সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্তের অভিযোগে জেল খেটেছেন প্রাক্তন স্বামী আদিল খান দুরানি। এবার যেন রাখির বিরুদ্ধে বদলা নেওয়ার পালা। আর তাই তো রাখির বিরুদ্ধে প্রায় একডজন অভিযোগ নিয়ে থানায় হাজির হলেন। আদিলের অভিযোগ, রাখি নাকি তাঁর একাধিক ব্যক্তিগত ভিডিও ফাঁস করেছেন। তাহলে কী এবার রাখির জেল খাটার পালা?
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আদিল যে এমনটা করবেন, তা আগেই আন্দাজ করতে পেরেছিলেন রাখি। আর তাই তো আগে থেকেই আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। খবর, সেই আর্জি মাফিক রাখিকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিতে রাজি হয়েছে আদালত। তাই আপাতত, আদিলের হাতে কাঁচকলা! শেষ হাসি হাসছেন রাখি সাওয়ান্তই।
[আরও পড়ুন: হাসপাতালে শুভশ্রী, রাজের সঙ্গে আদুরে ছবি দেখে ‘সুখবরের’ অপেক্ষায় শ্রাবন্তী]
প্রসঙ্গত, রাখি সাওয়ান্তের ব্যক্তিগত জীবন ফের আলোচ্য বিষয়। জেল থেকে বেরিয়েই রাখির (Rakhi Sawant) বিরুদ্ধে নগ্ন ভিডিও তৈরির অভিযোগ করেছিলেন তাঁর প্রাক্তন স্বামী আদিল খান দুরানি (Adil Khan Durrani)। এবার রাখি পালটা নগ্ন ভিডিও তৈরির অভিযোগ আনলেন। শুধু তাই নয়, রাখির অভিযোগ, লক্ষ লক্ষ টাকায় আদিল তাঁর নগ্ন ভিডিও বিক্রি করেছে।
রাখির অভিযোগ, মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন তিনি। বাথরুমেও নাকি ছাড় পেতেন না তিনি। রাখি জানান, তাঁর একাধিক নগ্ন ভিডিও আদিলের কাছে রয়েছে। এরপরই আবার সাংবাদিককে মোবাইল দেখিয়ে বলেন, “এই দেখুন ৪৭ লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে। এত্ত টাকায় নগ্ন ভিডিও বিক্রি করেছে আদিল।” নিজের বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন রাখি।
[আরও পড়ুন: ‘যানজটে আটকে পাইলট! ফাজলামি হচ্ছে?’, এয়ার ইন্ডিগোর আজব দাবিতে ক্ষুব্ধ কপিল শর্মা]
Source: Sangbad Pratidin