সংবাদ প্রতিদিন ব্যুরো: বুধের পর বৃহস্পতিবারও উত্তাল রাজ্য বিধানসভা। থালা বাজিয়ে ধরনায় শামিল তৃণমূল (TMC) বিধায়করা। তাঁদের দেখে পালটা ‘চোর’ স্লোগান দিয়ে চায়ের বাসন, বাঁশি, কাপ নিয়ে বিক্ষোভ শুরু বিজেপিরও (BJP)। সেই বিক্ষোভে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিক্ষোভ দেখে মেজাজ হারিয়ে বিধানসভা লবির উলটোদিকে ধরনায় বসেন শুভেন্দু অধিকারী। থালার পরিবর্তে বিজেপি বিধায়করাও চায়ের কাপ, বাসন, বাঁশি নিয়ে এসে পালটা ধরনায় বসেন।
এ যেন থালা বাজানোর প্রতিযোগিতা! বিক্ষোভ, ধরনার নামে কে কত জোরে থালা, বাঁশি বাজাতে পারে, বিধানসভায় সেই লড়াইয়ে নেমেছেন বিধায়করা। দুপুরেই থালা বাজিয়ে আম্বেদকর মূর্তির পাদদেশে বিক্ষোভ শুরু করেন তৃণমূল বিধায়করা। তৃণমূলের সেই বিক্ষোভ দেখে মেজাজ হারান শুভেন্দু অধিকারী। ‘বাপ চোর বেটা চোর’ – তৃণমূলের এই স্লোগান শুনে ফের লবিতে গিয়ে বসে পড়েন বিরোধী দলনেতা। তাঁর নেতৃত্বে বিজেপির বিধায়কদের বিক্ষোভ শুরু হয়। তাঁরাও পালটা পোস্টার, চায়ের বাসন, থালা, কাপ রাখার বড় প্লেট নিয়ে আসেন। তৃণমূলের উলটোদিকে বসে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। দু দলের এই থালা, বাসন বাজানোর জেরে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin