সর্দি-কাশি লেগেই আছে? একবাটি স্যুপই চাঙ্গা কররা টনিক, জানুন রেসিপি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরে কিংবা গভীর রাতে উত্তরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে বেশ। গলার কাছটা খুসখুসে ভাব। সর্দি হবে হবে ব্যাপার। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র একবাটি ইষদুষ্ণ, হালকা স্যুপ। ডিনারে হোক বা ব্রেকফাস্টে, গরম গরম স্যুপ কিন্তু দারুণ সুস্বাদু। পেটও যেমন ভরবে, তেমনি মনও। সঙ্গে যদি থাকে পুষ্টিগুণ, তাহলে সোনায় সোহাগা। তাহলে ঝটপট জেনে ‘চাঙ্গায়নী সুধা’র রেসিপি।

পিপার সাওয়ার স্যুপ

উপকরণ-
মুরগির হাড়- আধ কেজি, মুরগির মাংস- আধ কেজি, চিনি- ২ টেবিল চামচ, লাল চিলি সস- ৫ টেবিল চামচ, চিংড়ি- আধ কাপ, কর্নফ্লাওয়ার- ৬ টেবিল চামচ, হাঁসের ডিম- ৬টি, কাঁচালঙ্কার ফালি- ৪টি, লেমন গ্রাস- ৮ টুকরো, চিকেন স্যুপের স্টক- ১২ কাপ, নুন স্বাদমতো, লেবুর রস- ৪ টেবিল চামচ।
প্রণালী-
মুরগির হাড় সেদ্ধ করে চিকেন স্যুপের স্টক ছেঁকে নিন। মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিন। চিংড়ি ছোট ছোট টুকরো করে নিন। ডিম অল্প ফেটিয়ে নিন। কর্নফ্লাওয়ার এক কাপ জলে গুলে নিন। চিকেন স্টকে অর্ধেক গোলানো কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মিশিয়ে কাঁচালঙ্কা, মাংস, চিংড়ি, চিনি, চিলি সস, লেমন গ্রাস, লবণ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। আঁচে বসিয়ে হালকাভাবে ঘন ঘন নাড়তে থাকুন। অনবরত না নাড়লে ফেটে যাবে। মাঝারি আঁচে ১৫-১৭ মিনিট নেড়ে নেড়ে ফুটিয়ে আঁচ কমিয়ে দিন। ৩-৪ মিনিট পর লেবুর রস দিয়ে হালকাভাবে নেড়ে, প্রয়োজন হলে আরও চিলি সস ও নুন মেশান। গরম-গরম পরিবেশন করুন।
গলা খুশখুশ করলে কিংবা সর্দি-কাশি হলে এই পিপার সাওয়ার স্যুপ কিন্তু দারুণ অস্ত্র। এবার জানুন ইমিউনিটি পাওয়ার বাড়ানোর মন্ত্র। যাতে পেটও ভরে আবার পুষ্টিগুণও দারুণ।
চিকেন নুডলস স্যুপ

