সুড়ঙ্গে ফিরেছিল ছোটবেলা, মাটির নিচে এই খেলাতেই মজেছিলেন আটকে পড়া শ্রমিকরা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েও মনের জোর হারাননি ৪১ জন শ্রমিক। বরং রাজা মন্ত্রী চোর সিপাই খেলতেন। ১৬ দিন ধরে আটকে থেকে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মেতে উঠেছিলেন ক্রিকেট খেলায়। যখনই কোনও সমস্যা দেখা গিয়েছে সুড়ঙ্গের ভিতরে, তখনই কেউ না কেউ এগিয়ে এসে বাকিদের নিরাপদে রাখার চেষ্টা করেছেন। এইভাবেই ১৬ দিন ধরে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গিয়েছেন উত্তরকাশীতে (Uttar Kashi) আটকে পড়া শ্রমিকরা। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের উদ্ধার করা হয়েছে।
আটকে পড়া শ্রমিকদের মধ্যে ছিলেন পুষ্কর সিং অরি। সুড়ঙ্গে ধস নেমে আটকে পড়ার পর কীভাবে এতগুলো দিন কাটিয়েছেন, সেই ঘটনা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। বলেন, “প্রথম কয়েকটা ঘণ্টা আমরা বুঝতেই পারিনি কে কোথায় রয়েছে। ওই গভীর সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসতে পারব সেটা আশাও করিনি। অক্সিজেন, পানীয় জল কিছুই ছিল না। পাহাড় থেকে চুইঁয়ে আসা জল দিয়ে তৃষ্ণা মিটিয়েছি।”
[আরও পড়ুন: শাহী সভায় লোক ভরাতে কয়েক কোটি টাকা ব্যয় বঙ্গ বিজেপির! ব্যবস্থা স্পেশাল ট্রেনেরও]
তবে প্রবল সমস্যার মধ্যেও মনের জোর হারাননি শ্রমিকরা। অরি জানান, “আমাদের মধ্যে অনেকেই কমবয়সি। তবে সকলেই বুঝেছিলাম যে ভয় পেলে চলবে না। তাই একে অপরের পাশে থেকেছি। কেউ জল এনেছে, কেউ কম্বল পেতে দিয়ে ঘুমনোর ব্যবস্থা করেছে।” আটকে পড়েও যেন মন মেজাজ ঠিক থাকে, তাই ক্রিকেট খেলতেন শ্রমিকরা। সুড়ঙ্গের মধ্যে ক্রিকেট কীভাবে? অরি জানান, “আমাদের মোজার মধ্যে কাপড় ভরে বল বানাতাম। তার পর যেকোনও লাঠি দিয়ে ব্যাট বানিয়ে খেলতাম, ঠিক ছোটবেলার মতো। রাজা মন্ত্রী চোর সিপাইও খেলেছি।”
গত ১২ নভেম্বর গোটা দেশ শিউরে উঠেছিল শ্রমিকদের আটকে পড়ার ঘটনায়। সিল্কইয়ারা ও দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হতে থাকা সুড়ঙ্গে আচমকাই ধস নেমেছিল। আর তার ফলেই আটকে পড়েছিলেন ওই ৪১ জন শ্রমিক। ১৬ দিন ধরে বহু চেষ্টার পরে উদ্ধার করা হয় তাঁদের। শ্রমিকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। তাঁকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে। 
[আরও পড়ুন: মধ্যপ্রদেশে গণনার আগেই খুলল ব্যালট বক্স! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড আধিকারিক]

Source: Sangbad Pratidin

Related News
নদীর পাড়ের মাটিতে বাঘের পায়ের ছাপ, ঝড়খালিতে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্কে কাঁটা স্থানীয়রা
নদীর পাড়ের মাটিতে বাঘের পায়ের ছাপ, ঝড়খালিতে ফের রয়্যাল বেঙ্গল আতঙ্কে কাঁটা স্থানীয়রা

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সক্কাল সক্কাল মাছ ধরতে নদী পেরতে গিয়েই ভয়ে কাঁটা মৎস্যজীবীরা। নদীর পাড়ের মাটিতে যে পায়ের ছাপ দেখতে Read more

রাতের অন্ধকারে পুড়ল কয়েকশো আমগাছ, জমি দখলের চেষ্টায় আগুন? উঠছে প্রশ্ন
রাতের অন্ধকারে পুড়ল কয়েকশো আমগাছ, জমি দখলের চেষ্টায় আগুন? উঠছে প্রশ্ন

দিব্যেন্দু মজুমদার, হুগলি: রাতের অন্ধকারে কয়েকশো আমগাছ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনা হুগলির ভদ্রেশ্বর থানার দিল্লি রোডের কাছে গরজি Read more

তাইওয়ানে হামলা করলেই ‘শিক্ষা’ দেবে ভারত-আমেরিকা, ভয় বেজিংয়ের! দাবি চিনা রিপোর্টেই!
তাইওয়ানে হামলা করলেই ‘শিক্ষা’ দেবে ভারত-আমেরিকা, ভয় বেজিংয়ের! দাবি চিনা রিপোর্টেই!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বাড়িয়েই চলেছে চিন! যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে শাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা বলয়ে ঢুকছে চিনা রণতরী। Read more

Israel-Hamas War: প্যালেস্টাইনের পাশে মেয়ে অ্যাঞ্জেলিনা, ‘বকুনি’ বাবার
Israel-Hamas War: প্যালেস্টাইনের পাশে মেয়ে অ্যাঞ্জেলিনা, ‘বকুনি’ বাবার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে ইজরায়েল, অন্যদিকে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস। আর যুদ্ধ। চলমান এক যুদ্ধের প্রলয়কাণ্ড। যার সাক্ষী গোটা Read more

সহজ ক্যাচ মিস, ভুবনেশ্বরের উপর চটে গিয়ে এ কী করলেন রোহিত! ভিডিও ভাইরাল
সহজ ক্যাচ মিস, ভুবনেশ্বরের উপর চটে গিয়ে এ কী করলেন রোহিত! ভিডিও ভাইরাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত সহজ ক্যাচ হাতছাড়া হয় কীভাবে? কার্যত এমন প্রশ্ন তুলেই মাঠে হতাশা আর ক্ষোভ উগরে দিলেন Read more

কৃষ্ণের নামে আশ্রমের অন্দরে মধুচক্র! মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, সাধুকে গণধোলাই
কৃষ্ণের নামে আশ্রমের অন্দরে মধুচক্র! মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, সাধুকে গণধোলাই

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাধুর পর্দাফাঁস। মাদুলি, তাবিজ নিলেই মিলবে চাকরি। রোগমুক্তি হবে নিমেষেই। এমন প্রতিশ্রুতি দিয়ে পূজার্চনার নামে আশ্রমের Read more