সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসিরহাটে মনুয়া কাণ্ডের ছায়া। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে খুনের অভিযোগ। পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে বধূই নিজের স্বামীকে খুন করে। স্বামীকে শ্বাসরোধ করে মারে সে। আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে ঝুলিয়ে দেওয়া হয় দেহ। বসিরহাট থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে বধূকে আটক করেছে পুলিশ। ফেরার প্রেমিক।
বেশ কয়েক বছর আগে বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালপাতা এলাকার বাসিন্দা পরিতোষ অধিকারীর সঙ্গে রীতার বিয়ে হয়। সম্পর্ক আচমকাই উষ্ণতা হারায়। পরিতোষের পরিবারের দাবি, বয়সে ছোট প্রতিবেশী যুবক প্রবীর দাসের সঙ্গে সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান বধূ। তা আচমকাই জানতে পারেন পরিতোষ। অভিযোগ, তা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ চরমে পৌঁছয়। এলাকায় সালিশি সভাও বসায় পরিতোষ।
[আরও পড়ুন: জলে গেল ঋতুরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে অস্ট্রেলিয়াকে জেতালেন ম্যাক্সওয়েল]
তার পরেও সম্পর্কের উন্নতি হয়নি। বুধবার বাড়ি থেকে পরিতোষের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, প্রেমিকের সহযোগিতায় স্বামীকে মারধর করে সে। স্বামীকে শ্বাসরোধ করে খুন করে বলেও অভিযোগ। আত্মহত্যার তত্ত্ব খাড়া করতেই রীতা খুনের পর স্বামীর দেহ ঝুলিয়ে দেয় বলেও দাবি প্রতিবেশীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাটে থানার পুলিশ। দেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। এই ঘটনায় মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। প্রেমিক প্রবীর দাস পলাতক।
[আরও পড়ুন: ডিপফেকের ফাঁদে রশ্মিকা, আলিয়া! এই ৫ উপায়ে সুরক্ষিত থাকুন]
Source: Sangbad Pratidin