উপকরণ-
সেদ্ধ মুরগির মাংস- সিকি কাপ, সয়া অয়েল- ২ চা চামচ, সেদ্ধ নুডলস- আধ কাপ, নারকেলের দুধ- ৪ কাপ, কাজুবাদাম কুচি- ৩ টেবিল চামচ, অঙ্কুরিত ডাল- সিকি কাপ, কচি পিঁয়াজ- ৪টি, কাঁচালঙ্কা- ১টি, সাদা গোলমরিচের গুঁড়ো- সিকি চা চামচ, চিনি- আধা চা চামচ, বড় টমেটো- ১টি, পিঁয়াজকুচি- ২টি, রসুনকুচি- আধ চা চামচ, জিরেগুঁড়ো- আধ চা-চামচ, ধনেপাতা সামান্য ও শুকনো মরিচের গুঁড়ো- সিকি চা চামচ।
প্রণালী-
ফ্রাইং প্যানে তেল দিয়ে কাজুবাদাম, কাঁচালঙ্কা, জিরে, রসুন ও পিঁয়াজ দিয়ে ৪ মিনিট ভেজে এতে টমেটো টুকরো করে দিন। নেড়ে ১ চা-চামচ চিনি, নুন, গোলমরিচ ও নারকেলের পাতলা দুধ দিন। একবার ফুটে উঠলেই আঁচ কমিয়ে মৃদু আঁচে ৬-৮ মিনিট রেখে ওভেন থেকে নামিয়ে রাখুন, যেন গরম থাকে। অঙ্কুরিত ডাল ঝাঁজরিতে নিয়ে ফুটিয়ে রাখা জলে ১ মিনিট রেখে, তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। মাংস ছোট টুকরো করে কেটে নিন। চারটি স্যুপের বাটিতে সেদ্ধ নুডলস সমান ভাগ করে নিয়ে নুডলসের উপরে অঙ্কুরিত ডাল, মাংস, কচি পিঁয়াজ দিয়ে ২ টেবিল চামচ ঘন নারকেলের দুধ দিন। গরম নারকেলের স্যুপের মধ্যে কাঁচালঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি চিকেন নুডলস স্যুপ।

Source: Sangbad Pratidin

Related News
West Bengal Panchayat Election 2023: ‘রাজ্যপালের উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা’, মন্তব্য শোভনদেবের, বিরোধীদেরও বিঁধলেন মন্ত্রী
West Bengal Panchayat Election 2023: ‘রাজ্যপালের উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা’, মন্তব্য শোভনদেবের, বিরোধীদেরও বিঁধলেন মন্ত্রী

অর্ণব দাস, বারাকপুর: সম্প্রতি রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মাঝে এবার রাজ্যপাল সিভি আনন্দ Read more

ব্লক সভাপতি পদ নিয়ে কোন্দল! তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি ইসলামপুরের ১১ বারের বিধায়কের
ব্লক সভাপতি পদ নিয়ে কোন্দল! তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি ইসলামপুরের ১১ বারের বিধায়কের

শঙ্করকুমার রায়, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে ফের গোষ্ঠীদ্বন্দ্বে চাপে তৃণমূল কংগ্রেস (TMC)। এবার কার্যত দল ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দিলেন ১১ বারের Read more

মোদির প্রশংসায় পঞ্চমুখ মাস্ক, আনন্দে আত্মহারা হলেন কঙ্গনা
মোদির প্রশংসায় পঞ্চমুখ মাস্ক, আনন্দে আত্মহারা হলেন কঙ্গনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেজায় খুশি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এক ফ্রেমে তাঁর দুই প্রিয় মানুষ, নরেন্দ্র মোদি আর এলন Read more

অবসাদে আত্মহত্যা করতে চেয়েছিলেন! ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক কপিল শর্মা
অবসাদে আত্মহত্যা করতে চেয়েছিলেন! ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক কপিল শর্মা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা দেশকে হাসাতে ভালবাসেন তিনি। টিভির পর্দায় তাঁর মজার কীর্তিকলাপ দেখে পেটে খিল ধরে যায় দর্শকদের। Read more

চায়ের ঠেকে নচিকেতা! সুরের টানে জমা হচ্ছেন বহু মানুষ, কোথায় জানেন?
চায়ের ঠেকে নচিকেতা! সুরের টানে জমা হচ্ছেন বহু মানুষ, কোথায় জানেন?

টিটুন মল্লিক, বাঁকুড়া: চা (Tea) ছাড়া বাঙালির আড্ডা অসম্পূর্ণ। আর চায়ের সঙ্গে টা জুটে গেলে তো কথাই নেই। সন্ধেবেলা গরম Read more

কিমকে চরম হুঁশিয়ারি আমেরিকা, দক্ষিণ কোরিয়ার! ‘উসকানি’র অভিযোগে তোপ চিনের
কিমকে চরম হুঁশিয়ারি আমেরিকা, দক্ষিণ কোরিয়ার! ‘উসকানি’র অভিযোগে তোপ চিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি উত্তর কোরিয়া (North Korea) আমেরিকা (US) কিংবা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে Read more