জেলমুক্ত ৩৯ প্যালেস্তিনীয়, দর কষাকষির লড়াইয়ে ইজরায়েল-হামাস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দেড় মাস ধরে মধ্যপ্রাচ্যে চলতে থাকা রক্তক্ষয়ী সংঘাতে সাময়িক ছেদ পড়েছে। শুক্রবার থেকে হামাস ও ইজরায়েলর মধ্যে শুরু হয়েছে যুদ্ধবিরতি। এদিন একদিকে যেমন ২৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস, তেমনই শর্ত অনুযায়ী ৩৯ জেলবন্দি প্যালেস্তিনীয়কে মুক্তি দিল ইজরায়েল।  
বিবিসি সূত্রে খবর, ওয়েস্টব্যাঙ্কের (Westbank) বেইটুনিয়া চেকপয়েন্টে ২৪জন মহিলা ও ১৫জন কিশোরকে মুক্তি দেওয়া হয়েছে। ইজরায়েলের জেল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। আটক করা ৩০০জন মহিলা ও কিশোরদের মধ্যে ওই ৩৯ জনকে মুক্তি দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। কারাগার থেকে মুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই সকলের চোখেমুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। দীর্ঘ বন্দিদশা কাটিয়ে খোলা হাওয়ায় নিশ্বাস নিয়ে সকলেই আনন্দে মেতে উঠেছিলেন। জেল থেকে বেরিয়ে রাস্তায় প্যালেস্টাইনের পতাকাও ওড়াতে দেখা যায় তাঁদের। 
এদিকে, জেল থেকে ছাড়া পাওয়া মানুষদের স্বাগত জানাতে ভিড় জমিয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যেই মহম্মদ খাতিব নামে এক ব্যক্তি বিবিসিকে বলেন, “এই যুদ্ধবিরতি সকল প্যালেস্তিনীয় ও ইজরায়েলিদের জন্য আশার আলো। আগামিদিনেও যেন এই শান্তি বজায় থাকে এবং মৃত্যুমিছিল বন্ধ হয়।” 
[আরও পড়ুন: নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ড রদে আর্জি ভারতের, পুনর্বিবেচনার সিদ্ধান্ত কাতারের] 
উল্লেখ্য, গত বুধবার সকালে ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের (Hamas) প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তবে তখন জানানো হয়নি কবে থেকে যুদ্ধবিরতি হবে। পরে জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি। লড়াই থামতেই শুরু হয়েছে পণবন্দিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া।
তবে এই যুদ্ধবিরতি যে নিতান্তই সাময়িক তা স্পষ্ট হয়ে গিয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কথায়। তিনি সাফ জানিয়েছেন, সাময়িক ভাবে লড়াই থেমেছে। চারদিন পরেই ফের গাজায় আক্রমণ চালাবে ইজরায়েলি সেনা। সংঘর্ষবিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও। শুক্রবার যুদ্ধবিরতির আগেও লড়াই চলেছে পুরোদমে। ইজরায়েলি বিমানগুলো অন্তত ৩০০টি লক্ষ্যে আঘাত হেনেছে। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এই হামলার কথা জানা গিয়েছে।
[আরও পড়ুন: স্কুলের বাইরে ছুরি হাতে তাণ্ডব ‘শরণার্থী’র, আহত ৫, প্রতিবাদে রণক্ষেত্র ডাবলিন] 

Source: Sangbad Pratidin

Related News
লাগাতার হুমকি দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ! ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে ‘আত্মঘাতী’ হুগলির বিজেপি নেতা
লাগাতার হুমকি দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ! ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে ‘আত্মঘাতী’ হুগলির বিজেপি নেতা

দিব্যেন্দু মজুমদার, হুগলি: স্থানীয় ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে আত্মঘাতী বিজেপি কার্যকর্তা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য চুঁচুড়ায়। Read more

‘নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে’, ফের কেন্দ্রের কাছে জোরাল দাবি মমতার
‘নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে’, ফের কেন্দ্রের কাছে জোরাল দাবি মমতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্রেফ দেখনদারি নয়। নেতাজিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে তাঁর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করতে হবে। ফের Read more

তরুণীকে বেধড়ক মার বাবার! বিছানা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, তীব্র চাঞ্চল্য ধূপগুড়িতে
তরুণীকে বেধড়ক মার বাবার! বিছানা থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, তীব্র চাঞ্চল্য ধূপগুড়িতে

শান্তনু কর, জলপাইগুড়ি: বাবার মারে জেরে মৃত্যু হয়েছে তরুণীর। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ির মল্লিকশোভা Read more

Panchayat Election 2023: পঞ্চায়েতে দ্বিগুণ হল বিজেপির সংখ্যালঘু প্রার্থী! গুরুত্ব দিচ্ছে না তৃণমূল
Panchayat Election 2023: পঞ্চায়েতে দ্বিগুণ হল বিজেপির সংখ্যালঘু প্রার্থী! গুরুত্ব দিচ্ছে না তৃণমূল

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সংখ্যালঘু এলাকায় বড়সড় সাফল্য দাবি করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, এবারের পঞ্চায়েত নির্বাচনে Read more

সাফ কাপের শুরুতেই হ্যাটট্রিক সুনীলের, পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
সাফ কাপের শুরুতেই হ্যাটট্রিক সুনীলের, পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

ভারত: ৪ (সুনীল পেনাল্টি-সহ ৩, উদান্ত) পাকিস্তান: ০ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার দিন আগেই ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতেছে Read more

খলিস্তানিদের মদত দিলেও হামাসের নিন্দা! ট্রুডোর দ্বিচারিতায় সরব নেটিজেনরা
খলিস্তানিদের মদত দিলেও হামাসের নিন্দা! ট্রুডোর দ্বিচারিতায় সরব নেটিজেনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানিদের মদত দিলেও হামাসের নিন্দায় সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁর এই দ্বিচারিতা নিয়েই সরব Read more