সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএলে আর গুজরাট টাইটান্সের জার্সিতে খেলবেন না হার্দিক পাণ্ডিয়া। সম্প্রতি এমন জল্পনাই জোরালো হয়েছিল। শোনা যাচ্ছিল, ঘর ওয়াপসি হতে চলেছে ভারতীয় অলরাউন্ডারের। ১৬ কোটির বিনিময়ে মুম্বইয়ে ফিরবেন তিনি। রবিবার ট্রেড উইনডোর শেষ দিন সব জল্পনার অবসান ঘটল। সফল অধিনায়ককে রেখে দিল গুজরাট। অন্যদিকে, সমস্ত জলঘোলায় ইতি টেনে মুম্বই ইন্ডিয়ান্সও জানিয়ে দিল, আগামী আইপিএলে তাদের নেতা রোহিত শর্মাই।
আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়েই গুজরাটকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক (Hardik Pandya)। দ্বিতীয়বারও দলকে পৌঁছে দিয়েছিলেন ফাইনালে। টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর অধিনায়কত্ব নজর কেড়েছিল। তাই তিনি গুজরাটকে বিদায় জানাতে চলেছেন, আচমকা এমন খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় ক্রিকেটমহলে।
[আরও পড়ুন: পাহাড় রাজনীতিতে ফের চমক! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং]
Source: Sangbad Pratidin