রাতভর বন্ধ থাকার পর ফের শুরুর মুখে উদ্ধারকাজ, আজই কি মুক্তি উত্তরকাশীর শ্রমিকদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও সূর্যের আলো দেখতে পেলেন না উত্তরকাশীর (Uttar Kashi) সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে উদ্ধারকাজ। কারণ মাটি কাটার যন্ত্রটি আচমকা বিকল হয়ে যায়। এছাড়াও যন্ত্রটি যে পাটাতনের উপর রাখা হয়েছিল সেটিও ভাঙতে শুরু করে। তবে শুক্রবার সকালে ফের শুরু হবে উদ্ধারকাজ। কিন্তু শ্রমিকদের কবে উদ্ধার করা যাবে, সেই নিয়ে কিছুই জানা যায়নি। উদ্ধারকারীদের মতে, তাড়াহুড়ো করলে বিপদ আরও বাড়তে পারে।
প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে জানান, বৃহস্পতিবার রাতে মূলত দুটি কাজ করতে হয়েছে উদ্ধারকারীদের। যে পাটাতনের উপর মাটি কাটার যন্ত্র রাখা হবে সেটি সারিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও যন্ত্রের মুখে পাথর জমে গিয়েছিল। সেগুলো কেটে সরিয়ে নেওয়া হয়েছে। তার জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উদ্ধারকাজ। তবে সামনের ৫ মিটারে কোনও ধাতব বস্তু নেই বলেই অনুমান। ফলে মাটি কেটে ফেলতে কোনও সমস্যা হবে না।
[আরও পড়ুন: ‘রহস্যজনক’ নিউমোনিয়া কি করোনার মতোই ভয়ংকর? মুখ খুলল চিন]
ভাস্কর আরও জানান, শুক্রবার সকাল এগারোটা বা সাড়ে এগারোটা নাগাদ আবার খননকাজ শুরু হবে। তাঁর অনুমান, শুক্রবারই বের করে আনা যাবে ১৩ দিন ধরে আটকে পড়া শ্রমিকদের। তবে কতক্ষণ পরে মুক্তি পাবেন তাঁরা, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, বৃহস্পতিবারই শ্রমিকদের বের করে আনা হবে বলে জানা গিয়েছিল। কিন্তু এখনও সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন তাঁরা। প্রসঙ্গত, ৪৬.৮ মিটার পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছে বলে খবর। ৫৭ মিটার পর্যন্ত পৌঁছলেই উদ্ধার করা যাবে শ্রমিকদের।
প্রসঙ্গত, উত্তরকাশীর সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল ওই সুড়ঙ্গটি। টানেলটি সাড়ে চার কিলোমিটার লম্বা। তারই মধ্যে ১৫০ মিটার লম্বা এলাকা জুড়ে আচমকাই ধস নামে। আটকে পড়েন ৪১ শ্রমিক। তাঁদের মধ্যে বাংলারও তিনজন রয়েছেন। 
[আরও পড়ুন: ‘ভারতের অসহযোগিতা’, পাকাপাকিভাবে বন্ধ দিল্লির আফগান দূতাবাস]

Source: Sangbad Pratidin

Related News
হাসপাতালে ভরতি সৌরিতি বন্দ্যোপাধ্যায়, হঠাৎ কী হল ‘টুম্পা অটোওয়ালা’ ধারাবাহিকের অভিনেত্রীর?
হাসপাতালে ভরতি সৌরিতি বন্দ্যোপাধ্যায়, হঠাৎ কী হল ‘টুম্পা অটোওয়ালা’ ধারাবাহিকের অভিনেত্রীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই অসুস্থ টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌরিতি বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার তাঁকে ভরতি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালে। তা Read more

ছিল ফ্লাইওভার, হল মনুমেন্ট! বেঙ্গালুরুর ‘হযবরল’য় হেসে খুন নেটিজেনরা, ব্যাপারটা কী?
ছিল ফ্লাইওভার, হল মনুমেন্ট! বেঙ্গালুরুর ‘হযবরল’য় হেসে খুন নেটিজেনরা, ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লাইওভার তৈরি হচ্ছিল বহুদিন ধরেই। কিন্তু কিছুতেই তা আর সম্পূর্ণ হয় না। ভারতের মতো দেশে এমন Read more

স্টেডিয়ামে ৭৫% দর্শক, রাজ্যের ঘোষণায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ নিয়ে আশাবাদী CAB
স্টেডিয়ামে ৭৫% দর্শক, রাজ্যের ঘোষণায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ নিয়ে আশাবাদী CAB

স্টাফ রিপোর্টার: স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক রাখা যাবে। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় এই খবর। যা শোনার Read more

পরপর টুর্নামেন্টে সাফল্য, ফিফা ক্রমতালিকার প্রথম ১০০ নম্বরে উঠল ভারত
পরপর টুর্নামেন্টে সাফল্য, ফিফা ক্রমতালিকার প্রথম ১০০ নম্বরে উঠল ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup) জিতেছে ভারত। সাফ কাপের সেমিফাইনালেও উঠেছে ইগর স্টিমাচের (Igor Stimac) দল। কোনও Read more

‘নূপুর শর্মার মন্তব্যের জন্য আমি ওঁকে সমর্থনই করি’, বিতর্ক উসকে মন্তব্য রাজ ঠাকরের
‘নূপুর শর্মার মন্তব্যের জন্য আমি ওঁকে সমর্থনই করি’, বিতর্ক উসকে মন্তব্য রাজ ঠাকরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই লাগাতার হুমকির মুখে পড়তে হয়েছে নূপুর শর্মাকে (Nupur Sharma)। Read more

ভালবাসাই ঈশ্বর…, ‘জাত-ধর্মহীন শংসাপত্র’ পেল সাড়ে তিন বছরের খুদে
ভালবাসাই ঈশ্বর…, ‘জাত-ধর্মহীন শংসাপত্র’ পেল সাড়ে তিন বছরের খুদে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল হোক বা চাকরি কিংবা নাগরিক পরিচয়পত্র, সবখানে ব্যক্তির জাত ও ধর্মের উল্লেখ করতে হয়। এমনটাই Read more