শংকরকুমার রায়, রায়গঞ্জ: রকমারি খাবারের লোভ দেখিয়ে শ্যালিকাকে নিজের ফাঁকা ঘরে ডেকে নিয়ে নেশায় বেহুঁশ করে লাগাতার ধর্ষণের অভিযোগ। গ্রেপ্তার নির্যাতিতার জামাইবাবু। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের তুলসিপাড়ার ঘটনা। নির্যাতিতা কিশোরীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য রায়গঞ্জ মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তের শাস্তির দাবিতে নির্যাতিতার মায়ের পাশে দাঁড়ান প্রতিবেশীরা।
ধৃতের নাম রাজকুমার সরকার। বছর আটচল্লিশের ওই ব্যক্তি তুলসিপাড়ায় শ্বশুরবাড়িতে থাকত। এদিকে, নির্যাতিতার বাবা কয়েক বছর আগেই গত হন। রায়গঞ্জ পুরসভায় কর্মরত নাবালিকার মায়ের অভিযোগ, “আমি মেয়েকে বাড়িতে একা রেখেই কাজে যেতাম। মাঝে মাঝে বাড়ির লাগোয়া নিজের পানের দোকানে বসত মেয়ে। পাশেই আমার ভাসুরের বাড়ি। আগে একই বাড়িতে থাকতাম। তারপর ভাগ হয়ে যায় বাড়ি। সেই বাড়িতে ভাসুরের মেয়ে ও তাঁর স্বামী থাকেন। আমার অনুপস্থিতিতে মেয়েকে ছানার পায়েস-সহ নানা খাবারের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করত। গত ১৭ নভেম্বর নেশাতুর অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। বুধবার সকালে মেয়ের পেট ব্যথা করছে বলেই জানায়। তখনই জানতে পারি।”
[আরও পড়ুন: বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েন, প্রেমিকাকে গুলি করে খুনের পর আত্মঘাতী প্রেমিক]
এই ঘটনার প্রতিবাদে সরব পড়শিরা। এদিন প্রতিবেশী হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেন,”অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তাই প্রতিবেশী হয়ে নির্যাতিতার পরিবারের পাশে আছি।” এ ব্যাপারে রায়গঞ্জের পুলিশ সুপার সানা আকতার বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।” মেডিক্যাল টেস্টে পাঠানো হয়েছে কিশোরীকে।
[আরও পড়ুন: খুন হয়েছিলেন বাবা, এনকাউন্টার হয় কাকার! যাদব পরিবারের পরতে পরতে লুকিয়ে রহস্য]
Source: Sangbad Pratidin