Madan Mitra: মাতৃভাষা দিবসে শিক্ষক মদন মিত্র, ভাষা শিক্ষার সঙ্গে দিলেন রাজনীতির পাঠও

অর্ণব দাস, বারাসত: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নয়া ভূমিকায় ‘কামারাহাটির দামাল ছেলে’ মদন মিত্র (Madan Mitra)। রীতিমতো চক-ডাস্টার হাতে শিক্ষকতা করলেন তিনি। দক্ষিণেশ্বর মন্দির দর্শনে গিয়ে পড়ুয়াদের হাতেকলমে ভাষাশিক্ষা দিলেন বিধায়ক। তবে নিন্দুকেরা বলছেন, ভাষাশিক্ষার আড়ালে রাজনীতির পাঠদানও সেরে রাখলেন মদন মিত্র। সবমিলিয়ে এদিন ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক (TMC MLA)।
সোমবার সকালে দক্ষিণেশ্বর মন্দির দর্শনে গিয়েছিলেন বিধায়ক মদন মিত্র। ওই এলাকায় ব্রিজের নিচে একটি স্কুল চলে। এদিন সেখানেই উপস্থিত হয়েছিলেন মদন মিত্র। রীতিমতো শিক্ষকের মতো বোর্ডে লিখে লিখে পড়ুয়াদের ভাষা শিক্ষা দেন তিনি। কিন্তু সেই পাঠদানের সঙ্গে যুক্ত ছিল তীব্র রাজনৈতিক শ্লেষ।
[আরও পড়ুন: আনিসকাণ্ডে নিরপেক্ষ তদন্তে SIT গঠনের নির্দেশ, ‘দোষী হলে আমিও শাস্তি পাব’, বললেন মমতা]
দেখা যায়, এদিন খুদেদের পড়ানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তীব্র শ্লেষ করেন মদন। এদিন পড়ুয়াদের পদ্ম, কার্যকর, মণ্ডল শব্দের অর্থ ও ব্যবহার শেখান কামারহাটির বিধায়ক। তাঁর কথায়, “পদ্ম আমাদের জাতীয় ফুল। কিন্তু সেই উচ্চারণ করতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী অশ্লীল শব্দ উচ্চারণ করেন। আমাদের পড়ুয়ারা যাতে তা না শেখে সেই ব্যবস্থা করলাম।” একইসঙ্গে মণ্ডল আর কার্যকর শব্দের কীভাবে ভুল ব্যবহার করছে বিজেপি তাও তুলে ধরেন মদন মিত্র। উদ্ধৃত করেন বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানও।
 

এদিন কামারহাটির বিধায়ক বলেন, “বিজেপি বাংলা শব্দের ভুল ব্যবহার করছে। ভুল উচ্চারণ করছে। আমাদের পড়ুয়ারা যাতে তা না শেখে, এদিন সেই ব্যবস্থাই করলাম।” উল্লেখ্য, চলতি মাসে কামারহাটি পুরসভায় নির্বাচন। তার আগে প্রার্থীদের নিয়ে স্কুলে যাওয়া এবং পড়ুয়াদের জন্য স্কুলের ছাদের ব্যবস্থা করে দেওয়াকে নির্বাচনী বিধিভঙ্গ হিসেবেই গণ্য করছেন অনেকে। যদিও সেই অভিযোগ উড়িয়েছেন বিধায়ক। 
এবিষয়ে বিজেপির কলকাতা উত্তর শহরতলির জেলার নেতৃত্ব জয় সাহা বলেন, “পড়ুয়াদের ক্লাস নিয়ে অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করে তিনি নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। আর ছোট ছোট ছেলেমেয়েদের সামনে আমাদের রাজনৈতিক দলের নাম করে তিনি কটাক্ষ করেছেন। তিনি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে শিশু মনেই রাজনীতি ঢোকাচ্ছেন। এটা একেবারেই কাম্য নয়। নির্বাচন বিধি ভঙ্গ নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
[আরও পড়ুন: দাদার নজর এড়িয়ে হবু বউদির সঙ্গে প্রেম ও সহবাস, বিয়ের পরই শ্রীঘরে ভাই]

Source: Sangbad Pratidin

Related News
কেন বাপি লাহিড়ীর শেষকৃত্যে যোগ দেননি, জানালেন মিঠুন চক্রবর্তী
কেন বাপি লাহিড়ীর শেষকৃত্যে যোগ দেননি, জানালেন মিঠুন চক্রবর্তী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাপি লাহিড়ীর (Bappi Lahiri) গান, আর মিঠুন চক্রবর্তীর নাচ। এই ছিল আটের দশকের ব্লকবাস্টার জুটি। সেই জুটি Read more

বিছানায় দম্পতির দেহ, পাশে বিষের শিশি, জোড়ামৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুর
বিছানায় দম্পতির দেহ, পাশে বিষের শিশি, জোড়ামৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুর

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: সাত সকালেই দম্পতির রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার হল নিথর দেহ। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম Read more

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই রক্তারক্তি, মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ কংগ্রেস কর্মী
পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই রক্তারক্তি, মুর্শিদাবাদে দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ কংগ্রেস কর্মী

চন্দ্রজিৎ মজুমদার, কান্দি: পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই রক্তারক্তি কাণ্ড। গুলিতে প্রাণ গেল এক যুবকের। মুর্শিদাবাদের খড়গ্রামের মারগ্রাম গ্রাম Read more

নকল ‘ORS’-এ বাড়ছে বিপদ, প্যাকেট কেনার আগে ভাবুন, সতর্কবার্তা চিকিৎসকদের
নকল ‘ORS’-এ বাড়ছে বিপদ, প্যাকেট কেনার আগে ভাবুন, সতর্কবার্তা চিকিৎসকদের

অভিরূপ দাস: ORS নয়, মামুলি এনার্জি ড্রিঙ্ক! ‘রেডি টু ইট’, টেট্রা প্যাকেটের অধিকাংশ ORS-কে ওই তালিকাতেই ফেলছেন চিকিৎসকরা। কমা তো Read more

কোহলি-গম্ভীর ঝামেলা নিয়ে মন্তব্য করে বিপাকে বীরু, ‘পান মশলার বিজ্ঞাপনে কেন’, টুইটারে প্রশ্ন শেহওয়াগকে
কোহলি-গম্ভীর ঝামেলা নিয়ে মন্তব্য করে বিপাকে বীরু, ‘পান মশলার বিজ্ঞাপনে কেন’, টুইটারে প্রশ্ন শেহওয়াগকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ঝামেলা নিয়ে মন্তব্য করে বিপাকে বীরেন্দ্র শেহওয়াগ Read more

কীটনাশক মেশানো খাবার খাইয়ে ১১টি পথকুকুরকে ‘খুন’, গ্রেপ্তার দুই যুবক
কীটনাশক মেশানো খাবার খাইয়ে ১১টি পথকুকুরকে ‘খুন’, গ্রেপ্তার দুই যুবক

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: কীটনাশক মেশানো খাবার খাইয়ে এগারোটি পথকুকুরকে (Stray Dog) হত্যার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার Read more