সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাসে ভরতুকি পেতে এবার দিতে হবে বায়োমেট্রিক তথ্য। তাও আবার চলতি বছর শেষ হওয়ার আগেই। অন্যথায় রান্নার এলপিজি সিলিন্ডারে আর মিলবে না ভরতুকি। একই নিয়ম প্রযোজ্য উজ্বলা যোজনার ক্ষেত্রেও। কেন্দ্রীয় সরকারের নয়া সিদ্ধান্ত ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে। কারণ, মোদি সরকারের তরফে এ নিয়ে কোনও জনস্বার্থমূলক প্রচার করা হয়নি। শুধুমাত্র কিছু ডিলারকে বিষয়টি জানানো হয়েছে। তাও আবার হোয়াটসঅ্যাপ মারফত।
জানানো হয়েছে, সমস্ত গ্রাহকের আধার যাচাই করে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করতে হবে গ্যাস ডিলারদের। সেই যাচাইয়ের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে বলে খবর। ৩১ ডিসেম্বরের মধ্যে সারতে হবে পুরো প্রক্রিয়া। এত কম সময়ের মধ্যে কীভাবে এত গ্রাহকের তথ্য যাচাই সম্পূর্ণ হবে, তা নিয়ে চিন্তায় ডিলাররা। কারণ. গ্রাহকদের জন্য কেন্দ্রের তরফে কোনও জনস্বার্থমূলক প্রচার করা হয়নি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin