সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ডেডলাইনের রাজনীতি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এবার তাঁর নজরে অনুব্রত মণ্ডলের বীরভূম। সোমবার রামপুরহাটের সভা থেকে বিরোধী দলনেতার হুঁশিয়ারি, “বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ডিসেম্বর মাস ভয়ংকর হতে চলেছে। কেষ্ট, পার্থদের চেয়ে খারাপ অবস্থা হবে।” একইসঙ্গে কাজল শেখকে ‘নতুন পাখি’ বলেও কটাক্ষ করেন তিনি। পালটা শুভেন্দুকে বিঁধেছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। তাঁর কথায়, “লোককে ভয় দেখিয়ে কিছু হবে না। এই জেলা খালি হয়ে যাবে, ওই জেলা খালি হয়ে যাবে এসব হুমকি দিয়ে কোনও লাভ হবে না।”
এদিন বীরভূমের রামপুরহাটে সভা করেন শুভেন্দু অধিকারী। সভামঞ্চ থেকে জেলার তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, “কলকাতায় একটা ভাইপো আছে। এখানেও একটা ভাইপো আছে। সে কয়লা-বালি-গরু সব খায়। একটা নতুন পাখি হয়েছে। কাজল শেষ খুব উড়ছে। সবদিকে আমাদের নজর রয়েছে।” এর পর তাঁর প্রশ্ন, “মহম্মদ বাজারের জিলেটিন স্টিক উদ্ধারের কথা মনে আছে? সেখানে কার কার নাম রয়েছে বলব?” এর পরই শুভেন্দুর হুঁশিয়ারি, “বীরভূমের তৃণমূল নেতাদের জন্য ডিসেম্বর মাস ভয়ংকর হতে চলেছে। কেষ্ট, পার্থদের চেয়ে খারাপ অবস্থা হবে।” ফের একবার ডেডলাইনের কথা শোনা গেল তাঁর গলায়।
[আরও পড়ুন: ‘টাকা পাঠালাম, লড়াইয়ে থাকুন’, ৩ হাজার বঞ্চিতকে চিঠি লিখে ‘কথা রাখলেন’ অভিষেক]
যদিও শুভেন্দুর হুঁশিয়ারিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল। দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, “অনেক কিছুই তো বলেন। এর মধ্যে রাজনৈতিক কথা কোথায়? খালি হুমকি! উনি বলুক কেন বিজেপির রক্তক্ষরণ চলছে? কেন বিজেপির হারের ধারা অব্যাহত? কেন শুভেন্দুর সঙ্গে থাকা বিধায়করা অন্য দলে যাচ্ছেন? এই জেলা খালি হবে, ওই জেলা খালি হবে, এসবে আমরা ভয় পাই না।”
[আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বর সংগ্রহে বাধা ‘মানসিক চাপ’, এসএসকেএমের রিপোর্টে ‘ক্ষুব্ধ’ ED]
Source: Sangbad Pratidin