ইন্দ্রনীল শুক্লা: ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে একের পর এক চমক। প্রথমে বিশেষ অতিথি হিসেবে সলমনের আগমণের খবর। আর এবার উৎসবের টাইটেল সঙে অরিজিৎ সিং। হ্যাঁ, এবারের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের টাইটেল গান গাইলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মূল ভাবনা ও কথায় কণ্ঠ দিলেন অরিজিৎ। এই গানের কথা পরিমার্জন ও পরিবর্ধন করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় । সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
[আরও পড়ুন: ‘জওয়ান-পাঠান টলিউডে হলে কেউ দেখবে না!’, বাঙালি দর্শকদের নিয়ে কী মত পরমব্রতর?]
তবে চমকের এখানেই শেষ নয়। এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন অনুরাগ কাশ্যপ, সৌরভ শুক্লার মতো ব্যক্তিত্বরা। দেখানো হবে অনুরাগ কাশ্যপের বহুচর্চিত ছবি ‘কেনেডি’। এবছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল এই ছবির। দেশি-বিদেশিবহু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে অনুরাগের ‘কেনেডি’। এই ছবিতে অভিনয় করেছেন সানি লিয়নি, রাহুল ভাট, অভিলাষ থাপলিওয়ালের মতো অভিনেতারা।
[আরও পড়ুন: বাংলাদেশে পকেটমারির শিকার জীতু কমল, দেশে ফেরার আগে মহাফাঁপড়ে অভিনেতা!]
Source: Sangbad Pratidin