যুদ্ধবিরতি শুরু হতেই রকেট হামলার ছক হামাসের! সতর্কবার্তা ইজরায়েলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েল-হামাস সংঘর্ষে প্রথমবার যুদ্ধবিরতি। কিন্তু ১৫ মিনিটের মধ্যেই ফের গাজায় শোনা গেল সাইরেনের আওয়াজ। ইজরায়েলের (Israel) প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সাফ হুঁশিয়ারি দিয়ে জানান, হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি শেষ হলেই অন্তত দুমাস ধরে চলবে সামরিক অভিযান। জানা গিয়েছে, এই চারদিনের মধ্যেই হামাসের দখল থেকে মুক্তি দেওয়া হবে ইজরায়েলি পণবন্দিদের।
বুধবার সকালে ইজরায়েলের ক্যাবিনেটে ভোটাভুটির মাধ্যমে ঠিক হয় ৫০ জন পণবন্দিকে মুক্তি দেওয়ার হামাসের (Hamas) প্রস্তাব মেনে চার দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। তার পরেই জানানো হয়, শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে যুদ্ধবিরতি। ওইদিনই সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ১৩ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। একই পরিবারের সদস্য শিশু ও মহিলাদের ছেড়ে দেওয়া হবে বলে মধ্যস্থতাকারী কাতারের বিদেশমন্ত্রক সূত্রে খবর। চারদিনেই মুক্তি দেওয়া হবে ৫০ পণবন্দিকে। 
[আরও পড়ুন: নৌসেনা কর্মীদের মৃত্যুদণ্ড রদে আর্জি ভারতের, পুনর্বিবেচনার সিদ্ধান্ত কাতারের]
এছাড়া ইজরায়েলের জেলে বন্দি থাকা প্যালেস্টাইনিদেরও ছেড়ে দেওয়া হবে। যদিও কাদের মুক্তি দেবে ইজরায়েল, তার বিস্তারিত বিবরণ জানা যায়নি। শুক্রবার যুদ্ধবিরতি শুরুর পরেই গাজা (Gaza) সংলগ্ন দুটি ইজরায়েলি গ্রামে বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন। দুই গ্রামে রকেট হামলার পরিকল্পনা করছে হামাস, সেরকমই আশঙ্কা ইজরায়েলের। সংঘর্ষবিরতির আগে হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, পালটা এমন অভিযোগ এনেছে হামাস।
সংঘর্ষবিরতি শুরুর পরেই পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। গ্যালান্ট সাফ বলেন, হামাসের সঙ্গে এই সাময়িক যুদ্ধবিরতি কেটে যাক, তার পর ফের শুরু হবে ইজরায়েলের অভিযান। অন্তত আরও দুমাস অভিযান চালাবে ইজরায়েলের সেনা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইজরায়েলি সেনা আবার সংঘর্ষের জন্য নিজেদের তৈরি করে নেবে, মত গ্যালান্টের।
[আরও পড়ুন: স্কুলের বাইরে ছুরি হাতে তাণ্ডব ‘শরণার্থী’র, আহত ৫, প্রতিবাদে রণক্ষেত্র ডাবলিন]

Source: Sangbad Pratidin

Related News
পুরুলিয়ার ডাকাতিতে বিহার-উত্তরপ্রদেশ যোগ! ক্রেতা সেজে দোকানে গয়না বুকিং করেছিল দুষ্কৃতীরা
পুরুলিয়ার ডাকাতিতে বিহার-উত্তরপ্রদেশ যোগ! ক্রেতা সেজে দোকানে গয়না বুকিং করেছিল দুষ্কৃতীরা

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: শহর পুরুলিয়ায় সোনার বিপণিতে ডাকাতির ঘটনায় বিহার বা উত্তরপ্রদেশের যোগ থাকতে পারে। তবে ঝাড়খন্ডের বোকারোতে এই ডাকাতির Read more

ICC World Cup 2023: গাজা নিয়ে বিতর্কিত পোস্ট করেও রেহাই রিজওয়ানের, কেন?
ICC World Cup 2023: গাজা নিয়ে বিতর্কিত পোস্ট করেও রেহাই রিজওয়ানের, কেন?

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়িয়ে বিতর্কিত টুইট করেছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপে (ICC World Cup Read more

সাইন ল্যাঙ্গোয়েজে কথোপকথনে সমস্যা, কর্মসূচি বাতিল মূক-বধিররা, ছুটে এলেন জেলাশাসক
সাইন ল্যাঙ্গোয়েজে কথোপকথনে সমস্যা, কর্মসূচি বাতিল মূক-বধিররা, ছুটে এলেন জেলাশাসক

শেখর চন্দ্র, আসানসোল: আইন, আদালত, থানা, পুলিশ, হাসপাতাল, কোনও সরকারি অফিসে মূক ও বধিরদের ভাষায় কথোপকথনের জন্য দোভাষীর অভাব। তাই Read more

‘বুদ্ধ লাইন’ খারিজ আলিমুদ্দিনের, সুশান্ত ঘোষের পদপ্রাপ্তিতে অসন্তুষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী
‘বুদ্ধ লাইন’ খারিজ আলিমুদ্দিনের, সুশান্ত ঘোষের পদপ্রাপ্তিতে অসন্তুষ্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী

বুদ্ধদেব সেনগুপ্ত: ‘পদ্মবিভূষণ’ বিতর্কের পর সুশান্ত ঘোষ। বুদ্ধদেব ভট্টাচার্যর অসম্মতি সত্ত্বেও পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদে উত্তরণ। বারবার খারিজ হচ্ছে Read more

চাকদহ নাট্যজনের নাট্যোৎসব বাতিল, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে নাটক করার খেসারত!
চাকদহ নাট্যজনের নাট্যোৎসব বাতিল, সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থানে নাটক করার খেসারত!

সুবীর দাস, কল্যাণী: সরকারি কর্মচারীদের প্রাপ্য মহার্ঘ ভাতার দাবিতে অবস্থান আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সম্প্রতি সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান Read more

টালার পাইপ ফেটে অকাল বন্যা! প্রায় ৫ ঘণ্টা নির্জলা কলকাতার বিস্তীর্ণ এলাকা
টালার পাইপ ফেটে অকাল বন্যা! প্রায় ৫ ঘণ্টা নির্জলা কলকাতার বিস্তীর্ণ এলাকা

অভিরূপ দাস: ফাল্গুনে রাজপথ ভাসল জলের তোড়ে। বৃষ্টি নয়। শনিবার সকাল ১০টা কুড়ি নাগাদ আচমকাই টালা ট্যাঙ্কের ২০ ইঞ্চি ব‌্যাসার্ধের Read more