IND vs AUS: কোন ছকে বিপক্ষের বোলিংকে তছনছ করছেন যশস্বী? জানিয়ে দিলেন অকুতভয় ওপেনার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে নেমেই শুধু মার। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষের বোলিংকে একেবারে উড়িয়ে দেওয়া। যে কোনও বল হেলায় গ্যালারিতে ফেলে, প্রতিপক্ষকে তছনছ করে দেওয়া। এই মন্ত্র সম্বল করেই এগিয়ে যাচ্ছেন যশস্বী জসওয়াল (Yashasvi Jaiswal)। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ‘ম্যাচের সেরা’ হওয়ার পর সেটা অকপটে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) অকুতভয় তরুণ ওপেনার।
ম্যাচের শেষে পুরস্কার নিতে গিয়ে যশস্বী বলছিলেন, “এই ইনিংস এবং ম্যাচ জয় আমার কাছে খুবই স্পেশাল। আমি যত রকম শট খেলতে পারি, সেই চেষ্টা করেছি। বরাবরের মতো এবারও আমি অকুতভয় থাকার চেষ্টা করেছি। কারণ আমি জানতাম এভাবে খেললেই দ্রুত বড় রান করতে পারব। আর তাছাড়া মাঠে নামার আগেই ভিভিএস স্যর ও সূর্য ভাই আমাকে সেই নির্দেশ দিয়েছিল।”
[আরও পড়ুন: চ্যালেঞ্জারকে হারাতে পারলে মিলবে প্যারিস অলিম্পিকের টিকিট, নতুন নিয়মের ফাঁদে ভারতীয় কুস্তিগিররা]
অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৮ বলে ২১ রানে আউট হলেও, এবার থামলেন ২৫ বলে ৫৩ রানে। ২১২.০০ স্ট্রাইকরেট বজায় রেখে তাঁর এই মারকুটে ইনিংস ৯টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এর মধ্যে ২৪ বলে যশস্বী যখন অর্ধশতরান করেন, তখন পাওয়ার প্লে-তে ভারতের রান ছিল ৭৭। ইনিংসের চতুর্থ ওভারে বিপক্ষের পেসার শিন অ্যাবটকে মেরে ২৪ রান নেন যশস্বী। যদিও এই বিস্ফোরক ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেননি ২১ বছরের তরুণ। ৫.৫ ওভারে ন্যাথান এলিসের বলে শর্ট থার্ডম্যানে দাঁড়িয়ে তাঁর ক্যাচ ধরেন অ্যাডাম জাম্পা। তাঁর সেই ইনিংসের জন্যই ৪৪ রানে জয় পেয়েছিল ভারত।
তবে এবার সেরার পুরস্কার পেলেও, প্রথম ম্যাচের ভুল নিয়ে এখনও মন খারাপ করে বসে আছেন যশস্বী। সেইজন্য ফের একবার জনসমক্ষে ওপেনিং পার্টনার রিতুরাজ গায়কোয়াড়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন। সেই ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলের ঘটনা। মুম্বইকর যশস্বীর ভুলে রান আউট হয়ে ফিরে যেতে বাধ্য হন রিতুরাজ। তাও আবার কোনও বল না খেলেই! ন্যাথান অ্যালিস এক্সট্রা কভার থেকে ডিরেক্ট থ্রো করলে, স্টাম্প ভেঙে দেন ম্যাথু ওয়েড। ফলে ‘ডায়মন্ড ডাক’ করে মাঠ ছাড়তে বাধ্য হন রিতুরাজ। তাঁর আগে এই ফরম্যাটে টি-টোয়েন্টি ফরম্যাটে জশপ্রীত বুমরাহ ও অমিত মিশ্রা ‘ডায়মন্ড ডাক’ করে সাজঘরে ফিরেছিলেন।
মঙ্গলবার অর্থাৎ ২৭ নভেম্বর আয়োজিত হবে সিরিজের তৃতীয় ম্যাচ। ভেন্যু গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম। ম্যাথু ওয়েডের দলের বিরুদ্ধে খেলবে সূর্য কুমার যাদবের সতীর্থরা। সেই ম্যাচ জিতে চলতি সিরিজ ভারতীয় দল নিজের নামে করতে পারে কিনা সেটাই দেখার।
[আরও পড়ুন: হার্দিকের জায়গা ভরাট করতে পারবেন গুজরাটের নতুন অধিনায়ক শুভমান?]

Source: Sangbad Pratidin

Related News
Weather Update: বসন্তেই টের পাওয়া যাচ্ছে গরম, আগামী কয়েকটা দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?
Weather Update: বসন্তেই টের পাওয়া যাচ্ছে গরম, আগামী কয়েকটা দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রির উপরে। গরমের জ্বালা ইতিমধ্যেই টের পাচ্ছেন বাংলার (West Bengal) মানুষ। শুধু Read more

‘খেলার মাঠেই খেলা হোক, অনুষ্ঠান নয়’, শিলিগুড়ির মঞ্চ থেকে সাফ জানালেন অরিজিৎ সিং
‘খেলার মাঠেই খেলা হোক, অনুষ্ঠান নয়’, শিলিগুড়ির মঞ্চ থেকে সাফ জানালেন অরিজিৎ সিং

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: খেলার মাঠে অনুষ্ঠান করা তার পছন্দ নয়। তিনি নিজেও মাঠ বাঁচিয়ে রাখার পক্ষে। তাই কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান Read more

আরও ৩ মাস বিনামূল্যে রেশন পাবে উত্তরপ্রদেশবাসী, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসেই বড় সিদ্ধান্ত যোগীর
আরও ৩ মাস বিনামূল্যে রেশন পাবে উত্তরপ্রদেশবাসী, দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসেই বড় সিদ্ধান্ত যোগীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বসেই বড় সিদ্ধান্ত নিলেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। সে রাজ্যের Read more

চাকরি হারাতে পারেন ৮৩ লক্ষ কর্মী, ঋণে জর্জরিত আমেরিকায় শঙ্কিত অর্থনীতিবিদরা
চাকরি হারাতে পারেন ৮৩ লক্ষ কর্মী, ঋণে জর্জরিত আমেরিকায় শঙ্কিত অর্থনীতিবিদরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (USA) অর্থনীতিতে বড়সড় সংকট দেখা দিতে চলেছে, এমনটাই দাবি করলেন হোয়াইট হাউসের (White House) আর্থিক Read more

চতুর্থীর রাতেও দুষ্কৃতী দৌরাত্ম্য হাবড়ায়! টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি
চতুর্থীর রাতেও দুষ্কৃতী দৌরাত্ম্য হাবড়ায়! টাকার ব্যাগ ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

অর্ণব দাস, বারাসত: চতুর্থীর রাতে দুষ্কৃতী তাণ্ডব। ছিনতাইয়ে বাধা পেয়ে দুষ্কৃতীর ছোড়া গুলিতে জখম হলেন ব্যবসায়ী। বুধবার রাত দশটার পর Read more

হেলিকপ্টারের জরুরি অবতরণে পায়ে-কোমরে চোট মুখ্যমন্ত্রীর, ফোনে খোঁজ নিলেন রাজ্যপাল
হেলিকপ্টারের জরুরি অবতরণে পায়ে-কোমরে চোট মুখ্যমন্ত্রীর, ফোনে খোঁজ নিলেন রাজ্যপাল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। পায়ে ও কোমরে চোট Read more