতের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে উগান্ডাও, ইতিহাস গড়ে মেগা ইভেন্টে আফ্রিকার দল]
বাংলাদেশ ও নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ চলছে শিলেটে। সেই টেস্টের ৩৪-তম ওভারের ঘটনা। দেখা যায়, কিউয়ি অলরাউন্ডার গ্লেন ফিলিপস বলে লালা লাগাচ্ছেন। ফিলিপসকে দুবার লালা লাগাতে দেখা গিয়েছে। দুই আম্পায়ারের হয়তো নজর এড়িয়ে গিয়েছিল। তাঁরা ফিলিপসকে কিছুই বলেননি। কোনও শাস্তিই হয়নি তাঁর। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলার বা ফিল্ডাররা বলে লালা লাগাতে পারবেন না। শাস্তি হিসেবে আম্পায়ার প্রতিপক্ষ দলকে পাঁচ রান দিতে পারেন। আম্পায়ার যদি মনে করেন, তাহলে বলও পরিবর্তন করতে পারেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টে কিন্তু সেরকম কিছু দেখা যায়নি।
[আরও পড়ুন: অপ্রাপ্তির শূন্যতা! ফাইনালে হারের পর ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত-বিরাট]
Source: Sangbad Pratidin