গোবিন্দ রায়: বিচারকদের সভায় এসে সততার প্রশ্নে বিচারপতির ঔদ্ধত্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এস পি তালুকদার। শুধু তাই নয়, বিচারপতি বা বিচারক তো সৎ-ই হবেন, তাঁদের লেবেল লাগানো ‘দুর্ভাগ্যজনক’ বলে সওয়াল সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি দীপঙ্কর দত্তর। কিন্তু দীর্ঘ এই অনুষ্ঠানে একবারের জন্য কারও নাম উল্লেখ করেননি দুই বিচারপতির কেউই। যদিও আইনজীবী মহলে প্রশ্ন উঠেছে, নাম না করেই কি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Abhijit Gangopadhyay) খোঁচা দেওয়া হল?
শনিবার কলকাতার জাতীয় গ্রন্থাগারের ভাষাভবনে অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান। এই সংগঠনটি জেলা বিচার বিভাগের বিচারকদের অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত। সম্মাননীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আমন্ত্রিত ছিলেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি এস পি তালুকদারও।
[আরও পড়ুন: খাস ক্যানিংয়েই শওকত মোল্লার পোস্টারে কালি, ছেঁড়া হল ব্যানার, কাঠগড়ায় ISF]
সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে বিচারক বা বিচারপতিদের সততার প্রসঙ্গ। তখনই বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “বিচারপতি সৎ হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যেভাবে এই বিচারপতি ‘সৎ’, ওই বিচারপতি ‘অসৎ’ বলে লেবেল সেঁটে দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” শুধু বিচারপতি দত্তই নন, বিচারপতির সততার প্রসঙ্গে বলতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি এস পি তালুকদার আবার বলেন, “বিচারপতি সততার কথা বলে ঔদ্ধত্য দেখিয়ে ফেলছেন।”
সাম্প্রতিক একাধিক ইস্যুতে মামলা চলছে হাই কোর্টে। দুর্নীতি মামলায় একাধিক বিচারপতির এজলাসে ভর্ৎসিত হতে হয়েছে রাজ্যকে। এই সব মামলার তদন্ত করছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেখানেই কয়েকটি মামলার ক্ষেত্রে একাধিক বিচারপতি বা বিচারকের সততা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কখনও কখনও বিচারপতি বা বিচারকের সততা নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে অন্য বিচারপতিকেও। এদিন সে বিষয়ই উল্লেখ করেন বিচারপতি দত্ত ও অবসরপ্রাপ্ত বিচারপতি তালুকদার।
[আরও পড়ুন: শুভেন্দুর ‘দাদাগিরি’, থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার]
Source: Sangbad Pratidin