ধর্মতলায় শাহের গলায় ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’, ‘গোপাল পাঁঠা’র নাম, লোকসভার আগে ফের মেরুকরণের চেষ্টা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মতলার সভা থেকে লোকসভা ভোটের ডঙ্কা বাজিয়ে দিলেন অমিত শাহ (Amit Shah)। সভার শুরুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মেরুকরণের বার্তা! কলকাতার সভামঞ্চে দাঁড়িয়ে উসকে দিলেন ‘ডাইরেক্ট অ্য়াকশন ডে’-র স্মৃতি। তাঁর গলায় শোনা গেল ‘গোপাল পাঁঠা’র নাম। কীভাবে তিনি ভারত থেকে বাংলার বিচ্ছেদ রুখেছিলেন সেই ইতিহাসও কিছুটা তুলে আনলেন শাহ। উঠে এল রামমন্দির প্রসঙ্গও। এমনকী, গোটা দেশের মধ্যে নাকি বাংলায় মুসলিমদের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যা দেখে রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটে বাংলা থেকে ভালো ফল করতে একদিকে যেমন তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ধস নামানোর চেষ্টা করছেন শাহ, অন্যদিকে তেমনই বাংলার মানুষের স্মৃতিতে সাম্প্রদায়িক হিংসার স্মৃতি উসকে ধর্মের তাস খেললেন।
এদিন সভার শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্য়ায়ের প্রতি শ্রদ্ধা জানান। একই সারিতে বসিয়ে সম্মান জ্ঞাপন করেন গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা-কেও। বাংলার ইতিহাসে সবচেয়ে কালো দিন ১৯৪৬ সালের ১৬ আগস্ট। এই দিনটাকে ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ হিসেবে পালন করে অল ইন্ডিয়া মুসলিম লিগ। এটা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। কেননা সেদিনই শুরু হয় ‘গ্রেট ক্যালকাটা কিলিংস’। চারদিন ধরে চলতে থাকা এই হানাহানিতে মৃতের সংখ্যা নাকি ছাড়িয়েছিল দশ হাজার! পরিস্থিতি মোকাবিলায় রুখে দাঁড়িয়েছিলেন গোপাল মুখোপাধ্যায় ও তাঁর ভারতীয় জাতীয় বাহিনী। সেই লড়াইয়ের কথাই উঠে এল অমিত শাহের গলায়। সুরাবর্দির আমলে কলকাতার রাস্তায় যে রক্ত ঝরেছিল, সে ভয়াবহ স্মৃতিই এদিন আরও একবার মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে বললেন সেদিন ‘গোপাল পাঁঠা’ রুখে দাঁড়িয়েছিলেন বলেই বাংলা ভারতের অংশ রয়েছে। রাজনৈতিক মহলের মতে, এই স্মৃতি উসকে ফের ভেদাভেদ তৈরির চেষ্টা করলেন বিজেপি নেতা। 
[আরও পড়ুন: জেলে জ্যোতিপ্রিয়, সংগঠন সামলাতে উত্তর ২৪ পরগনায় কোর কমিটি গঠন করলেন মমতা]
ধর্মের তাসে শান দিয়ে শাহের অভিযোগ, অযোধ্যায় রামমন্দিরে তৈরিতে বাধা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা। সেই বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার রামমন্দির তৈরি করেছে বলে জানান। শুধু হিন্দুত্ব নয়, বাংলার মুসলিমদেরও নিজেদের দিকে টানার চেষ্টা করেন শাহ। বলেন, দেশের মধ্য়ে বাংলার মুসলিমদের পরিস্থিতি সবচেয়ে খারাপ। তাঁদের ভোটের অঙ্ক হিসেবেই ব্যবহার করেন বলে অভিযোগ তাঁর।
[আরও পড়ুন: ছাব্বিশে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি! লোকসভার টার্গেটও বাঁধলেন শাহ]
 

Source: Sangbad Pratidin

Related News
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনের সঙ্গে খেলানো উচিত জাদেজাকেও, দাবি ‘গুরু’ গ্রেগের
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনের সঙ্গে খেলানো উচিত জাদেজাকেও, দাবি ‘গুরু’ গ্রেগের

ওভালে বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া যে আহামরি এগিয়ে নেই, সেটা বলেছিলেন। বলেছিলেন যে, ওভাল পিচের অস্ট্রেলিয়া-সম চরিত্র পছন্দ হবে Read more

টিকা নেওয়ার পর প্রতিদিন দেড় ঘণ্টার ব্যায়ামে বাড়বে অ্যান্টিবডি, দাবি গবেষণায়
টিকা নেওয়ার পর প্রতিদিন দেড় ঘণ্টার ব্যায়ামে বাড়বে অ্যান্টিবডি, দাবি গবেষণায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কবে কোভিড-মুক্ত পৃথিবীতে ফিরবে মানুষ? কবে ফের খোলা হওয়ায় শ্বাস নিতে ভয় পাব না আমরা? Read more

বিরাটের শততম টেস্টেও দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বোর্ড, অখুশি সমর্থকরা
বিরাটের শততম টেস্টেও দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বোর্ড, অখুশি সমর্থকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিক থাকলে অধিনায়ক হিসাবেই নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে পারতেন বিরাট কোহলি (Virat Kohli)। Read more

পার্কিং নিয়ে বচসার জের, মহিলা সবজি বিক্রেতাকে বেধড়ক মার চিকিৎসকের
পার্কিং নিয়ে বচসার জের, মহিলা সবজি বিক্রেতাকে বেধড়ক মার চিকিৎসকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কিং নিয়ে সামান্য বিবাদ। আর তার জেরে এক মহিলা সবজি বিক্রেতার উপর অমানবিক অত্যাচার চিকিৎসকের। মারধরে Read more

‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি
‘আমাকে ছুঁলেই ৫০০ কোটির মানহানির মামলা!’ চিত্রসাংবাদিকদের হুমকি দিলেন রাখি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি সাওয়ান্ত মানেই ধামাকা। কীভাবে খবরে থাকতে হয়, তা যেন একেবারে জলভাত করে ফেলেছেন রাখি সাওয়ান্ত। Read more

সৎ মায়ের বঞ্চনায় ঠাঁই হয়েছিল আস্তাকুঁড়ে, নতুন ঠিকানা দিয়ে মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়
সৎ মায়ের বঞ্চনায় ঠাঁই হয়েছিল আস্তাকুঁড়ে, নতুন ঠিকানা দিয়ে মানবিক বিচারপতি গঙ্গোপাধ্যায়

রাহুল রায়: কোনও চলচ্চিত্র বা প্রবন্ধের গল্প নয়। বাস্তবে এক সন্তানের প্রতি তাঁর সৎ মায়ের বঞ্চনার ঘটনা। যে দায়িত্ব পালন Read more