‘ও শুধু মোদিকে আর ইটালিকে ভালোবাসে’, এবার ওয়েইসির তির রাহুলকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী শুধু দুটো জিনিস ভালোবাসেন। এক ইটালি। দুই নরেন্দ্র মোদি। বক্তা, নিজেকে প্রবল মোদি বিরোধী হিসাবে দাবি করা আসাদউদ্দিন ওয়েইসি। কংগ্রেস নেতাকে কটাক্ষের তিরে বিঁধে ওয়েইসি বলছেন, ‘রাহুলের উচিত এবার বিয়ে করে নেওয়া। ৫০ তো পেরিয়ে গেছে।’
তেলেঙ্গানার ভোট যত এগিয়ে আসছে ওয়েইসির সঙ্গে কংগ্রেসের তিক্ততা যেন ততই বাড়ছে। আসলে হায়দরাবাদের সাংসদের গড়েই এবার তাঁকে প্রবল চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে কংগ্রেস। তেলেঙ্গানার শাসকদল বিআরএসের সঙ্গে সমঝোতা নিয়ে প্রায় নিয়মিত ওয়েইসিকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। দিন দুই আগেই তেলেঙ্গানায় গিয়ে রাহুল বলে এসেছিলেন, ‘নরেন্দ্র মোদির দুজন বন্ধু। একজন কেসিআর, আরেকজন আসাদউদ্দিন ওয়েইসি।’ বস্তুত কংগ্রেস নেতা ইঙ্গিত করেছেন তেলেঙ্গানায় বিজেপি, বিআরএস এবং AIMIM-এর অঘোষিত সমঝোতার দিকে।
[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]
যার জবাবে কংগ্রেস নেতাকে আরও কড়া ভাষায় কটাক্ষ করলেন ওয়েইসি। তিনি বলছেন,”রাহুল গান্ধীর ভালোবাসার জায়গা মাত্র দুটি। এক ইটালি। কারণ ওটা ওর মায়ের জন্মভূমি। আর দুই নরেন্দ্র মোদি, কারণ নরেন্দ্র মোদিই ওকে শক্তি যোগায়।” এর পর সরাসরি রাহুলকে বিঁধে ওয়েইসির আহ্বান,”আপনাকে আমি বলব, এবার বিয়ে করে নিন। বয়স তো ৫০ বছর পেরিয়ে গেল।”
[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]
বস্তুত ওয়েইসির গড় পুরাতন হায়দরাবাদের ফলাফলের উপর অনেকটা নির্ভর করছে তেলেঙ্গানার ভোটের ভাগ্য। কেসিআরের সঙ্গী হয়ে বৃহত্তর হায়দরাবাদের বেশিরভাগ আসনে লড়ছেন ওয়েইসি। কেসিআরকে সিংহাসন থেকে সরাতে ওই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাবা বসাতেই হবে কংগ্রেসকে। রাহুলও সেই চেষ্টাই করেছেন। আর তাতেই যত বিবাদ।

Source: Sangbad Pratidin

Related News
গেহলটে ভরসা নেই, শচীন পাইলটকেই মুখ্যমন্ত্রীর মুখ করে রাজস্থানে ঝাঁপাতে চায় কংগ্রেস!
গেহলটে ভরসা নেই, শচীন পাইলটকেই মুখ্যমন্ত্রীর মুখ করে রাজস্থানে ঝাঁপাতে চায় কংগ্রেস!

বুদ্ধদেব সেনগুপ্ত: কেন্দ্রে আট বছর ক্ষমতার বাইরে। দুই রাজ্যে টিমটিম করে চলছে সরকার। এই পরিস্থিতিতে চরম আর্থিক সংকটে কংগ্রেস (Congress)। Read more

নকশা বোনায় অসামান্য কৃতিত্ব, জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার ‘তন্তুজ’, প্রাপক আরও ৭ তাঁতশিল্পী
নকশা বোনায় অসামান্য কৃতিত্ব, জাতীয় পুরস্কার পাচ্ছে বাংলার ‘তন্তুজ’, প্রাপক আরও ৭ তাঁতশিল্পী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার শাড়ি, বাংলার তাঁত, বাংলার নকশা। সেই নকশার খ্যাতি ভারত ছাড়িয়ে বিশ্বজোড়া। আর এবার সেই খ্যাতিরই Read more

সিনেমা ‘পোস্ত’র গল্প বাস্তবে! সন্তানকে কাছে পেতে বাবা-মা’র বিরুদ্ধে আদালতে মেয়ে
সিনেমা ‘পোস্ত’র গল্প বাস্তবে! সন্তানকে কাছে পেতে বাবা-মা’র বিরুদ্ধে আদালতে মেয়ে

রাহুল রায়: ঠিক যেন পর্দার ‘পোস্ত’-র অ্যাকশন প্লে। রিয়েল লাইফে। বছর পাঁচেক আগে মুক্তি পেয়েছিল বাংলা সিনেমা ‘পোস্ত’। সাত বছরের Read more

গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে ঋতুপর্ণা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে ঋতুপর্ণা, ছবি দেখে কী প্রতিক্রিয়া নেটিজেনদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরমকে টেক্কা দিতে সুইমিং পুলে নেমে পড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কিন্তু সেখানে আবার নিজে উষ্ণতা Read more

কানাডায় তরুণদের মধ্যে বাড়ছে বিস্মৃতির অসুখ! অজানা রোগের প্রকোপে বাড়ছে আতঙ্ক
কানাডায় তরুণদের মধ্যে বাড়ছে বিস্মৃতির অসুখ! অজানা রোগের প্রকোপে বাড়ছে আতঙ্ক

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে চাবি দিয়ে অফিসে গিয়েছেন। চাবিটা নির্দিষ্ট জায়গায় রেখেছেনও। অথচ কিছু সময় পরেই আর মনে করতে Read more

১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন, ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি
১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন, ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশনায়কের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনকে স্মরণীয় করে রাখতে একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্র, রাজ্য। এছাড়া এ বছর Read more