শুটআউটে নিহত ভিকি যাদবের ‘ঘনিষ্ঠে’র রহস্যমৃত্যু, ‘আমি খুনে যুক্ত নই’, উদ্ধার সুইসাইড নোট

অর্ণব দাস, বারাকপুর: ধরপাকড়ের মাঝেই ভিকি যাদব খুনের ঘটনায় নয়া মোড়। তৃণমূল কর্মীর ‘ঘনিষ্ঠে’র রহস্যমৃত্যু। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বছর বাইশের ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। সেটির সূত্র ধরে শুরু তদন্ত।
মৃত বছর বাইশের হরেরাম সাউ। তিনি নিহত তৃণমূল কর্মী ভিকির ‘ঘনিষ্ঠ’ ছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে, ভিকির খুনের ঘটনার পর বারবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল ওই হরেরামকে। একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই সুইসাইড নোটে লেখা রয়েছে, “আমি ভিকি যাদব খুনের ব্যাপারে কিছুই জানি না। তোমাদের যদি মনে হয় আমি ভিকির খুনে যুক্ত তো ঠিক আছে, আমি ভিকি ভাইয়ার কাছেই যাচ্ছি। এই ঘটনার সঙ্গে আমি এবং আমার পরিবারের কেউই যুক্ত নয়। আমি তোমাকে মিস করছি ভিকি ভাইয়া। আমি আকাশ ভাইয়াকেও মিস করছি। আমিও তোমাদের কাছেই যাচ্ছি। ছোটু আমাকে তুই ভুল বুঝিস না। ছোটু আমার মাকে দেখিস।” সুইসাইড নোটের হাতের লেখা এবং বয়ান যাচাই করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ‘ভোটার তালিকায় নাম তুলুন রাজ্যে থাকা বাংলাদেশিরা’, বারাসতের তৃণমূল নেত্রীর মন্তব্যে বিতর্ক]
উল্লেখ্য, গত ২১ নভেম্বর সন্ধ্যায় জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পুরানি তালাব সংলগ্ন এলাকায় শুটআউটের ঘটনা ঘটে। নিজের বাড়ির সামনেই ঝাঁজরা হয়ে যান তৃণমূল কর্মী ভিকি যাদব। এই ঘটনার তদন্তে বারাকপুর কমিশনারেটের ডিসি (নর্থ) শ্রীহরি পাণ্ডের নেতৃত্বে একটি বিশেষ টিম তৈরি করা হয়। একাধিক এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
তদন্তকারীরা জানতে পারেন, চারজন ভাড়াটে খুনি এসেছিল। তারা প্রথমে মেঘনা মিল সংলগ্ন একটি ফাঁকা কোয়ার্টারে এসে ওঠে। সেখানে কিছুক্ষণ থাকার পর তাদের মধ্যে তিনজন বাইকে করে ঘটনাস্থলে পৌঁছে ভিকিকে খুন করে। দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় সেভেন এমএম এবং নাইন এমএম দুই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল বলেও জানতে পারে পুলিশ। ধরপাকড়ের মাঝে হরেরাম সাউয়ের দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: ফের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটলেন বিচারপতি সিনহা]

Source: Sangbad Pratidin

Related News
Coronavirus: সুস্থতার পথে আরও একধাপ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত তিরিশেরও কম
Coronavirus: সুস্থতার পথে আরও একধাপ, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত তিরিশেরও কম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিনদেশে করোনা নতুন করে চোখ রাঙালেও ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। স্বস্তিজনক বাংলার করোনা গ্রাফও। Read more

পুজোর আগে আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির Flipkart, জলের দরে পাবেন iPhone!
পুজোর আগে আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির Flipkart, জলের দরে পাবেন iPhone!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই পুরনো স্মার্টফোনটি বদলে ফেলার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য আদর্শ সময় ফ্লিপকার্টের বিগ বিলিয়ন Read more

সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ‘ধর্ষণ’, সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রি বিয়ে! কাঠগড়ায় TMC নেতা
সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে ‘ধর্ষণ’, সাদা কাগজে সই করিয়ে রেজিস্ট্রি বিয়ে! কাঠগড়ায় TMC নেতা

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার Read more

‘উত্তরবঙ্গ বঞ্চিত’ বললেই সামাজিক বয়কট! হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর
‘উত্তরবঙ্গ বঞ্চিত’ বললেই সামাজিক বয়কট! হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর

বিক্রম রায়, কোচবিহার: বিজেপি বারবার দাবি করেছে, উত্তরবঙ্গ বঞ্চিত। দক্ষিণবঙ্গ যা সুযোগ সুবিধা পায়, তা পায়নি উত্তরের বাসিন্দারা। ফলে উত্তরবঙ্গকে Read more

দলীপ ট্রফির ফাইনালে ব্যর্থ পূজারা-সূর্য, দাপট দেখালেন দক্ষিণাঞ্চলের বোলাররা
দলীপ ট্রফির ফাইনালে ব্যর্থ পূজারা-সূর্য, দাপট দেখালেন দক্ষিণাঞ্চলের বোলাররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীপ ট্রফির (Duleep Trophy)ফাইনালের দ্বিতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চল করেছে সাত উইকেটে ১২৯ রান। মন্দ আলোর জন্য Read more

হাসপাতালের বদলে সাপে কামড়ানো শিশুকে ঝাড়ফুঁক, রাজ্যে ফের কুসংস্কারের বলি ছাত্র
হাসপাতালের বদলে সাপে কামড়ানো শিশুকে ঝাড়ফুঁক, রাজ্যে ফের কুসংস্কারের বলি ছাত্র

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: হাসপাতালের বদলে সাপে কামড়ানো শিশুকে নিয়ে যাওয়া হল ওঝার কাছে। কুসংস্কারের বলি স্কুলছাত্র। দক্ষিণ ২৪ পরগনার Read more