গোবিন্দ রায়, বসিরহাট: আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই পোস্টারে ছয়লাপ নুসরত জাহানের কেন্দ্র বসিরহাট। সেখানে সাফ বলা হয়েছে, বহিরাগত বা তারকা নয়, প্রার্থী হিসেবে চাই শিক্ষিত কাউকেই।
মঙ্গলবার সকালে বসিরহাটের (Basirhat) মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি-সহ বিভিন্ন এলাকায় দেখা গেল সাংসদ নুসরত জাহান বিরোধী পোস্টার। কোনওটিতে লেখা, “লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না।” কোনও পোস্টারে লেখা, “অভিনেত্রী বা অভিনেতা না, সৎ ও শিক্ষিত মানুষ চাই।” নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা কেন্দ্র। লোকসভা ভোটের আগে এই পোস্টার নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল।
[আরও পড়ুন: মিড ডে মিলের খিচুড়িতে পোকা! অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে অভিভাবকরা]
এ বিষয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ বাহার আলি বলেন, “শুনেছি একাধিক পোস্টার পড়েছে। এখানকার সাংসদের উপর ক্ষোভ থাকতে পারে মানুষের। আমরা চাই ঘরের ছেলেমেয়েকেই এখানে প্রার্থী করা হোক।” কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লা বলেন, “পোস্টারকে দিয়েছে জানি না। আমরা চাই এলাকার মানুষ, কাজের মানুষ। ভদ্রমানুষ হলে আমাদের ভালো হয়। সে মহিলা হতে পারে পুরুষও হতে পারে।”
[আরও পড়ুন: Murshidabad: ঋণের টাকা ফেরত চাইতেই কোপ, মুর্শিদাবাদে প্রাণ গেল বেসরকারি সংস্থার আধিকারিকের]
Source: Sangbad Pratidin