খলিস্তানি নেতাকে খুনের পরিকল্পনায় শামিল ভারতীয় কূটনীতিক! মার্কিন অভিযোগে ক্ষুব্ধ দিল্লি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি নেতা (Khalistani) গুরপতবন্ত সিং পান্নুনকে খুনের ছক কষার অভিযোগ উঠেছে এক ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে। তাঁর সঙ্গে নাকি ভারতীয় কূটনীতিকেরও যোগ ছিল! আমেরিকার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) এই অভিযোগ খুবই গুরুতর। আন্তর্জাতিক কূটনীতির নিয়মাবলিও ভঙ্গ করেছে আমেরিকা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নয়াদিল্লি।
দিন কয়েক আগে মার্কিন রিপোর্টে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে খুনের চেষ্টা চলছে। তার পরই বুধবার আমেরিকার তরফে জানানো হয়, ‘নিউ ইয়র্কের বাসিন্দা ভারতীয় (India) বংশোদ্ভূত এক আইনজীবী ও রাজনৈতিক কর্মীকে হত্যার ছক কষা হয়েছিল। এই ষড়যন্ত্রে ভারতের এক সরকারি আধিকারিকের সঙ্গে যুক্ত ছিলেন নিখিল গুপ্তা। আরও কয়েকজনের সঙ্গে মিলে তাঁরা কাজ করতেন।’ গ্রেপ্তারির পর আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন নিখিল।
[আরও পড়ুন: ‘গরিবরাই সবচেয়ে বড় জাত’, জাতিগত জনগণনা নিয়ে বিতর্কের মধ্যে মন্তব্য মোদির]
এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেছে ভারত। সাংবাদিক সম্মেলনে এসে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “মার্কিন আদালতে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই ব্যক্তির সঙ্গে এক ভারতীয় কূটনীতিকের যোগাযোগ রয়েছে বলেও দাবি উঠেছে। গোটা বিষয়টিই খুব উদ্বেগজনক। এই আচরণে কূটনীতিক নিয়মাবলিও লঙ্ঘিত হয়েছে।” যদিও এই নিয়ে বিশদ কিছু বলেননি মুখপাত্র। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণেই এই নিয়ে তথ্য প্রকাশ করা সম্ভব নয়।
কয়েকদিন আগে প্রকাশিত এক মার্কিন রিপোর্টে বলা হয়, আমেরিকার (US) মাটিতে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বিশেষজ্ঞদের অনুমান, নাম না করে রিপোর্টে গুরপতবন্ত সিং পান্নুনের কথাই তুলে ধরা হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই ভারতের কাছে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা। এর পরই দিল্লির সঙ্গে বৈঠকে বসে ওয়াশিংটন। গত ১৮ নভেম্বর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ভারত। এর পরেই প্রকাশ্যে আনা হল নিখিলের নাম।
[আরও পড়ুন: বিস্ফোরণের একদিন পর সুরাটের রাসায়নিক কারখানা থেকে উদ্ধার ৭ শ্রমিকের দেহ]

Source: Sangbad Pratidin

Related News
সেনার ট্রাকেই কাঠ পাচার! নিউ জলপাইগুড়িতে লক্ষাধিক টাকার শালগাছ উদ্ধার
সেনার ট্রাকেই কাঠ পাচার! নিউ জলপাইগুড়িতে লক্ষাধিক টাকার শালগাছ উদ্ধার

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: সেনাবাহিনীর ট্রাকে কাঠ পাচারের অভিযোগ উঠল নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) থানা এলাকায়। বুধবার সন্ধেয় শাল কাঠ ভর্তি Read more

সুকান্তর ‘প্রতিশোধে’ তৃণমূল ‘হাওয়া’! বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি
সুকান্তর ‘প্রতিশোধে’ তৃণমূল ‘হাওয়া’! বিতর্কে বিজেপির রাজ্য সভাপতি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দু’রাত পেরলেই পঞ্চায়েত ভোট। তার আগেই শাসকদলকে ‘প্রতিশোধ’ নেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার। পঞ্চায়েত নির্বাচন Read more

পরিবেশের স্বার্থে রং বদল, সবুজ বাদ দিয়ে এবার স্বচ্ছ সাদা বোতলে মিলবে স্প্রাইট
পরিবেশের স্বার্থে রং বদল, সবুজ বাদ দিয়ে এবার স্বচ্ছ সাদা বোতলে মিলবে স্প্রাইট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবুজ রং ফিকে, আসছে সাদার স্বচ্ছতা। ৬০ বছর পর বোতলের রং বদলাচ্ছে বাজার চলতি বিশেষ এক Read more

রোগী ধরতে অনলাইন ফাঁদ, দালালরাজ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার চিকিৎসকদের
রোগী ধরতে অনলাইন ফাঁদ, দালালরাজ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার চিকিৎসকদের

অভিরূপ দাস: গলব্লাডারে স্টোন? অ্যাপেন্ডিক্সের ব্যথায় কাতর? মাত্র ৫০ হাজারে অপারেশন করান। অনলাইনে এমনই বিজ্ঞাপন দিয়ে ফাঁদ পেতেছে দালালচক্র। যা Read more

IND vs AUS: কোন ছকে বিপক্ষের বোলিংকে তছনছ করছেন যশস্বী? জানিয়ে দিলেন অকুতভয় ওপেনার
IND vs AUS: কোন ছকে বিপক্ষের বোলিংকে তছনছ করছেন যশস্বী? জানিয়ে দিলেন অকুতভয় ওপেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে নেমেই শুধু মার। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষের বোলিংকে একেবারে উড়িয়ে দেওয়া। যে কোনও বল Read more

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা, বিরোধী নেতাদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা, বিরোধী নেতাদের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার: নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২৮ মে দেশের একাধিক মুখ‌্যমন্ত্রীর Read more