টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলানোর দাবি জানালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মহাতারকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ১০ নভেম্বর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। জাতীয় দলের হয়ে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এর পর থেকে দুই মহাতারকাকে ২০ ওভারের ফরম্যাট খেলতে দেখা যায়নি। একাধিক ক্রিকেট পণ্ডিতের দাবি, ২০২৪ সালের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকার খেলার কোনও সম্ভাবনাই নেই। যেহেতু হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গত বছর ধরে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করছেন। ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন। যদিও ওয়াসিম আক্রমের (Wasim Akram) দাবি, রোহিতের হাতেই টি-টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত। একইসঙ্গে ২০ ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
‘সুলতান অফ সুইং’ বলেছেন, “রোহিত ও বিরাটের মতো অভিজ্ঞ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া ভারতের পক্ষে সম্ভব নয়। আর তাই দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত। জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। ও কতবড় অধিনায়ক এবং ব্যাটার সেটা এবারের ৫০ ওভারের বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে। তাই রোহিতকে দলে রাখতেই হবে।”
[আরও পড়ুন: ভারতীয় টেলিভিশনের ইতিহাসে রেকর্ড! কাপযুদ্ধের ফাইনালের সাক্ষী ৩০ কোটি দর্শক]
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে দলে রাখার বিষয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক যোগ করেছেন, “বিরাট সব ফরম্যাটে সফল। ফিটনেস নিয়ে নতুন ভাবে কিছুই বলতে হবে না। কতটা ফিট এবং ওর মধ্যে কতটা রানের খিদে রয়েছে সেটা বিশ্বকাপেই আমরা দেখেছি। আর তাই এই মুহূর্তে দলের সেরা ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলিয়ে দেওয়া উচিত।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৩ বলে ১১৮। গড় ৩১.৩২। ১৩৯.২৪ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান। অন্যদিকে বিরাটও এই ফরম্যাটে বছরের পর বছর ধরে একাধিক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। সর্বোচ্চ আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১২২ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান। এহেন বিরাট ও রোহিতকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যায় কিনা সেটাই দেখার।
[আরও পড়ুন: Gautam Gambhir: কীসের তিক্ততা! নিজের প্রিয় ব্যাটিং সঙ্গী হিসেবে ‘শত্রু’কেই বেছে নিলেন গম্ভীর]

Source: Sangbad Pratidin

Related News
মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন হাসিনার, উত্তরসূরিদের জন্য ঘোষণা ছাত্রবৃত্তির
মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন হাসিনার, উত্তরসূরিদের জন্য ঘোষণা ছাত্রবৃত্তির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সেই আত্মত্যাগ Read more

রাস্তায় ঝাঁপ দিয়ে অভিষেকের কনভয় আটকানোর চেষ্টা, ঘাটালে সাসপেন্ড TMC নেতা
রাস্তায় ঝাঁপ দিয়ে অভিষেকের কনভয় আটকানোর চেষ্টা, ঘাটালে সাসপেন্ড TMC নেতা

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে কনভয় আটকানোর চেষ্টা। প্রকাশ্যেই দলের নেতার বিরুদ্ধে বিষোদগার। একের পর এক Read more

সামরিক আদালতেই ইমরানের বিচার, ইঙ্গিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
সামরিক আদালতেই ইমরানের বিচার, ইঙ্গিত পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামরিক আদালতে বিচার হতে পারে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan)। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা Read more

‘মন্দিরে নাকি টাকা নষ্ট হয় এখন কেন যাচ্ছ?’, কেদারনাথ দর্শনে গিয়ে কটাক্ষের মুখে অক্ষয়
‘মন্দিরে নাকি টাকা নষ্ট হয় এখন কেন যাচ্ছ?’, কেদারনাথ দর্শনে গিয়ে কটাক্ষের মুখে অক্ষয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথ দর্শনে গিয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। তাতেই কটাক্ষের মুখে পড়লেন। অভিনেতার পুরনো ভিডিও শেয়ার করে Read more

জ্বলছে শ্রীলঙ্কা! প্রাণভয়ে নৌসেনার ছাউনিতে আশ্রয় সপরিবার রাজাপক্ষের
জ্বলছে শ্রীলঙ্কা! প্রাণভয়ে নৌসেনার ছাউনিতে আশ্রয় সপরিবার রাজাপক্ষের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কার (Sri Lanka) আমজনতা। জনরোষের মুখে পড়ে এবার দেশের নৌসেনা ছাউনিতে Read more

আজ হারলেই বিদায়, বসুন্ধরা যুদ্ধের আগে সন্দেশ-ধোঁয়াশা মোহনবাগানে
আজ হারলেই বিদায়, বসুন্ধরা যুদ্ধের আগে সন্দেশ-ধোঁয়াশা মোহনবাগানে

স্টাফ রিপোর্টার: মূল রাউন্ডে গ্রুপ ম্যাচ খেলার আগে মোহনবাগান (ATK Mohun Bagan FC) কোচ ফেরান্দো বুঝতেই পারেননি, একটা ম্যাচ খেলতে Read more