সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল ছিল ১৯ নভেম্বর। তার ঠিক চারদিন পর ২৩ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। অর্থাৎ যাদের হারিয়ে বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতল অজিরা, স্রেফ চারদিন সময়ের ব্যবধানে সেই ভারতের বিরুদ্ধেই ফের খেলতে হচ্ছে তাদের। বিশ্বকাপের পরও এই ঠাসা ক্রীড়াসূচি নিয়ে স্বাভাবিকভাবেই ক্ষোভ রয়েছে ক্রিকেটারদের মধ্যে। অজি তারকা মার্নস লাবুশানে সেই ক্ষোভ গোপন করলেন না।
তিনি প্রশ্ন তুলে দিলেন, বিশ্বকাপের পর চারদিনের মধ্যে সিরিজ কেন? কীভাবে খেলা সম্ভব? লাবুশানে বলছেন,”হিসাব মতো বিশ্বকাপ জেতার পরদিনই পরের সিরিজের জন্য প্রস্তুত হতে হচ্ছে ক্রিকেটারদের। ঠিকমতো আনন্দ করারও সময় পাওয়া যাচ্ছে না। ভাবতেই অবাক লাগছে বৃহস্পতিবার আরও একটা ম্যাচ। বুঝতে পারছি না, ওরা একদিনের ব্যবধানে কীভাবে খেলবে।” যদিও পরক্ষণেই লাবুশানে মেনে নিয়েছেন, বর্তমানে ক্রিকেট যে গতিতে এগোচ্ছে, তাতে এ ছাড়া আর উপায় নেই।
[আরও পড়ুন: চোখে নতুন করে সংক্রমণ, অভিষেককে দেখতে গেলেন মমতা]
উল্লেখ্য, ১৯ নভেম্বর ভারতকে হারিয়ে বিশ্বচ্যম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই চ্যাম্পিয়ন দলের আট সদস্য আবার বৃহস্পতিবারই নেমে পড়ছে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে টি-২০ সিরিজে। লাবুশানে অবশ্য এই টি-২০ দলে নেই। তিনি আবার মাঠে নামবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে। তবে সতীর্থদের নিয়ে উদ্বেগে রয়েছেন তিনি।
[আরও পড়ুন: রাজভবনে আটকে ২২ বিল, শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজ্যপালের বিরুদ্ধে ‘সরব’ স্পিকার]
টি-২০ সিরিজে ভারত অবশ্য সম্পূর্ণ নতুন দল খেলাচ্ছে। বিশ্বকাপ (ICC World Cup 2023) দলের মাত্র দুই সদস্য রয়েছেন এই দলে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপে একটা ম্যাচও না খেলা পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও দলে রয়েছেন। বাকিরা তরুণ। সেদিক থেকে দেখতে গেলে বিশ্বকাপের পর ভারত সিনিয়র সদস্যদের বিশ্রাম দিয়েছে। অস্ট্রেলিয়া পুরোপুরি সেই কাজটা করেনি।
Source: Sangbad Pratidin