এসডিএফে মিশল ‘হামরো সিকিম’, পবন চামলিংয়ের দলে যোগ দিলেন বাইচুং

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: সিকিমের (Sikkim) রাজনীতিতে নয়া মোড়। লোকসভা নির্বাচনের আগে নিজের দল ‘হামরো সিকিম’ তুলে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে (SDF) যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। বৃহস্পতিবার দলে যোগ দিয়েই সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলেকে একহাত নিলেন বাইচুং ভুটিয়া। তিনি বলেন, “সিকিম ক্রান্তিকারী মোর্চাকে(এসকেএম) ক্ষমতায় এনে ভুল করেছে সিকিমের মানুষ। তিনি সিকিমের উন্নয়নে কোনও কাজ করছেন না।”
বৃহস্পতিবার রাবাংলার বারফুঙ এলাকায় নিজের বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের (Pawan Kumar Chamling) হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন বাইচুং। আর এদিনই তার তৈরি দল ‘হামরো সিকিম’ও মিলে গেল এসডিএফ দলে। আর তিনি যোগ দেওয়ার পরই এসডিএফ দল নতুন করে তৈরি হয়ে হল এসডিএফ ২.০। বাইচুং ভুটিয়ার সিকিমে এসডিএফ দলে যোগ দেওয়ার ফলে রাজনৈতিকমহলে জোর চর্চা শুরু হয়েছে।
[আরও পড়ুন: ফুলেছে পা, হাঁটার শক্তি নেই! জেলেই ফিজিওথেরাপির আর্জি পার্থর]
এদিন বাইচুং ভুটিয়া বলেন, “আমার খুব ভালো লাগছে এসডিএফ দলে যোগ দিয়ে। মানুষ দেখেছে এসকেএম কী কাজ করেছে। সেটা একটা বিপর্যয়। আমি ২০১৯ সালে চেষ্টা করেছিলাম, একটা পরিবর্তন আনার। সেটাও একটা আমাদের জন্য বড় বিপর্যয় ছিল। এসকেএমের সরকার মানুষের অধিকার ন্যায় ধ্বংস করেছে। তাই এখন সিকিমবাসী বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে। সেজন্য আমার মনে হয় এসডিএফ ২.০ খুব খুব প্রয়োজন ছিল ফেরত আসার জন্য। আমাকে কীভাবে ব্যবহার করবে তা এসডিএফ নেতৃত্ব ঠিক করবে। আমি সিকিমের উন্নয়নে কাজ করব। সামনে ২০২৪ সালের একটা কঠিন সময় রয়েছে। তারপর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। সেজন্য আমার মনে হয়, এসডিএফ একমাত্র দল যারা ন্যায় দেওয়াতে পারবে।”
[আরও পড়ুন: টাকা নিয়ে সংসদে প্রশ্ন: মহুয়া বিতর্কের পর বদলে গেল সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম!]
নিজের তৈরি রাজনৈতিক দলের ব্যার্থতা নিয়ে বলেন, “আমরা হামরো সিকিম নামে একটা রাজনৈতিক দল স্বচ্ছতার সঙ্গে শুরু করেছিলাম। খুব স্বচ্ছ ও যুব সমাজকে সামনে রেখে তৈরি করেছিলাম। কিন্তু মানুষ আমাদের সমর্থন করেনি। যখন মানুষ সমর্থন করে না, গ্রহণযোগ্যতা থাকে না তখন কী ফল হয় আপনারা দেখেছেন। আমরা এক শতাংশেরও কম ভোট পেয়েছিলাম। সেজন্য আমরা এদিন এসডিএফে যোগ দিলাম।”
দেখুন ভিডিও:

Source: Sangbad Pratidin

Related News
কিরণ খেরের বদলে চণ্ডীগড় লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী কঙ্গনা? জবাব দিলেন নায়িকা
কিরণ খেরের বদলে চণ্ডীগড় লোকসভা কেন্দ্রে BJP প্রার্থী কঙ্গনা? জবাব দিলেন নায়িকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি চণ্ডীগড়। ২০১৪ থেকে এই লোকসভা কেন্দ্রের সাংসদ কিরণ খের (Kirron Kher)। কিন্তু Read more

আর্থিক বৃদ্ধিতে দেশের নিরিখে এগিয়ে বাংলা, কেন্দ্রের নীতিতে ক্ষতি ৫২৩৪ কোটি, দাবি অমিত মিত্রের
আর্থিক বৃদ্ধিতে দেশের নিরিখে এগিয়ে বাংলা, কেন্দ্রের নীতিতে ক্ষতি ৫২৩৪ কোটি, দাবি অমিত মিত্রের

স্টাফ রিপোর্টার: আর্থিক বৃদ্ধিতে সারা দেশের নিরিখে এগিয়ে বাংলা। দেশের অর্থনীতি ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম অর্ধে ৬.৯৫ শতাংশ হারে উন্নতির Read more

পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সুপারহট অবতারে পাওলি দাম
পরনে শুধু সাদা শার্ট, গয়নার মাঝে সুস্পষ্ট বক্ষবিভাজিকা, সুপারহট অবতারে পাওলি দাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে শুধু সাদা শার্ট। উন্মুক্ত বক্ষবিভাজিকার উপর গয়নার দ্যুতি ঠিকরে পড়ছে। এভাবেই ক্যামেরার সামনে পোজ দিলেন Read more

টাকা-গয়না-ফ্রিজ নেওয়ার পরও বিয়েতে রাজি নন প্রেমিকা! পুলিশের দ্বারস্থ যুবক
টাকা-গয়না-ফ্রিজ নেওয়ার পরও বিয়েতে রাজি নন প্রেমিকা! পুলিশের দ্বারস্থ যুবক

চঞ্চল প্রধান, হলদিয়া: ব্র্যান্ডেড মোবাইল, সোনার গয়না থেকে নগদ টাকা – বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সবই নিয়েছিলেন যুবতী। হবু শ্বশুরবাড়িতে গিয়ে Read more

কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট, গড়বেন নয়া দল! সঙ্গী পিকে!
কংগ্রেস ছাড়তে চলেছেন শচীন পাইলট, গড়বেন নয়া দল! সঙ্গী পিকে!

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ভোটমুখী মরুরাজ্যে হাত শিবিরে প্রবল ঝড়। রাজস্থানে ভোটের আগে কংগ্রেসের (Congress) অভ্যন্তরে ঝড় থামাতে ময়দানে নামেন রাহুল Read more

কয়লা পাচার কাণ্ড: সিবিআইয়ের দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে হাজিরা শওকত মোল্লার
কয়লা পাচার কাণ্ড: সিবিআইয়ের দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে হাজিরা শওকত মোল্লার

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সিবিআই তলবে সাড়া। নিজাম প্যালেসে পৌঁছলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। কয়লা পাচার কাণ্ডের তদন্তের স্বার্থে তাঁকে তলব Read more