IND vs AUS: রুদ্ধশ্বাস ম্যাচে ব্যাটে উত্তাপ ছড়ালেন সূর্য, অস্ট্রেলিয়াকে দুই উইকেটে হারাল টিম ইন্ডিয়া

অস্ট্রেলিয়া: ২০৮/৩ (জস ইংলিশ ১১০, স্টিভ স্মিথ ৫২, প্রসিদ্ধ কৃষ্ণা ১/৫০)
ভারত: ২০৯/৮ (সূর্য ৮০, ঈশান ৫৮, রিঙ্কু ২২*, তনবীর সঙ্ঘা ২/৪৭)
ভারত দুই উইকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে হার কোনও জয় দিয়ে মাপা সম্ভব নয়। তবে জয় তো সবসময় সুখের। আর সেটা যদিও অধিনায়কের ব্যাট থেকে আসে তাহলে তো ব্যাপারটা দারুণ হয়ে যায়। সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) বিস্ফোরক ৪২ বলে ৮০ রানের দাপটে অস্ট্রেলিয়াকে (Australia) চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া (Team India) উইকেটে হারিয়ে দিল। জলে গেল জস ইংলিশের (Jos Inglis) দাপুটে ১১০ রানের ইনিংস। একইসঙ্গে এই রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বড় রান চেজ করে জিতল ভারত। সেইজন্য অবশ্য রিঙ্কু সিং-এর (Rinku Singh) আলাদা প্রশংসা প্রাপ্য। কারণ প্রবল চাপের মুখে শেষ ওভারে ভারতের তিনজন আউট হলেও, রিঙ্কু ছক্কা মেরে জিতিয়ে দেন। অপরাজিত থাকেন ২২ রানে। ফলে ৮ উইকেটে ২০৯ রান তুলে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। 
বিশ্বকাপটা একেবারেই ভালো যায়নি। ৭ ম্যাচে রান মাত্র ১০৬। গড় ১৭,৬৬! সূর্য স্বভাবতই প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। এবং সেটাই স্বাভাবিক। কারণ কাপযুদ্ধের ফাইনালেও যে সূর্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন। তবে মাত্র চারদিন যেতেই একেবারে বদলে গেলেন সেই ‘স্কাই’! কারণ ফরম্যাট যে আর ৫০ ওভারের নয়! ২০ ওভারের। ‘বন্যেরা বনে সুন্দর’। ঠিক তেমনভাবেই টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্য। সেই ধারাবাহিকতা এবার বজায় রাখলেন টিম ইন্ডিয়ার এই ফরম্যাটের নতুন অধিনায়ক। করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৬তম অর্ধশতরান।
কিন্তু বাকিরা ধৈর্য দেখাতে পারলে চিত্রটা অন্যরকম হতেই পারত। যশস্বী জসওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। মুম্বইকর যশস্বীর ভুলে রান আউট হয়ে ফিরে যেতে বাধ্য হন রুতুরাজ। তাও আবার কোনও বল না খেলেই! সতীর্থকে রান আউট করালেও, নিজে বড় ইনিংস গড়তে পারলেন না যশস্বী। ৮ বলে ২১ রানে আউট হন। ফলে ২২ রানে ২ উইকেট হারায় ভারত। 
সেখান থেকে তৃতীয় উইকেটে ঈশান কিষানকে সঙ্গে নিয়ে ১১২ রান যোগ করে দেন সূর্য। দুজনের মারমুখী মেজাজ দেখে মনে হচ্ছিল, এত বড় রান চেজ করে ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। ঠিক সেই সময় অহেতুক মারতে গিয়ে ব্যক্তিগত ৩৯ বলে ৫৮ রানে ফিরে যান ঈশান। কিছুক্ষণ পর উইকেট ছুড়ে দেন তিলক বর্মা।  ১৫৪ রানে ভারতের ৪ উইকেট চলে যায়। তবে এতে সূর্যকে আটকে রাখা যায়নি। রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে এগোচ্ছিলেন। কিন্তু ৪২ বলে ৮০ রানে তাঁকে থামতে হয়। তবে এতে জয় পেতে বেগ পেতে হয়নি। বাকি কাজটা সারেন রিঙ্কু সিং। ১৪ বলে ২২ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটার। চাপের মুখে মারলেন ৪টি চার। 
টি-টিয়েন্টি ফরম্যাটে প্রথম শতরানের পর জস ইংলিশের সেলিব্রেশন। ছবি: টুইটার
বিশ্বকাপের ফাইনালটা ঠিক যেখানে শেষ করা হয়েছিল, ঠিক সেখান থেকেই যেন ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজটা শুরু করেছিল ষষ্ঠবারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়া। এবার বোলারদের রাতের ঘুম কেড়ে নিলেন জস ইংলিশ। টি-টোয়েন্টি ফরম্যাটে মারমুখী মেজাজে প্রথম শতরানের জন্য আলাদাভাবে নজর কাড়লেন এই তরুণ। ২২০.০০ স্ট্রাইক রেট বজায় রেখে ৫০ বলে ১১০ রান করে আউট হন জস ইংলিশ। বিস্ফোরক ইনিংসে মারলেন ১১টি চার ও ৮টি ছক্কা। জস ইংলিশকে যোগ্য সঙ্গত করেন বহু যুদ্ধের নায়ক স্টিভ স্মিথ। এই দুই অজি ব্যাটারের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তুলে দেয় অস্ট্রেলিয়া। কারণ অক্ষর প্যাটেল থেকে রবি বিষ্ণোই। প্রসিদ্ধ কৃষ্ণা থেকে মুকেশ কুমার। কেউই সুবিধা করতে পারেননি।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য। ৪.৪ ওভারের মাথায় ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে দেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। ৩১ রানে ১ উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় অজিরা। স্টিভ স্মিথ শুরু থেকে চালিয়ে ব্যাট করলেও, জশ ইংলিশ ক্রিজে আসতেই প্রাক্তন অধিনায়ক একটা দিক আগলে রেখে খেলতে শুরু করেন। 
তবে ইংলিশ শুরু থেকেই ছিলেন আগুনে মেজাজে। উইকেটের চারিদিকে মারতে শুরু করে দেন। এরইমধ্যে দুজন দ্বিতীয় উইকেটে তুলে দেন ১৩০ রান। যদিও স্মিথ অর্ধ শতরান পূরণ করতেই রান আউট হয়ে ফিরে যান। করেন ৪১ বলে ৫২ রান। মারলেন ৮টি চার। বাকিটা সময় জস ইংলিশ। ১৬.৪ ওভারের মাথায় ৪৭ বলে নিজের প্রথম শতরান সেরে ফেলেন তিনি। এর পর মারতে গিয়ে ১১০ রানে আউট হন অজি ব্যাটার। তাঁর উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। বকিটা সময় মার্কাস স্টোয়নিস ও স্টিভ ডেভিড শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন। ফলে অজিরা ৩ উইকেটে ২০৮ রান তুলে দেয়। সূর্যের উত্তাপের শেষ মুহূর্তে ম্যাচ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে চলে গেলেও, শেষ পর্যন্ত রিঙ্কুর দাপটে জয়ের মুখ দেখল ভারত। 

