সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সকাল থেকেই টলিপাড়ায় পরমব্রত চট্টোপাধ্য়ায় ও পিয়া চক্রবর্তীর বিয়ে নিয়ে হইচই। ঠিক এরই মাঝে সোশাল মিডিয়ায় হঠাৎ ভাইরাল টেলিপাড়ার মিষ্টি জুটি নীল-তৃণার একটি ভিডিও। যেখানে জুটিকে দেখা গিয়েছে বিয়ের সাজে। সেই ভিডিওতেই বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন নীল-তৃণা। বরং বলা ভালো, ভিডিতেও যে গানটি ব্যবহার করেছেন নীল ও তৃণা। সেই গানেই রয়েছে বিয়ে এবং বরবাদ হওয়ার কথা।
বেশ কয়েকদিন আগেই নীল-তৃণার দাম্পত্যের কলোহের কথা গুঞ্জনে রটেছিল। তবে সেই গুঞ্জনকে একেবারেই পাত্তা দেননি এই জুটি। প্রকাশ্যে জানিয়ে ছিলেন তাঁরা রয়েছেন দারুণ হ্যাপি। এই ভিডিও যে একেবারেই মজার ছলে তাও বুঝিয়েছেন তাঁরা। তবে ওই যে, নেটপাড়া টুক করে গুঞ্জন রটাতে ওস্তাদ।
View this post on Instagram
A post shared by Neel Bhattacharya (@neel_bhattacharya)
[আরও পড়ুন: তুতো বোন রানির সঙ্গে ‘তু তু ম্যায় ম্যায়’! ‘কফি উইথ করণ’ ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি কাজলের]
শুধু সংসার নয়, একসঙ্গে পোশাকের ব্যবসাও করছেন নীল-তৃণা। নীল-তৃণার পোশাক সংস্থার নাম ‘ক্লথ বাই তৃনীল’। গড়িয়াহাট যশোদাভবনে পাওয়া যাবে এই ‘ক্লথ বাই তৃনীল’-এর কালেকশন। অভিনয়ের পাশাপাশি তাঁরা যে এদিকটাও দারুণ সামলাচ্ছেন, তারও প্রমাণ দিয়েছেন নীল-তৃণা।
[আরও পড়ুন: ‘৩ খানের মধ্যে একা শাহরুখই ভারতকে ভালোবাসে, তবে টাকাটাও বোঝে!’, বিস্ফোরক অভিজিৎ]
Source: Sangbad Pratidin