সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স বাড়লেও অধিকার ছাড়তে রাজি হন না বৃদ্ধ রাজা। অনেক ক্ষেত্রেই নবীনের হাতে খুন হন প্রবীণ। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা প্রচুর। এই যখন মানুষের স্বভাব, তখন ওরা তো পশু! বিশেষত এলাকার দখল এবং সন্তানের বিষয়ে তীব্র সংবেদনশীল বনের রাজা বাঘ। তারা ছাড়বে অধিকার? এও হতে পারে? অথচ তেমন ঘটনার কথাই জানাচ্ছেন মহারাষ্ট্রর অন্যতম বৃহত্তম ব্যাঘ্র উদ্যান কর্তৃপক্ষ। ব্যাপারটা ঠিক কী?
এই ঘটনা তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ ফরেস্টের। তিন বছরের বিজলি বাঘেদের সাধারণ নিয়ম ভেঙে মায়ের পেটের ভাই ছোটি তারাকে বড় করে তোলে। এই ছোটি তারা এবং মায়া নামের একটি বাঘ নিজেদের মধ্যে শান্তিপূর্ণভাবে এলাকা ভাগ করে নেয়। যদিও মায়ার সঙ্গে সংঘর্ষ হওয়ার কথা ছিল ছোটি তারার। বাঘ সমাজের সেই নিয়ম ভেঙে যৌথ পরিবারের বাস করছে দুপক্ষের ‘হিংস্র’ প্রাণীরা।
[আরও পড়ুন: প্রেমের প্রস্তাবে ‘না’, রাগে তরুণীকে কুপিয়ে মেরে বিষ খেয়ে আত্মঘাতী যুবক!]
এখানেই শেষ নয়। টাইগার রিজার্ভ ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটি তারা তার দুই মেয়ে রোমা এবং বিজলিকে জঙ্গলের শাসন ভার তুলে দিয়েছে। যেহেতু তার বয়স বেড়েছে। উল্লেখ্য, ২০২২ সালের শেষে রোমা এবং বিজলির একটি করে সন্তান হয়। একই সময় তাদের মা ছোটি তারার একটি সন্তান হয়। ব্যাঘ্রশিশুকেও বড় হয়ে উঠতে সাহাজ্য করে বিজলি। এই সহাবস্থান বাঘেদের সমাজে দেখা যায় না বলেই দাবি বন কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞদের। প্রশ্ন উঠছে, এর কারণ কী জঙ্গলের খারাপ হাল। প্রকৃতির পরিবর্তনে সবে মিলে বেঁচে থাকার তাগিদ?
[আরও পড়ুন: অবৈধ কারবারে বাধা, সরকারি আধিকারিককে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া!]
Source: Sangbad Pratidin