Source: Sangbad Pratidin

Related News
শেয়ার বাজারের নয়া নজির! সর্বকালীন রেকর্ড গড়ল Nifty
শেয়ার বাজারের নয়া নজির! সর্বকালীন রেকর্ড গড়ল Nifty

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত গতি ভারতের শেয়ার বাজারে। সমস্ত রেকর্ড ভেঙে নিফটি ৫০ পৌঁছল সর্বকালের সেরা ১৮ হাজার ৯১৬ Read more

মোটা হওয়ার ‘অপরাধ’, কাজে যোগ দেওয়ার ২ ঘণ্টার মধ্যে খোয়া গেল চাকরি
মোটা হওয়ার ‘অপরাধ’, কাজে যোগ দেওয়ার ২ ঘণ্টার মধ্যে খোয়া গেল চাকরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কাজে যোগ দেবেন বলে নিজের এলাকা থেকে ৩২০০ কিলোমিটার দূরের শহরে এসে ঘর ভাড়া নিয়ে Read more

স্তনের উপর ছড়িয়ে পড়ল সাদা আঠা, এবার আর পোশাক নয়, অন্য ভিডিও শেয়ার করলেন উরফি!
স্তনের উপর ছড়িয়ে পড়ল সাদা আঠা, এবার আর পোশাক নয়, অন্য ভিডিও শেয়ার করলেন উরফি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবতেই চমক দেন সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। কখনও পিৎজার পোশাক, কখনও স্তনের উপর লাল শিং। Read more

‘নেতাজির মূর্তি উন্মোচনে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
‘নেতাজির মূর্তি উন্মোচনে যথাযথভাবে আমন্ত্রণ জানানো হয়নি’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি উন্মোচন হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর ‘কর্তব্য পথে’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Read more

মারিওপোলের ‘সিংহশাবক’দের উদ্ধার জেলেনস্কির, তুরস্কের ‘বিশ্বাসঘাতকতা’য় ক্ষুব্ধ রাশিয়া
মারিওপোলের ‘সিংহশাবক’দের উদ্ধার জেলেনস্কির, তুরস্কের ‘বিশ্বাসঘাতকতা’য় ক্ষুব্ধ রাশিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা যেন ‘দ্য ৩০০’। থার্মোপিলাইয়ের যুদ্ধে যেভাবে পারস্য সম্রাট জেরেক্সাসের বিরাট সেনাকে রুখে দিয়েছিলেন স্পার্টার রাজা Read more

জন্মদিনের উৎসব ঘিরে বাংলাদেশের পৈতৃক ভিটেয় চলছে কবি সুকান্ত মেলা
জন্মদিনের উৎসব ঘিরে বাংলাদেশের পৈতৃক ভিটেয় চলছে কবি সুকান্ত মেলা

সুকুমার সরকার, ঢাকা: দেশের দক্ষিণ জনপদ জেলা গোপালগঞ্জের কোটালিপাড়া থানার পৈতৃক ভিটেয় ব্যাপক উৎসব আমেজের চলছে পাঁচদিনব্যাপী কবি ‘সুকান্ত মেলা।’ Read more