ঈশ্বরের কৃপায় সংকটমোচন! খুশির হাওয়া পুরশুরায়, স্বস্তিতে বাংলার ২ শ্রমিকের পরিবার

সুমন করাতি, হুগলি: ১৭ দিনের মাথায় অপেক্ষার অবসান। এবার ঘরের ছেলে বাড়ি ফিরবে। উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট কাটতেই খুশির হওয়া হুগলি জেলার পুরশুরা এলাকার দুই পরিবারে। ১৭ দিন ধরে পাখিরা পরিবারের ছেলে সৌভিক ও প্রামাণিক পরিবারের ছেলে জয়দেব উত্তরকাশিতে (Uttarkashi) কাজে গিয়ে বিরাট বিপদে পড়েছিলেন। আচমকা ধস নামায় সিল্কইয়ারা সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন তাঁরা। দুঃসংবাদ শোনার পর থেকেই উৎকণ্ঠায় দিন কাটছিল দুই পরিবারের সদস্যদের। তবে আজ সকাল থেকেই ভালো খবর শোনার অপেক্ষায় টিভি সামনে বসেছিলেন ওঁরা। মঙ্গলবার রাত সাড়ে আটটার পর সত্যিই সেই বহু কাঙ্ক্ষিত খবর মিলল- শেষ হয়েছে দুঃস্বপ্নের প্রহর। সুড়ঙ্গ থেকে মুক্ত হয়েছেন সুড়ঙ্গে আটক ৪১ জনই। পাখিরা ও প্রামাণিক পরিবারের ছেলেরাও রয়েছেন তাঁদের মধ্যে।
এই খবর পাওয়ার পরেই আনন্দে চোখে জলে ভরে ওঠে সৌভিক ও জয়দেবের পরিবারের সদস্যদের। আবেগাপ্লুত সৌভিক পাখিরার মা বলেন, “এত দিন কিছুই বুঝতে পারছিলাম না কী হবে। শুধু ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছিলাম। দিনের পর দিন কাটছিল, উদ্ধারকাজে বাধা আসছিল। কিন্তু আজ জানতে পারলাম যে উদ্ধারকাজ শেষ। ছেলে অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরোতে পেরেছে। এটা জানতে পেরে যে আনন্দ হচ্ছে তা বলে বোঝানো সম্ভব নয়।” আরও বলেন, “ঘরের ছেলেটা ঘরে ফিরবে। তবে সব থেকে খুশি হব, যখন ছেলের গায়ে হাত বুলিয়ে দিতে পারব। ছেলের থেকে মা ডাক শুনতে পারব। ভগবানের কৃপা! ভগবানের কাছে প্রার্থনার ফল এতদিনে পাওয়া গেল।”
 
[আরও পড়ুন: Murshidabad: ঋণের টাকা ফেরত চাইতেই কোপ, মুর্শিদাবাদে প্রাণ গেল বেসরকারি সংস্থার আধিকারিকের]
পরিবারে স্বস্তি ফিরলেও আপাতত জয়দেব প্রামাণিকের বাবা ও মা কথা বলতে চাননি। তাঁদের এক প্রতিবেশী বলেন, “ছেলের সুড়ঙ্গে আটকে যাওয়ার খবর পাওয়ার পর থেকেই জয়দেবের মা অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা কেউ কথা বলার মত অবস্থায় নেই। ছেলে বাড়ি ফিরবে সেই খবর পেয়েছে। এবার সব ঠিক হবে। এলাকার ছেলে এত বড় বিপদের মুখ থেকে ফিরছে, এটা খুবই খুশির খবর।”
 
[আরও পড়ুন: জিলেটিন স্টিক উদ্ধার মামলা: তিহাড়ে গিয়ে অনুব্রত-সায়গলকে জেরা করবে NIA]
প্রসঙ্গত, সিল্কিয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল উত্তরকাশীর (Uttarkashi) ওই সুড়ঙ্গটি। সেখানেই আচমকা ধস নামে। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে ধস নেমেছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান উত্তরকাশীর পুলিশ সুপার অর্পণ যদুবংশী। তাঁর তদারকিতেই শুরু হয় উদ্ধার অভিযান। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল শুরু করে উদ্ধারকাজ। ১৭ দিনের মাথায় উদ্ধারকাজ সফল হল। 

Source: Sangbad Pratidin

Related News
এভাবেও ফিরে আসা যায়! পক্ষাঘাতকে হারিয়ে ভারতীয় সেনার পরীক্ষায় সফল যুবক
এভাবেও ফিরে আসা যায়! পক্ষাঘাতকে হারিয়ে ভারতীয় সেনার পরীক্ষায় সফল যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই হয়তো বলে অসম্ভবকে সম্ভব করা। যা করে দেখালেন জম্মুর (Jammu) একুশ বছরের তরুণ দানিশ ল্যাঙ্গার Read more

WB Weather Update: ফের নিম্নচাপ, ভাইফোঁটায় বৃষ্টিতে ভাসবে বাংলা?
WB Weather Update: ফের নিম্নচাপ, ভাইফোঁটায় বৃষ্টিতে ভাসবে বাংলা?

নিরুফা খাতুন: ফের দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। আগামী বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তা নিম্নচাপে পরিণত হওয়ার Read more

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি
পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি Read more

আর্থিক ‘তছরূপে’র দায়ে তরুণীকে যৌন হেনস্তা, ফেসবুক লাইভের পর অপমানে আত্মঘাতী বাবা-মা-ভাই
আর্থিক ‘তছরূপে’র দায়ে তরুণীকে যৌন হেনস্তা, ফেসবুক লাইভের পর অপমানে আত্মঘাতী বাবা-মা-ভাই

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দিদির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। সে কারণে তাঁর উপর চলে বেধড়ক মানসিক এবং শারীরিক অত্যাচার। ওই Read more

মেসের খাবার কুকুরেরও অযোগ্য, বিস্ফোরক উত্তরপ্রদেশের পুলিশকর্মী, অস্বস্তিতে যোগী
মেসের খাবার কুকুরেরও অযোগ্য, বিস্ফোরক উত্তরপ্রদেশের পুলিশকর্মী, অস্বস্তিতে যোগী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশকর্মীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) সরকারের বিরুদ্ধে। সারাদিন পরিশ্রমের পরে যা Read more

WB Civic Polls 2022 LIVE UPDATE: গড় বাঁচাতে মরিয়া, এজেন্ট বসাতে বহরমপুরের বুথে বুথে ছুটছেন অধীর
WB Civic Polls 2022 LIVE UPDATE: গড় বাঁচাতে মরিয়া, এজেন্ট বসাতে বহরমপুরের বুথে বুথে ছুটছেন অধীর

আজ রাজ্যের ১০৮ পুরসভার ভোট। ভোটের নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশের ৪৪ হাজার বাহিনী। এর মধ্যে একাধিক পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে Read more