শান্তনু কর, জলপাইগুড়ি: রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনা। পাটবোঝাই লরি উলটে প্রাণ গেল দুজনের। জখম অবস্থায় আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে জলপাইগুড়ির ধূপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন ধারাইগুড়ি হিমঘরের কাছে জাতীয় সড়কে। কীভাবে লরিটি উলটে যায়, তা এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে ময়নাগুড়ির দিকে যাওয়ার পথে একটি পাটবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। বুধবার রাত ১১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। লরির চালক এবং খালাসিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যান। স্থানীয় সূত্রে খবর, পাটবোঝাই লরিটি পালটি খাওয়ার সময় গাড়িটির নিচে দুজন চাপা পড়ে যান। ঘটনাস্থলে এসে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। পুলিশ বাহিনী-সহ স্থানীয় বাসিন্দারা সহযোগিতায় পাট সরিয়ে গাড়িটিকে তোলার ব্যবস্থা করা হয়।
[আরও পড়ুন: করোনার পর এবার ‘রহস্যজনক’ নিউমোনিয়া! নয়া আতঙ্কে কাঁপছে চিন, সতর্ক করল WHO]
পুলিশ সূত্রে খবর, মৃত একজন বিষ্ণু ব্যাপারী (৩০), অপর জন মনা বালা (৪৫)। দুজনই এলাকার বাসিন্দা। ঝাল মুড়ি বিক্রি করতেন বিষ্ণু। এই দুর্ঘটনার জেরে ধূপগুড়ি-ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়ক কয়েক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। সাময়িক উত্তেজনা ছড়ায়। দমকল ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা তারর উপর চড়াও হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
[আরও পড়ুন: শিক্ষা থেকে স্বাস্থ্য, বাণিজ্য সম্মেলনে কোন খাতে কী পেল বাংলা?]
Source: Sangbad Pratidin