বিশ্বকাপের পাঁচ ম্যাচে ইডেনে ৯০ হাজার কেজির আবর্জনা! তৈরি হল জ্যাকেট, চেয়ার

অভিরূপ দাস: খেলা দেখার সঙ্গে সঙ্গে চলেছে মুখ। চিপস, কোল্ড ড্রিঙ্কস খেয়ে দর্শক বোতল ফেলে গিয়েছে ইডেনে। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাত্র পাঁচ ম‌্যাচে ইডেনে ফেলে দেওয়া চিপসের প‌্যাকেট, শীতল পানীয়ের বোতল সংগ্রহ করে চক্ষু চড়কগাছ। ফেলে দেওয়া চিপসের প‌্যাকেট, জলের বোতলের যা ওজন হয়েছে তা ২৫টা পূর্ণবয়স্ক হাতির সমান। ৯০ হাজার ন’শো ৬ কেজি। তাও এর মধ্যে ফেলে দেওয়া খাবারকে ধরা হয়নি। শুধুমাত্র কঠিন বর্জ‌্যকেই ধরা হয়েছে।
‘ইউনাইটেড ওয়ে মুম্বই’ নামক একটি সংস্থার দায়িত্ব ছিল মাঠ পরিষ্কার করার। তাদের হয়ে ইডেন উদ‌্যানে (Eden Gardens) কঠিন বর্জ‌্য সংগ্রহ করেছে সংস্থার ২৩ স্বেচ্ছাসেবক। সেই বর্জ‌্য দিয়েই তারা তৈরি করেছে পাঁচশো জার্সি। ১০টি বসার বেঞ্চ। শনিবার কলকাতা পুরসভায় মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) হাতে তুলে দেওয়া হয়েছে জার্সিগুলি। আইসিসির সঙ্গে চুক্তি হয়েছে ওই সংস্থার। সংস্থার কর্মীরা জানিয়েছেন, আর্বজনা সংগ্রহ করে প্রথমে পৃথকীকরণ করতে হয়। জলের বোতল, প্লাস্টিকের প্লেট, চিপসের প‌্যাকেটগুলোকে আলাদা করা হয়েছে। রিসাইকেল পদ্ধতিতে তৈরি হয়েছে জ‌্যাকেট, বসার চেয়ার।
[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]
মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ফেলে দেওয়া বোতলকে রিসাইকেল করে জ‌্যাকেট বানানো হয়েছে। এই সমস্ত জ‌্যাকেট দেওয়া হবে পুরসভার ঝাড়ুদারদের। তৈরি করা হয়েছে ১০টি বেঞ্চও। সেগুলি বসানোর পরিকল্পনা করেছে পুরসভা। সৌন্দর্যায়নের কাজে তা লাগানো হবে। ‘ইউনাইটেড ওয়ে মুম্বইয়ের কলকাতার কোঅর্ডিনেটর তুলিকা ঠাকুরের কথায়, ‘‘ফেলে দেওয়া চিপসের প‌্যাকেটের ঠাঁই হয় ময়লার বালতিতে। সকালে ময়লার গাড়ি সেগুলো তুলে নিয়ে গিয়ে ধাপায় ফেলে দেয়। এগুলো মাটিতে মেশে না। কিন্তু সেই চিপসের প‌্যাকেটগুলো যদি পাড়ার কাগজওয়ালাকে বিক্রি করা হয় তবে তা রিসাইকেল সাইটে পৌঁছয়। সেগুলো পুনরায় ব‌্যবহার করা যায়।
[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]
ফেলে দেওয়া চিপসের প‌্যাকেট থেকে জামা তৈরির পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন, পরিবেশবিদ ড. স্বাতীনন্দী চক্রবর্তী। তাঁর কথায়, এমন পদক্ষেপকে স্বাগত। ফেলে দেওয়া খাবারের প্লাস্টিকের প‌্যাকেটকে পুর্নব‌্যবহারযোগ‌্য করে তোলা অত‌্যন্ত জরুরি। আরও মানুষকে এই কাজে এগিয়ে আসতে হবে। পরিবেশবিদ জানিয়েছেন, ফেলে দেওয়া জিনিস পুর্নব‌্যবহার যোগ‌্য করে তুলতে গেলে অর্থের প্রয়োজন। এহেন প্ল‌্যান্টগুলোকে বড় কোনও শিল্পসংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। তাবেই আগামী দিনে আরও সাফল‌্য আসবে। ফেলে দেওয়া জিনিস থেকে শুধুমাত্র একবার পুর্নব‌্যবহারযোগ‌্য পণ‌্য তৈরি হল, এমনটা হলে চলবে না। ধারাবাহিকভাবে ফেলে দেওয়া প্লাস্টিককে পুর্নব‌্যবহারযোগ‌্য করে তুলতে হবে।

Source: Sangbad Pratidin

Related News
চাকরির টোপ দিয়ে আড়াই লক্ষ আত্মসাৎ, AIIMS কাণ্ডে BJP বিধায়কের বিরুদ্ধে দায়ের অভিযোগ
চাকরির টোপ দিয়ে আড়াই লক্ষ আত্মসাৎ, AIIMS কাণ্ডে BJP বিধায়কের বিরুদ্ধে দায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার: কল‌্যাণী এইমসে (Kalyani AIIMS) চাকরি দুর্নীতির ঘটনায় এবার নাম জড়াল নদিয়ার রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর। তিনি আবার Read more

OMG! ভারতীয় রেস্তরাঁর খাবারে মুগ্ধ হয়ে ৪৯ লক্ষ টাকা বকশিস হলিউড তারকা জনি ডেপের!
OMG! ভারতীয় রেস্তরাঁর খাবারে মুগ্ধ হয়ে ৪৯ লক্ষ টাকা বকশিস হলিউড তারকা জনি ডেপের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা করে জয় পেয়েছেন। খুশিতে আত্মহারা হলিউড তারকা জনি ডেপ Read more

চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে ভারতের নেতৃত্বে কেএল রাহুল, অনিশ্চিত আরেক তারকা
চোট সারিয়ে জিম্বাবোয়ে সফরে ভারতের নেতৃত্বে কেএল রাহুল, অনিশ্চিত আরেক তারকা

স্টাফ রিপোর্টার: এশিয়া কাপ নয়, তার আগেই ভারতীয় টিমে (Team India) প্রত্যাবর্তন ঘটছে কেএল রাহুলের। যিনি দীর্ঘদিন ধরে নানা কারণে Read more

আজ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তেই চড়বে পারদ
আজ ফের কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, সপ্তাহান্তেই চড়বে পারদ

নিরুফা খাতুন: ফের বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহান্তে বৃষ্টির Read more

পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?
পাতায় পাতায় বিপুল লেনদেনের হিসাব! আর কী রয়েছে জ্যোতিপ্রিয়র নাম লেখা ‘মেরুন ডায়েরি’তে?

অর্ণব আইচ: রেশন বন্টন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে উদ্ধার হওয়া ‘মেরুন ডায়েরি’ ঘিরে রহস‌্য। এই ডায়েরিতে দুর্নীতিতে ইডির হাতে Read more

প্রবল বৃষ্টির মধ্যেই জঙ্গিদের খোঁজ, হড়পা বানে ভেসে গিয়ে মৃত দুই সৈনিক
প্রবল বৃষ্টির মধ্যেই জঙ্গিদের খোঁজ, হড়পা বানে ভেসে গিয়ে মৃত দুই সৈনিক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির মধ্যেই এলাকায় টহল দিচ্ছিলেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের কর্তব্যে গাফিলতি করেননি। কিন্তু নিজেদের কাজ Read more